Sunday, October 6, 2013

আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের রাস্তা !!!


শরতে বৃষ্টিমুখর আবহওয়া; শাক-সবজী চাষে বিঘ্ন, উপকার আমন ফসলে

আশ্বিনে আবহাওয়া বৃষ্টিমুখর হওয়ায় শীতের শাক-সব্জী চাষে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। ফলে বাজারে তরিতরকারির দাম বাড়তে পারে। তবে আমন ধানের প্রভূত উপকারে আসবে বলে কৃষি বিভাগ সূত্র জানায়। এদিকে বিরাজমান আবহাওয়া আরও একদিন থাকতে পারে।

গতকাল দেশের বেশীরভাগ এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পাইকগাছায় শারদীয় দূর্গোৎসবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালনের লক্ষ্যে পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা পরিষদের এক মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুর রউফ, এ্যাড. অজিত কুমার বিশ্বাস, সাংবাদিক বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, নিতাই মিস্ত্রী, অপূর্ব রায়, রনজিৎ মন্ডল, শিবু প্রসাদ রায়, বিজয় মন্ডল, পিযুষ সাধু, পরেশ মন্ডল।

উপস্থিত ছিলেন উপজেলার ১৩৭ পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

পাইকগাছায় মটরসাইকেলসহ ৩ যুবক আটক

পাইকগাছায় চোর সন্দেহে মটরসাইকেলসহ ৩ যুবককে আটক করেছে এলাকাবাসী। শনিবার ভোররাতে চাঁদখালী বাজার থেকে তাদেরকে আটক করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে।

জানা যায়, ঘটনার দিন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা এলাকার শামীম হোসেন, সোহরাব ও মনিরুজ্জামান নামে ৩ যুবক মটরসাইকেলযোগে যাওয়ার সময় উপজেলার চাঁদখালী বাজারে পৌছালে তাদের গতিবিধি সন্দেহ হলে বাজারের নৈশ প্রহরী গফফার, মোস্তফা ও মালেক তাদেরকে গতিরোধ করলে তারা পালানোর চেষ্ঠাকরলে এলাকাবাসীর সহায়তায় ব্যবহৃত মটরসাইকেলসহ ৩ যুবককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী জানান।

এ রিপোর্ট লেখাপর্যন্ত আটককৃতদের বেদম মারপিট করা হয়েছে এবং তাদেরকে পুলিশের কাছে হস্থান্তর করা হয়নি বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।