Monday, May 26, 2014

দুম্বার মাংস বন্টনে অবমূল্যায়ন ও কর্তৃত্ব না থাকার জের....

পাইকগাছা উপজেলা পরিষদের সাথে ইউপি চেয়ারম্যানদের দূরত্ব সৃষ্টি

 

ইউপি চেয়ারম্যানদের সমন্বয় কমিটির সভা বর্জন; অস্বস্তিতে উপজেলা পরিষদ


পাইকগাছায় দুম্বার মাংস বিতরণকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ১০ ইউপি চেয়ারম্যানদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে বেশ কিছু দিন যাবৎ উপজেলায় ব্যাপক আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়েছে। 

দুম্বার মাংস বন্টনে ইউপি চেয়ারম্যানদের অবমূল্যায়ন ও কর্তৃত্ব না থাকার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ২২ মে’র আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা বর্জন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় সম্প্রতি সরকারিভাবে সরবরাহকৃত ৯৮ প্যাকেট দুম্বার মাংস বিতরণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনেছেন ইউপি চেয়ারম্যানরা। চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভায় এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সভাপতি শাহাদাৎ হোসেন ডাবলু ও সাধারণ সম্পাদক এসএম এনামুল হক সমন্বয় কমিটির সভা বর্জনের হুমকি দেন।

এ ঘটনার জের ধরে গত ২২ মে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভায় ১০ ইউপি’র কোন চেয়ারম্যান অংশগ্রহন করেননি। এ ঘটনার পর থেকে উপজেলা পরিষদ অস্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু বলেন, প্রতি বছর ১০ ইউপি’র চেয়ারম্যানদের সাথে নিয়ে এ মাংস সুষ্ঠুভাবে বিতরণ করা হতো। কিন্তু এ বছর ভাইস চেয়ারম্যান মাওঃ কামাল হোসেন মাংস বিতরণে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন স্থানে এ মাংস বিতরণ করেছেন।

চাঁদখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী সমন্বয় কমিটির সভা বর্জনের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা পরিষদের কোন সভায় যোগদান করবে না।

চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাৎ হোসেন ডাবলু বলেন, এ ঘটনায় পরস্পরের মধ্যে সমন্বয় না হওয়ায় সভায় যোগদান করেননি।

আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন বলেন মাংস বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি অসত্য। এতিম ও দুঃস্থদের মধ্যে মাংস বন্টন করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানদের অবহিত করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্টা এ্যাড. স.ম বাবর আলী এ প্রসংগে ইউপি চেয়াম্যানদের অভিযোগ খন্ডন করে বলেন, প্রকৃত দুঃস্থদের মাঝে এ মাংস বিতরণ করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানদের জানানো হয়নি বলে তিনিও স্বীকার করেন।

বিরাশি গ্রাম উন্নয়ন সমিতির নির্বাচন;বারী সভাপতি, সিরাজুল ম্যানেজার

একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিরাশি গ্রাম উন্নয়ন সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৪ কপিলমুনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার সমিতির ৬০ জন সদস্যের মধ্যে ৫৮ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।

ব্যবস্থাপনা কমিটির ১১টি পদের মধ্যে ৭টি পদে ভোট গ্রহণ করা হয়। সভাপতি পদে আব্দুল বারী (চেয়ার), সহ-সভাপতি (মহিলা) পদে বেগম আরা (হরিণ), ম্যানেজার পদে সিরাজুল ইসলাম (দোয়াত কলম), সদস্য (পুরুষ) পদে আসাদুল ইসলাম (মই), কামাল হুসাইন (মাছ), হারুন গাজী (বাই-সাইকেল) ও জামির সরদার (হাতী) নির্বাচিত হন।

অন্যদিকে সহ-সভাপতি (পুরুষ) পদে আকবার সরদার ও সদস্য (মহিলা) পদে একমাত্র রুমা বেগম মনোনয়নপত্র জমা দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আসাদুল ইসলাম। সহযোগিতা করেন সমন্বয়কারী জয়া রানী, ফিল্ড অফিসার অরুন ও সুকুমার। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন পাইকগাছা উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশিস সরদার।

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। 


মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরান তিলাওয়াত, মিলাদ মাহফিল দিনভর রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মেরাজ পালন করেন।