Saturday, October 5, 2013

তালায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি

তালা উপজেলার তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ইতিমধ্যে অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে তালা উপজেলার দুই শতাধিক গ্রাম। মানুষ ঘর ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করছে।

অবশেষে তালাঞ্চলের এসব দুঃখি মানুষের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ড. মুহা: আনোয়ার হোসেন হাওলাদার। তিনি সরেজমিনে এসব এলাকা পরিদর্শন শেষে পানি নিষ্কাশনে বাধা জেয়ালা ঘোষপাড়া তালা-ডুমুরিয়া সীমান্তের বাঁধ ও সোহেলের ঘেরের বাঁধ পরিদর্শন শেষে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাঁধ অপসারণ করে বাঁধের স্থলে ২টি করে বড় পাইপ লাগানোর নির্দেশ দিয়েছেন।

কিন্তু সাধারন মানুষরা সরকারি খালের উপর সৃষ্ট বাঁধে বড় পাইপ লাগানোর বিষয়টি যথাযথ হয়নি বলে মনে করছেন। জনগনের দাবি ছিল সরকারি খালে এ পরিকল্পিত বাঁধটি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। জেলা প্রশাসক তিন কিলোমিটার পথ পাঁয়ে হেটে এ বাঁধ পরিদর্শনের সময় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী হাদিউজ্জামান সহ ঘের মালিক সোহেল ও গাজী মোমিন উপস্থিত ছিলেন।

এদিকে পানি নিষ্কাশিত না হতে পেরে তালা উপজেলার ১২টি ইউনিয়নের দুইশতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। তালা সদর ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ২১টি গ্রামই প্লাবিত। পার্শ্ববর্তী ইসলামকাটি, মাগুরা, ধানদিয়া, খলিলনগর, জালালপুর, মাগুরা, কুমিরা, তেঁতুলিয়া, সরুলিয়া, নগরঘাটা, খেশরা ইউনিয়নগুলোও পানির নীচে রয়েছে।

তালা সদর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বন্যার মাত্রা বিগত ২০১১ সালের ভয়াবহ পরিস্থিতিকে ছাড়িয়েছে। তালা ইউনিয়নের এক হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মানুষরা মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে সরকারি খালে ঘের মালিক সোহেল ও গাজী মোমিন বাঁধ দিয়ে ঘের করায় পানি নিস্কাসিত না হতে পেরে তালা, ইসলামকাটি, কুমিরা, তেঁতুলিয়া ইউনিয়নগুলো পানির নীচে। জনগণের পক্ষ থেকে দাবি উঠছে উক্ত ঘের মালিকদের বিরুদ্ধে সরকারিভাবে ক্ষয়ক্ষতিপূরণ মামলা করা হোক।

খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, আমার ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে ডুবানো রয়েছে। খুলনা-পাইকগাছা সড়কের ঘোষ নগর নামক স্থানে পাঁকা রাস্তার উপর পানি উঠে যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হবার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, আমি ত্রাণ নয় পানি নিস্কাসনের ব্যবস্থা চাই।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নের ২২৯টি গ্রামের মধ্যে দুইশতাধিক গ্রাম পানিতে ডুবানো রয়েছে। বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অন্যদিকে তালা উপজেলা স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ তাদের ইউনিয়নের ক্ষয়ক্ষতির বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

কয়রায় ইভটিজিংয়ের অভিযোগে বৃদ্ধের কারাদন্ড

কয়রায় কলেজপড়ুয়া ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছে।

জানা গেছে, উপজেলার ১নং কয়রা গ্রামের কপোতাক্ষ কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শক অনাথ বন্ধু সরকারের কলেজ পড়ুয়া মেয়েকে একই গ্রামের মৃত কালিপদ মিস্ত্রির পুত্র হরিপদ মিস্ত্রি (৬৩) ইভটিজিং করায় মেয়ের বাবা অনাথ বন্ধু সরকার গত মঙ্গলবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ জানালে নির্বাহী আদালত তাকে এক মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করে।

হরিপদ মিস্ত্রির পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানায়, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে ফাঁসানো হয়েছে।

পাইকগাছায় জাতীয় শিশু অধিকার সপ্তাহ ‘১৩ পালন

পাইকগাছায় জাতীয় অধিকার সপ্তাহ-২০১৩ উপলক্ষ্যে দিনব্যাপী র‌্যালী, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্যক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

প্রদীপন জাগরণ প্রকল্প, উপজেলা প্রশাসন, শিশু অধিকার সংরক্ষণ ও সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে শিশু অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে “নিশ্চিত হোক শিশু অধিকার, কাটুক সকল অন্ধকার” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল-আল-নূর পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এফএমএ রাজ্জাক, এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ ও এন ইসলাম সাগর, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, উদয় শংকর রায় ও শফিয়ার রহমান। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মজীবি শিশুরা।