Tuesday, May 28, 2013

এক দফা এক দাবি ৫০ টাকায় ১ জিবি


আজীবন নিষিদ্ধ হতে পারেন আশরাফুল

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে এ বার জড়িয়ে গেল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আশরাফুলের নাম৷ বাংলাদেশের প্রিমিয়ার লিগে ১০ লাখ বাংলাদেশি টাকার বিনিময়ে ম্যাচ গড়াপেটা করবেন বলে ঢাকা গ্ল্যাডিয়েটরস মালিকের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ৷

আশরাফুলের দুর্ভাগ্য, ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং আইসিসি-র দুর্নীতি নিরোধক শাখা এই নিয়ে তদন্ত শুরু করে৷ আরও দুর্ভাগ্যের, গ্ল্যাডিয়েটরস কর্তৃপক্ষের কাছ থেকে নেয়া দশ লাখ টাকার চেক বাউন্স করে৷ টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’ আজ এই খবর দিয়েছে।

এখন যা পরিস্থিতি, ম্যাচ গড়াপেটায় ধরা পড়ার জন্য আজীবন নির্বাসিত হতে পারেন আশরাফুল৷ কারণ আইসিসি-র দুর্নীতি দমন শাখার জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি৷ মেনে নিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হারার জন্য তিনি টাকা নিয়েছিলেন৷ কমপক্ষে তিন বছরের জন্য নির্বাসন তার বাঁধা৷ অথচ একটা সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম প্রতিশ্রুতিমান ধরা হতো তাকে৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করার পরে শচিন টেন্ডুলকার পর্যন্ত তার প্রশংসা করেছিলেন৷

আইসিসি-র অফিসারদের জেরার মুখে আশরাফুল বলে দেন, প্রিমিয়ার লিগের ওই বিশেষ ম্যাচে গড়াপেটার কথা জানতেন গ্ল্যাডিয়েটরস কোচ ইয়ান পন্টও৷ দোষ স্বীকারের আগে আশরাফুলকে জানানো হয়, লন্ডনে বসে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন পন্ট৷ এবার তিনি যদি দোষ স্বীকার না করেন, কড়া শাস্তি হবে৷ মাত্র তিন বছর শাস্তি হবে প্রতিশ্রুতি পেয়েই দোষ স্বীকার করেন আশরাফুল৷ জানান, চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদও এর সঙ্গে জড়িত ছিলেন৷ মামুদ অবশ্য দাবি করেছেন, এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না এবং কখনও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন না৷

এ দিকে, ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস টিমের মালিক সেলিম চৌধুরী৷ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, 'এটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি এ ধরনের কিছু একেবারেই জানি না৷'সঙ্গে তার পাল্টা দাবি, 'যদি চেক বাউন্স করেই থাকে, তার একটি কপি নিশ্চয়ই আশরাফুলের কাছে আছে৷ ওকে সেটা দেখাতে বলা হোক৷'

শ্রীলঙ্কার মতো বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ নিয়ে বিতর্ক কম নেই৷ প্রচুর ম্যাচ সেখানে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ৷ আইসিসি-র দুনীর্তি দমন শাখা ম্যাচগুলির দিকে নজর রেখেছিল, কিন্ত্ত আশরাফুলের মতো তারকা এর সঙ্গে জড়িয়ে যাবেন, ভাবা যায়নি৷ তা-ও মাত্র দশ লাখ বাংলাদেশি টাকার বিনিময়ে ! যা নিয়ে বাংলাদেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'আইসিসি যদি তদন্ত করে, দেখা যাবে পুরো লিগটাই এভাবে চলেছে৷ তবে আশরাফুলের মতো নামী কেউ এই কাজ করবে ভাবা যায়নি৷'

আশরাফুলের নির্বাসনের মাত্রাটা কী রকম হতে পারে, তা নিয়েই এখন জল্পনা ঢাকার ক্রিকেটমহলে৷ কেউ কেউ বলছেন, তিন বছর নির্বাসন হতে পারে, আবার কারও বক্তব্য, আইসিসি কর্তারা যা-ই বলে থাকুন, শাস্তির মেয়াদ আরও কড়া হওয়ার সম্ভাবনা৷ ভারতে আইপিএলে স্পট ফিক্সিং ধরা পড়ার পরে ব্যাপারটা নিয়ে আরও কড়া হতে চাইবে আইসিসি৷ সে ক্ষেত্রে আজীবন নির্বাসনও হতে পারে আশরাফুলের৷

হরতালের সমর্থনে থানা বিএনপির দু’পক্ষের বিক্ষোভ মিছিল

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর প্রতিবাদে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পাইকগাছা থানা বিএনপির দু’পক্ষ পৃথক পৃথকভাবে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।


পাইকগাছা পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (আরডিএ) বগুড়ার পরিচালক মাহমুদ হোসেন খান খুলনার পাইকগাছা পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার সরল দীঘির পাড়স্থ পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।


এরপর তিনি সরলস্থ বেসরকারী পর্যায়ের ওয়াটার টিটমেন্ট প্লান্ট ও নবলোক পরিষদের বাস্তবায়নাধীন রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং টিএসএফ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইরিগেশন এবং ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. লুৎফর রহমান খান, আরডিএর উপ-পরিচালক শাহিনুর ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, মাহাবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান ও জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, নবলোক পরিষদের উপজেলা ব্যবস্থাপক ডেভিট মিস্ত্রী, প্রকৌশলী শেখ ময়নুদ্দিন, সাংবাদিক আব্দুল আজিজ, বরকত আলী গাজী, লুৎফর রহমান, শিক্ষক সাঈদুর রহমান, ও আকতার গোলদার।

পাইকগাছায় মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ

পাইকগাছায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি) আওতায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত এসএম শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান। বক্তব্য রাখেন আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম। অনুষ্ঠানে ১০ ইউনিয়নের ১০ সিআইজি মৎস্য চাষী গ্র“পকে বেড়জাল প্রদান করা হয়।

পাইকগাছায় প্রাথমিক শিক্ষার প্রশিক্ষন ও সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (২য় পর্যায়) প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা।


উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আ’লীগ নেতা আনোয়ার ইকবল মন্টু, বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, সাংবাদিক তৃপ্তিরঞ্জন সেন, গাজী বেলাল উদ্দিন ও শিক্ষক জয়াদাশ।


সুশীলনের এমআর রোধ প্রকল্পের দু’দিনের প্রশিক্ষন সম্পন্ন

পাইকগাছায় সুশীলনের নিরাপদ মাতৃত্ব অনাকাঙ্খিত গর্ভধারণ ও অননিরাপদ এমআর রোধ প্রকল্পের দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। নেদারল্যান্ড দূতাবাসের সহায়তায় সোম ও মঙ্গলবার সুশীলন পাইকগাছা কেন্দ্রে দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রকল্প সমন্বয়কারী নাদিয়া আফরিন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ১০ জন কিশোরকে প্রশিক্ষন প্রদান করা হয়।

পাইকগাছায় ২৫০ মিটার কাঁচা রাস্তার কারণে জনসাধারন দুর্ভোগে

মাত্র ২৫০ মিটার কাঁচা (মাটির) রাস্তার কারণে হাজার-হাজার জনসাধারনের চলাচলের ক্ষেত্রে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার রাড়ূলী ইউনিয়নের সাথে পাইকগাছা সদরের সড়ক যোগাযোগের জন্য কমপে ১০ কিলোমিটার রাস্তা ও একটি নদী পার হতে হচ্ছে। শুধু ভোগান্তিই নয় অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নদী পারাপারে অনেকটা ঝুঁকিও থেকে যায় বলে এলাকাবাসীর অভিযোগ।

এলাকাবাসী জানায়, উপজেলার চাঁদখালী-রাড়ুলী ইউনিয়ন সীমান্ত কাঁটাখালী মরানদীর উপর আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে নির্মিত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠলেও প্রায় আড়াইশ মিটার রাস্তা কাঁচার কারণে বর্ষা মৌসুমে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বর্ষায় মাটির রাস্তাটুকুতে হাটু কাঁদা হবার ফলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন এলাকাবাসি ।

জানা যায়, কাঁটাখালী হয়ে সাতীরার বুধহাটা, আশাশুনি তথা সাতীরা জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ অত্যন্ত সহজ হওয়ায় অল্প দিনেই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন হাজার-হাজার যাত্রী সাধারণসহ অসংখ্যা ব্যবসায়ী মহল তাদের মালামাল যানবাহনযোগে আনানেয়া করছে স্বল্প খরচে। তবে সাম্প্রতিককালের সামান্য বর্ষাতেই কাঁটাখালী বাজার থেকে শ্রীকণ্ঠপুর পর্যন্ত মাত্র অর্ধ কিলোমিটারেরও কম মাটির রাস্তায় হাটু কাঁদার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ায় প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে বোয়ালিয়া-রাড়ূলী খেয়া পার হয়ে সংশ্লিষ্টদের যাতায়াত করতে হচ্ছে। এদিকে বোয়ালিয়া খেয়াঘাটের পশ্চিম পাড়ে পাঁকা ঘাট না থাকায় বিশেষ করে নদীতে ভাটার সময় পারাপার হতে যে অবর্ণনীয় দুর্ভোগ তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

অত্র রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, অত্র এলাকাবাসীসহ দুর-দুরন্ত থেকে হাজারো জনসাধারণ চলাচল করে থাকে কাঁটাখালীর এ পথ দিয়ে। শুধু তাই না জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাসভবন রাড়ুলী গ্রামে হওয়ায় প্রতি বছরের দু’টি (জন্ম ও মৃত্যু বার্ষিকী) দিনে জেলা প্রশাসকসহ দেশ-বিদেশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট জনেরা রাড়ূলীতে হাজির হয়ে থাকেন। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় এ যাবতকাল বোয়ালিয়া খেয়াঘাট পর্যন্ত এসে সেখানে গাড়ি রেখে ট্রলারযোগে নদী পার হয়ে ভ্যান বা মটরসাইকেলযোগে স্যার রায়ের বাসভবনে পৌছাতে হত। মাঝেমধ্যে ওই সকল কর্মকর্তাগণ প্রায় ১০০ কিলোমিটার ঘুরে সাতক্ষীরা-বুধহাটা হয়ে রাড়ুলী পৌছাতেন। চেয়ারম্যান আরও বলেন কাঁটাখালী মরা নদীর ওপর আড়াআড়ি বাঁধ দেয়ায় প্রাইভেট, মাইক্রো, পিকআপ এমনকি মিনিবাসও সরাসরি চলাচলের সুযোগ হয়েছিল। কিন্তু বিপত্তিটা ঘটেছে সামন্য মাটির রাস্তা বর্ষায়। তিনি বলেন, একাধিকবার উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছি। তবে কর্তৃপ অদ্যবধি বিষয়টি আমলে না নেয়ায় জনসাধারণের দুর্ভোগ রয়েই গেছে।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপরে হামলায় দু’সহোদরসহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর আহত বারিক গাজী (২৭) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতাকাল রোববার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস

নানা আয়োজনে মঙ্গলবার পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি এসব সমস্যা প্রতিরোধ করার প্রত্যয়ে শুরু হয়েছিল ‘নিরাপদ মাতৃত্ব দিবস’। যার মূল উদ্দেশ্য নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা। এ বছরের দিসবটির প্রতিপাদ্য বিষয় ‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’। মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, এ বছরও যথাযোগ্য মর্যাদায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে।


বুধবার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২৯ মে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৮ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন ১ উপজেলা ৫ থানা ও ২ পৌরসভা

নাটোর জেলার সদর উপজেলার নলডাঙ্গা থানাকে উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে পৌরসভা প্রতিষ্ঠার অনুমোদনসহ পাঁচটি থানার অনুমোদন দিয়েছে নিকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি নিকারের ১০৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বলেন, “নিকারের ১০৮তম সভায় নাটোর জেলার সদর উপজেলাধীন নলডাঙ্গা থানাকে উপজেলায় উন্নিত করা হয়েছে। নতুন এই উপজেলায় একটি পৌরসভা, পাঁচটি ইউনিয়ন রয়েছে। এর আয়তন ১৭৬.০২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে এক লাখ ২৯ হাজার ৩০৪ জন।”

তিনি জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন কাজির হাট পুলিশ তদন্ত কেন্দ্রকে ও পাবনা জেলার বেড়া থানাধীন আমিনপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নিত করা হয়েছে।

এছাড়া খুলনা মহানগরে নতুন তিনটি থানা করা হয়েছে যা ‘লবন চোরা থানা’ এর আয়তন ১৭.১১ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে তিন লাখ। ‘আড়ং ঘাটা থানা’ এর আয়তন ১৮.১৩ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে আড়াই লাখ।

এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি থানা স্থাপন করা হবে যার নাম এখনো নির্ধারণ করা হয়নি।