Tuesday, March 11, 2014

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বণার্ঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। 

উপজেলা শিক্ষা অফিসার দীলিপ কুমার ঘোষের সভাপতিত্বে “শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ আলমগীর, মিজানুর রহমান, ফারুক হোসেন, জ্যোতি শংকর, নয়ন শাহা, আবু সাঈদ, শিক্ষক আশুতোষ কুমার, সেলিনা পারভীন, আব্দুল খালেক সরদার, জয়া রাণী দাশ, নীলিমা রাণী ঢালী, আলমগীর কবির, আবু সাঈদ। উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।

জেলা মৎস্য কর্মকর্তার ব্র্যাকের সমন্বিত প্রদর্শনী খামার পরিদর্শন

পাইকগাছায় ব্র্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের আওতায় সমন্বিত প্রর্দশনী খামার পরিদর্শন করেছেন জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার। তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামের উপকারভোগী কৃষক সাজ্জাদ মোড়লের ধান, মাছ, সবজী চাষের সমন্বিত প্রদর্শনী খামার পরিদর্শন করেন। 
 

প্রদর্শনকালে জেলা মৎস্য কর্মকর্তা খামারে হাইব্রিড শক্তি-২ ধান, মাছ এবং সবজি উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার একেএম শাহীন আলম, সাংবাদিক এসএম বাবুল আক্তার, আব্দুল আজিজ ও ব্র্যাকের তন্ময় মন্ডল।

পাইকগাছায় প্রার্থী ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সুধীজনদের সাথে খুলনা জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিস মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল্লাহ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম মসিউর রহমান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমর কান্তি হালদার, আলহাজ্ব মুনসুর আলী গাজী, কাজী আব্দুস সালাম বাচ্চু, কেএম আরিফুজ্জামান তুহিন, রাজু আহম্মেদ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সভায় বক্তারা উপজেলার সীমান্তবর্তী ও দূর্গম ইউনিয়ন গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী জানান।

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (৪)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পৌর বাসস্ট্যান্ড ও পশু হাসপাতালের মধ্যবর্তী সড়ক থেকে তোলা।