Monday, January 6, 2014

জীবন সংগ্রামে আলোচিত নাম কপিলমুনির প্রতিবন্ধী শহরালী

বেঁচে থাকার জীবন সংগ্রামে আলোচিত নাম কপিলমুনির শহরালী গাজী। দেশের প্রায় সর্বত্র তার বিচারণ। ফুটপথই উপার্জনের একমাত্র অবলম্বন তার। কখনও যাদু, কখনও কবিরাজী, আবার কখনও বা সাপুড়িয়া আবার কাঁচামাল বিক্রেতা আর সবশেষে পুরাতন গরম কাপড়ের ব্যবসা করে ভালভাবেই চলছে তার সংসার জীবন। অদম্য সাহস আর সততা নিয়ে জীবনের প্রায় ৪৭ টি বছর কেটে গেছে প্রতিবন্ধি শহরালীর। প্রতিবন্ধিতার কাছে কখনও মাথা নত করেননি তিনি।

পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের বাসিন্দা শহরালীর বাবার নাম মরহুম ফাকের আলী গাজী। দাম্পত্য জীবনে ৩ কন্যা ও ২ পুত্রের জনক শহরালী ইতোমধ্যে ২ কন্যাকে স্বসম্মানে পাত্রস্থ করেছেন।

শহরালী এ প্রতিবেদককে জানান, প্রকৃতির ঋতু বদলের সাথে সাথেই তিনি নিজের পেশাকে বদলিয়ে ফেলে আয়ের নতুন ধারা সৃষ্টি করেন। তাই যখন যে সময় আসে তখন সেই বেশেই তার দেখা মেলে।

বর্তমানে শীত মৌসুম তাই, যশোর থেকে গরম কাপড়ের গাইড কিনে এনে কপিলমুনি বাজারে পসরা সাজিয়েছে প্রতিবন্ধি শহরালী। পড়ন্ত বিকেলে শীতের ঘনঘটা থেকে নিজেকে রক্ষা করতেই ক্রেতাদের উপচে পড়া ভীড়। আর তা সামলাতে অনেকটা হিমশিম খেতে হয় শহরালী’কে। তারপরও ক্রেতাদের উপস্থিতি আর বেঁচাকেনায় তিনি রীতিমত খুশি।

জানা গেছে, গত কয়েক বছর যাবৎ কপিলমুনি বাজারের ধান্যচত্বরে বসে আসছে গরম কাপড়ের পসরা। এর আগে বাজারের রামকৃষ্ণ মন্দিরের পার্শ্বে পাওয়া যেত পুরাতন গরম কাপড়। তবে কাপড়ের গাইড খোলার সাথে সাথেই ভাল মালগুলি হাওয়া হয়ে যায়। কারন হিসাবে, স্থানীয় কিছু ব্যাক্তি গাইড খোলার সাথে সাথেই বরাবরের মতই সে সব মালামাল কিনে নিয়ে যায়। তবে উচ্চ ও মধ্যবিত্বসহ বেশিরভাগ মানুষেরই এ কাপড়ের প্রতি দৃষ্টি, সে কারনে অন্যান্য বছরের তুলনায় এ বছর দামও অনেকটা চড়া।

শহরালী জানান, তিনি ছিন্নমুল মানুষকে অনেক কাপড় দিয়ে থাকেন। ব্যবসার পাশাপাশি সামাজ সেবা মুলক কর্মকান্ডে জড়িত থাকার কথা জানান শহরালী। ইতোপূর্বে তিনি ইউপি নির্বাচনে সদস্য পদে দাঁড়িয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। আগামী নির্বাচনেও তিনি প্রতিদ্বন্ধীতা করবেন বলে জানান।

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি ৩১ জানুয়ারি পর্যন্ত

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০১৪ সালের বার্ষিক নবায়ন কার্যক্রমের সময় বিলম্ব ফি ছাড়া আগামী ৩১ জানুয়ারি ২০১৪ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

রিভলবার, পিস্তল, পয়েন্ট ৭ এমএম, পয়েন্ট ৮ এমএম, পয়েন্ট ৯ এমএম রাইফেল-এর লাইসেন্স নবায়ন কার্যক্রমের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং একনলা ও দোনলা (শটগান), পয়েন্ট ২২ বোর রাইফেল-এর লাইসেন্স নবায়নের দায়িত্ব পালন করবেন জেএম শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট ।

খুলনার জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

পাইকগাছায় ২ যুবক আটক

পাইকগাছায় ২ যুবককে আটক করা হয়েছে। সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী নাশকতার আশঙ্কায় ঘটনার দিন থানার এস আই হারুন অভিযান চালিয়ে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চুর পূত্র কাজী বাপ্পী (২৮) ও মঠবাটী এলাকা থেকে জনাব আলী সানার পূত্র বাবুল সানা (২৫) কে আটক করে।

আটক দু’যুবককে বাঁকা ও নতুন বাজারের সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

নির্বাচনী সহিংসতায় আহত ৪ পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কামুক্ত

নির্বাচনী সহিংসতায় আহত পাইকগাছা থানায় কর্মরত পুলিশের ৪ কনস্টেবল মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, খুলনা-৬ আসনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন না থাকায় পাইকগাছা থানায় কর্মরত ২২ পুলিশ সদস্য বিভিন্ন স্থানে নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত হন। এর মধ্যে কয়েক জনের দায়িত্ব পড়ে যশোরের মনিরামপুর এলাকায়।

এদিকে দায়িত্ব পালন কালে নির্বাচনের আগের দিন গত শনিবার সন্ধ্যায় দূর্বৃত্তরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করে। এতে পাইকগাছা থানার কর্মরত শহিদুল ইসলাম, রাজু আহম্মেদ, লিটন ও শহিদুল ইসলাম নামের ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তাদের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে। তারা এখন অনেকটা আশঙ্কা মুক্ত।