Saturday, November 9, 2013

কপিলমুনিতে অসহায় মহিলার দোকান ও বাড়ীঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মঞ্জুরানী ঢালী নামের এক মহিলার দোকান সহ বাড়ীঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৬ নভেম্বর দিবাগত গভীর রাতে কপিলমুনি শহরতলীর গোয়াল বাথান গ্রামে এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে ওয়াপদা বেড়িবাঁধের পার্শ্বে একটি চায়ের মুদি দোকানসহ দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন সুশান্ত ঢালীর স্ত্রী মঞ্জুরানী ঢালী।

ঘটনার দিন গভীর রাতে কে বা কারা শত্রুতা করে জীবিকা নির্বাহের সম্বল দোকানসহ বসত ঘরে আগুন লাগায়। এ সময় আগুনের লেলীহান শিখায় সমগ্র এলাকা আলোকিত হলে ভুক্তভোগী মঞ্জুরানী ঢালী’সহ আশপাশ এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

পরে আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে দোকানের মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর মঞ্জুরানী প্রশাসনের সহযোগীতা কামনার জন্য স্থানীয় প্রেসক্লাব বরাবর এক লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার বিষয়ে তিনি উল্লেখ করেন যে, এলাকার জনৈক প্রভাকর ঢালী, পরিতোষ ঢালী ও মনিন্দ্রনাথ ঢালীরা তাকে বিভিন্ন সময় ক্ষয়ক্ষতির চেষ্টা করে আসছে এবং ঘটনার দিন স্থানীয়রা গভীর রাত পর্যন্ত তাদেরকে ঘোরাফেরা করতে দেখেছে। এ ঘটনায় ভুক্তভোগী অসহায় মঞ্জুরানী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছা-আঠারমাইল সড়কের বেহাল দশা !

পাইকগাছা-আঠারমাইল সড়কের বেহাল দশার কারনে পিছিয়ে পড়ছে পাইকগাছার অর্থনৈতিক প্রবৃদ্ধি। তাহলে সড়ক সংস্কারে বিলম্ব আর এভাবে আত্মঘাতী হওয়ার মধ্যে কোন পার্থক্য আছে কি ?


A Voice of Paikgacha Campaign.

বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল (৮৪ ঘন্টা)

নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি হানার প্রতিবাদে ১২ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। নতুন ঘোষণা অনুযায়ী, কাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।


আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

বিএনপির যুগ্ম মহাসচিব জানান, নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি হানার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে পূর্বঘোষিত টানা ৭২ ঘণ্টার সঙ্গে আরও ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা হরতাল করা হয়েছে।

পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধনা

পাইকগাছায় একাধিকবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সমবায়ী, ব্যবসায়ী ও পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১ টায় পৌর চত্ত্বরে উদযাপন কমিটির আহবায়ক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক সমীর কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার মোঃ নূরুজ্জামান, সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, ডাঃ মোঃ শহীদুল্লাহ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, এফএম সেলিম আখতার, আলহাজ্ব রইস উদ্দিন, শেখ কামরুল হাসান টিপু।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শেখ আনিছুর রহমান মুক্ত, এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, দাউদ শরীফ। অনুষ্ঠানে সমবায় সমিতি, ব্যবসায়ী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব ফসিয়ার রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।

হারিয়ে যেতে বসেছে কপোতাক্ষ নদ

মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্রোতস্বিনী কপোতাক্ষ নদ আজ কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পানি প্রবাহ বন্ধ থাকায় কপোতাক্ষ নদে শেওলা ও কচুরিপানায় ভরে গেছে। চারিদিকে শুধু সবুজ শেওলার সমারোহ।

অবৈধ দখলবাজ ও স্বার্থনেষীদের কারণে আজ হারিয়ে যেতে বসেছে কপোতাক্ষ নদ। প্রতি বছর বর্ষা মৌসুমে নদের দু’ধারের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ায় কয়েক লাখ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়ে।

সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া, বড়কাশীপুর, সদর কোথাও নদের কোন নিশানা নেই। সরুলিয়া বাজার হতে ইসলামকাঠি বাজার পর্যন্ত কপোতাক্ষ নদের অসংখ্য জায়গায় নেট-পাটা দিয়ে মৎস্য আহরণ করছে স্থানীয় জনসাধারণ। ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ।