Sunday, January 19, 2014

১৯ ফেব্রুয়ারি কয়রাসহ ১০২ উপজেলায় নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় খুলনার দিঘলিয়া ও কয়রা উপজেলাসহ দেশের মোট ১০২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের মধ্যে বাকিগুলোর তফসিল পর্যায়ক্রমে হবে। আগামী ২৫ জানুয়ারির মধ্যে মনোনয়ন পত্র দাখিল, মনোনয়ন যাচাই বাছাই হবে ২৭ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। উপজেলা পরিষদ আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

রোববার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দি আহমদ এই প্রথম দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

পাইকগাছায় সহযোগীসহ শফিক ডাকাত আটক; অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় দুই ডাকাতকে আটক করার পর, ডাকাত শফিকের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে থানা পুলিশ কৃষ্ণনগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার রামনগর এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে কাটাখালী খেয়াঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইন্তাজ গাজীর পুত্র বহুল আলোচিত ডাকাত শফিকুল ইসলাম গাজী (৩৬) ওরফে শফিক ডাকাত ও তাহার সহযোগী একই এলাকার আলতাফ ওরফে আলতু (৩০) কে আটক করে।

পরে শফিক ডাকাত এর স্বীকারোক্তি মোতাবেক রোববার সকালে ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে এস.আই জালাল, এস.আই সিরাজুল ও এ.এস.আই মফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জালিয়ে শফিকের বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক শফিক প্রথম দিকে চুরি পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সে একজন দুর্ধর্ষ ডাকাত। তার স্বীকারোক্তি মোতাবেক এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।