Monday, October 31, 2016

পাইকগাছায় উপ-নির্বাচনে রেজাউল করিম ইউপি সদস্য নির্বাচিত

পাইকগাছায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনকে ঘীরে নেয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়ন করা হয় র‌্যাব, পুলিশ ও আনসার।

 মোট ২ হাজার ৯০৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে বৈদ্যুতিক পাখা প্রতীকে ১ হাজার ১৫৭ ভোট পেয়ে আ’লীগনেতা শেখ রেজাউল করিম বেসরকারি ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ অপর প্রার্থী আ’লীগ নেতা মোঃ রমজান আলী সরদার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০ ভোট। ৫৭ ভোট বাতিল করা হয়।
 
এদিকে নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলাদার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
 
কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানান।
 
উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য সাহেব আলী গোলদার শপথ গ্রহণের পূর্বেই সড়ক দূর্ঘটনায় নিহত হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসনটি শূণ্য ঘোষনা করেন।

Sunday, October 30, 2016

স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান


পাইকগাছা সিনিয়র জুনিয়র ক্লাবের কমিটি গঠন

পাইকগাছা পৌরসভায় অবস্থিত সিনিয়র জুনিয়র ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে সংগঠনের অনুষ্ঠিত এক সভায় মো শফিকুল ইসলাম মোড়ল'কে সভাপতি ও গাজী ফয়সাল রাশেদ সনি'কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমএম আজিজুল হাকিম, সহ-সভাপতি এসএম সেলিম রেজা, মোঃ বিল্লাল মোড়ল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতীম সরদার, সাংগঠনিক সম্পাদক সালামুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কোষাধক্ষ্য আছাফুজ্জামান তুহিন, ক্রীড়া সম্পাদক মোঃ বিল্লাল সরদার, সহ-ক্রীড়া সম্পাদক মনজেল হুসাইন মন্টু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক বিএম শহীদুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক কবির উদ্দীন সরদার, আইন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কাজী তানভির রেজা, আব্দুস সামাদ গাজী, সোহেল রাসেদ জনি, মিন্টু গাজী, জাহাঙ্গীর আলম, আছাদুজ্জামান, খলিলুর রহমান, আবু হানিফ মিলন, আবুল কালাম আজাদ, শাহীনুর রহমান, মিজানুর রহমান মিজান, আমিনুর গাজী, মমিনুর রহমান, সোহানুর রহমান, টুটুল সরদার ও মোঃ ইদ্রিস আলী।

পাইকগাছায় রাড়ুলী উপ-নির্বাচনে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

আগামীকাল সোমবার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন। এ লক্ষে নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন। রোববার বিকালে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছানো হয়েছে ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ নির্বাচনী উপকরণ।

উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য সাহেব আলী গোলদার শপথ গ্রহণের পূর্বেই সড়ক দূর্ঘটনায় নিহত হলে সংশ্লিষ্ট আসনটি শূণ্য ঘোষনা করা হয়। এরপর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আ’লীগনেতা শেখ রেজাউল ইসলামের প্রতীক বৈদ্যুতিক পাখা ও মোঃ রমজান আলীর প্রতীক টিউবওয়েল। 
এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০৪ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার শতাধিক কম রয়েছে। শেষ মূহুর্তে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটাররা ধারণা করছেন।

এ ব্যাপারে রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭টি বুথের জন্য একজন প্রিজাইডিং, ৭জন সহকারী প্রিজাইডিং, ১৪ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবে।

আইন শৃংখলা রক্ষায় ১৩ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন বলে ওসি মারুফ আহম্মদ ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন নিশ্চিত করেছেন।

Saturday, October 29, 2016

শুভ দীপাবলি

আলোক এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন। নিজের ভেতরের বাহিরের সকল অজ্ঞতা ও তমঃকে দীপ শিখায় বিদূরিত করার দিন। প্রেম-প্রীতি-ভালবাসার চিরন্তন শিখা প্রজ্বলিত করার দিন।

দেশ থেকে দেশে, অঞ্চল থেকে অঞ্চলে- এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন; তবু মূল কথা এক। আর আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন- আত্মাকে প্রজ্বলিত করে পরিশুদ্ধ করে সেই পরমব্রহ্মে লীন হওয়ার দিন।



‘‘ঘরে ঘরে ডাক পাঠালো
দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো
সাজাও আলোয় ধরিত্রীরে।’’
 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

পাইকগাছায় দু’শতাধিক মণ্ডপে শ্যামা কালী পূজা ও দীপাবলি উৎসব

পাইকগাছায় ব্যাপক ধর্মীয়ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা কালী পূজা ও ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক স্থানে পূজার আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপ সাজানো হয়েছে নান্দনিক আলোক সজ্জ্বায়। প্রবেশদ্বারে করা হয়েছে বিশাল আকারের তোরণ। মূল পূজাস্থল সাজানো হয়েছে প্যান্ডেল দিয়ে। প্রধান সড়ক থেকে পূজাস্থলে যাওয়ার পথ সাজানো হয়েছে বিভিন্ন রঙ্গের বাতি দিয়ে। সন্ধ্যার পর মণ্ডপগুলোতে তৈরী হয় জাকজমকপূর্ণ মনোরম পরিবেশ। 

এ বছর পৌর এলাকায় সরল দাশ পাড়া, সরল উত্তর পাড়া, সরল পরমানিক পাড়া, সরল মাঝের পাড়া, সরল কালিবাড়ী পূজা মন্দির, সরল নবপল্লী, বাসস্টান্ড, বাজার মন্দির ও শিববাটীতে জাকজমকপূর্ণ পরিবেশে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ন্যায় উপজেলার বিভিন্ন স্থানে অনুরূপ দুই শতাধিক স্থানে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।



মধ্যরাত থেকে মূল পূজা শুরু হবে। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলবে প্রসাদ বিতরণ, পূজা অর্চনা ও অঞ্জলী প্রদান।


Happy Diwali - শুভ দীপাবলি

Friday, October 28, 2016

ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে পাইকগাছায় ৩ দিনব্যাপী বৈরী আবহাওয়া

পাইকগাছায় ঘূর্ণিঝড় “কায়ান্ট” এর প্রভাবে গত ৩ দিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৈরী আবহাওয়ার প্রভাবে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ১১ পর্যন্ত দীর্ঘ সময় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। 

দিনের বেলায় মেঘলা গুমোট অবস্থা বিরাজ করছে, আর রাতের বেলায় মাঝে মধ্যে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে প্রকৃতির মাঝে কিছুটা সতেজতা পরিলক্ষিত হলেও সাধারণ মানুষকে পড়তে হয় কিছুটা বিড়ম্বনায়।

উল্লেখ্য, গত বুধবার সৃষ্ট ঘূর্ণিঝড় কায়ান্ট দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। আর এর প্রভাবে উপকূলীয় পাইকগাছায় গত ৩ দিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে।

বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে মুসলধারে বৃষ্টি হয়। এতে রাস্তা-ঘাটে পানি জমে যায়। ফলে যাতায়াতে কিছুটা ভোগান্তি হয় সাধারণ মানুষের। বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টি হওয়ার পর বৃষ্টির সম্ভবনা কমে গেলেও শুক্রবারও দিনভর মেঘলা গুমোট অবস্থা বিরাজ করতে দেখা যায়।

Thursday, October 27, 2016

পাইকগাছায় ৩টি জন্মান্ধ সন্তান নিয়ে আবুল পরিবারের মানবেতর জীবনযাপন

পাইকগাছায় একটি নয়, দুটি নয়, তিন তিনটি জন্ম অন্ধ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে আবুল হোসেন বিশ্বাসের পরিবার। সন্তানদের চিকিৎসার পিছনে প্রায় সব কিছু হারিয়ে মধ্যবিত্ত পরিবারটি আজ অনেকটাই অসহায় হয়ে পড়েছে। সরকারি কিছু ভাতার টাকা ও অন্ধ সন্তানরা বাসযাত্রীদের নিকট থেকে প্রতিদিন যা পায় তাতেই কোন রকমে খেয়ে পরে জীবন ধারণ করছে অসহায় পরিবারটি।

ডাক্তাররা বলে দিয়েছেন, কোন সন্তানের চোখ আর কোন দিন ভাল হবে না। তাই এখন আর চিকিৎসার জন্য নয়, একটু ভাল ভাবেই বেঁচে থাকার তাগিদেই সরকারসহ সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেছে পরিবারটি।

সূত্রমতে, পাইকগাছা উপজেলা গদাইপুর ইউনিয়নের তোঁকিয়া গ্রামের মৃত ফুল চাঁদ আলী বিশ্বাসের ছেলে আবুল হোসেন বিশ্বাস (৭০) ও স্ত্রী জামিলা বেগম ব্যক্তিগত জীবনে ৪ সন্তানের পিতা-মাতা। কিন্তু আবুল-জামিলা দম্পত্তি এতটাই হতভাগ্য যে ৪ সন্তানের মধ্যে ৩টি সন্তানই তাদের জন্মান্ধ। বড় মেয়ে শিউলি খাতুন (৪০) একমাত্রই সুস্থ্য এবং স্বাভাবিক। ছেলে জাকির হোসেন (৩৮), ফারুক হোসেন (৩৬) ও ছোট মেয়ে শেফালি খাতুন (২৫) জন্ম থেকেই অন্ধ। ছোট মেয়ে শেফালি শুধু জন্ম অন্ধই নয় মানসিক ভারসাম্যহীনও।

আবুল হোসেনের দাদা খাতের আলী বিশ্বাস হাজার বিঘা সম্পতির মালিক ছিল। তবে পৈত্রিক সূত্রে ১৫ বিঘা জমির মালিক হন আবুল। ১৫ বিঘা জমির মধ্যে ইতোমধ্যে সন্তানদের চিকিৎসার পিছনে ১২ বিঘা জমি বিক্রি করে দিয়েছেন আবুল।

হতভাগ্য পিতা আবুল জানান, সন্তানদের জন্মের পরপরই বিল্ডিং বাড়ির একটি অংশ বিক্রি করে চিকিৎসা শুরু করি। দেশের অনেক নামীদামি বিদেশী চক্ষু বিশেষজ্ঞদের দেখিয়েছি। কিন্তু প্রত্যেকটি ডাক্তার বলেছেন ওদের চোখ আর কখনো ভাল হবে না।

অন্ধ সন্তানদের হতভাগী মা জামিলা বেগম জানান, সন্তানদের জন্য আমি নিজের চোখ দেয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ডাক্তাররা বলেছেন অন্যের চোখ দিলেও তাদের চোখ আর ভাল হওয়ার নয়। চিকিৎসার পিছনে সর্বস্ব হারিয়ে বর্তমানে ৩ অন্ধ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে আবুল হোসেনের পরিবার।

অন্ধ জাকির ও ফারুক গদাইপুর মোড়ে পাইকগাছা-খুলনাগামী বাসের যাত্রীদের নিকট থেকে প্রতিদিন প্রত্যেকে সংগ্রহ করে ৫০ থেকে ১০০ টাকা। আর সরকারের সমাজসেবা দপ্তর থেকে প্রতিমাসে প্রত্যেকে পায় ৫০০ টাকা করে ভাতা। এতেই কোন রকমেই চলছে অন্ধ পরিবারের জীবন-জীবিকা।

অন্ধ হলেও জাকির ও ফারুকের অনুভূতির শক্তি অনেক বেশি। মানুষের কণ্ঠ শুনেই বলে দিতে পারে লোকটি কে বা কি তার নাম। এমনকি যে কোন পরিমানের টাকার নোটের ঘ্রাণ দিয়েই বলতে পারে সেটা কত টাকার নোট।

অন্ধ ৩ ভাই বোনের মধ্যে প্রায় ৮ বছর আগে বিয়ে করেন ফারুক হোসেন। বর্তমানে ২টি সন্তান নিয়ে পৃথক রয়েছে ফারুক দম্পত্তি। ফারুকের স্ত্রী সুমি বেগম জানান, জেনে শুনেই বিয়ে করেছি, অন্ধ স্বামীর প্রতি আমার কোন ক্ষোভ কিংবা দুঃখ নেই। এক সময় রোজগারের জন্য আমি স্বামীর সাথে যেতাম। কিন্তু আরআরএফ নামে একটি সংস্থা একটি গাভী সহায়তা প্রদান করায় এখন আর আমি বাইরে যায় না। বাড়িতেই গাভীটার পরিচর্যা করি।

সরকারের সংশ্লিষ্ট প্রশাসের দৃষ্টি আকর্ষন করে অসহায় পরিবারটি ক্ষোভ প্রকাশ করে বলে, সমাজসেবা দপ্তর থেকে সামান্য কিছু ভাতা দেয়া হয় বলে সরকারের সকল সহায়তা থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়। ভিজিডি, ভিজিএফ এমনকি সদ্যগৃহিত সরকারের ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সহায়তা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।

৩টি সন্তানের চোখ হয়তো আর কোন দিন ভাল হবে না কিন্তু একটু ভাল ভাবে খেয়ে পরে বেঁচে থাকার তাগিদেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের বিত্তবানদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেছে অসহায় পরিবারটি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানান, উপজেলায় এ ধরণের একটি পরিবার রয়েছে এটা আমার জানা ছিল না। পরিবারের ৩টি সন্তানের জন্মান্ধর কথা জেনে আমি নিজেই মর্মাহত হয়েছি। এ ক্ষেত্রে শুধু প্রতিবন্ধী ভাতার মধ্যেই সীমাবদ্ধ নয়, সরকারের গৃহিত সকল সহায়তা কর্মসূচির আওতায় অসহায় পরিবারটিকে অর্ন্তভূক্ত করা হবে। পাশাপাশি পরিবারটিকে যাতে বিশেষ সহায়তা করা যায় এ ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে বলে এ কর্মকর্তা জানান।