আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী। Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।
Wednesday, May 8, 2013
এসএসসির ফল বৃহস্পতিবারই
১৮
দলীয় জোটের হরতালের মধ্যেই বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এর আগে ৯ই মে ফল
প্রকাশের ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সুবোধ
চন্দ্র ঢালী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার
পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।
এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এ বছর সারা দেশের ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩ ফেব্রুয়ারি থেকে দেশের দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এ বছর সারা দেশের ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩ ফেব্রুয়ারি থেকে দেশের দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামী রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম
মহাসচিব
জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ১২ই মে রোববার
সারাদেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বিএনপি
নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার
হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নতুন
কর্মসূচি ঘোষণা করে হেফাজত।
রায় সাহেব বিনোদ বিহারী সাধুর জন্মজয়ন্তী পালনে ব্যাপক কর্মসুচি
কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা
ক্ষনজন্মা মহাপুরুষ স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১২৫তম
জম্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে বিদ্যালয়
কর্তৃপক্ষ। আগামী ২৬শে বৈশাখ ১৪২০ বঙ্গাব্দ, ৯ই মে ২০১৩ বৃহস্পতিবার বিদ্যামন্দির
প্রাঙ্গনে পালিত হবে এ কর্মসুচি। কর্মসুচির মধ্যে সকাল ৯টায় রায় সাহেব
বিনোদ বিহারী সাধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯.১৫ মিনিটে
শোভাযাত্রা, সকাল ১০টায় আলোচনানুষ্ঠানে অতিথিবৃন্দের আসন গ্রহন, সকাল ১০টা
১৫ মিনিটে রায় সাহেবের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা।

এরপর সকাল ১১.৩০ মিনিটে কৃতি শিক্ষর্থী ও তাদের অভিভাবকদিগকে সংবর্ধনা ও পুরস্কার বিতারণ এবং সবশেষে মিষ্টান্ন বিতারণ। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলক শুভানুধ্যায়ী ও অভিভাবকদের উপস্থিতি কামনা করেন।
তরমুজের সমারহ; কৃষক ও দোকানীদের মুখে হাসি !
তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণীকুল তাই তৃষ্ণা
মেটাতে তরমুজের যেন জুড়ি নেই। খুলনার সর্ববৃহৎ বানিজ্যিক মোকাম পাইকগাছার
কপিলমুনিতে তরমুজের সমারহ শুধু দৃষ্টিনন্দনই নয় বরং তৃষ্ণা মেটাতে সব বয়সের
মানুষ ছুটছেন তরমুজ হাটা খ্যাত মসজিদ চত্ত্বরে। এ বছর
তরমুজের ফলন ভাল হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। দামেও ক্রেতাদের নাগালে
রয়েছে। ফলে চাহিদা যেমন রয়েছে তেমনই সরবরাহ রয়েছে অনেক বেশি। এ বছর
দক্ষিনাঞ্চলে তরমুজের চাষ হয়েছে অনেক বেশি, ফলনও ভাল। কম খরচে অধিক মুনাফা
লাভের কারনে কৃষকরা ঝুকে পড়েছেন তরমুজ চাষে। লোনা এলাকার তরমুজ অধিক মিষ্টি
ও বেশি লালচে হয়ে থাকে। সে কারনে এর চাহিদাও বেশি।

এ পেশায় নিয়োজিত নুরুল ইসলাম, তমেজ আলী, আজব আলী, আহাদুল, হামিদুল, সাত্তার, লুৎফর জানান, বছরে তরমুজ বিক্রি করে তারা জনপ্রতি মৌসুমে ৬০/৭০ হাজার টাকা উপার্জন করে থাকেন। চলতি বছর মৌসুমের শুরু থেকেই তরমুজ বিক্রির হিড়িক পড়েছে লক্ষনীয়। কাচা বাজার করতে আসা প্রত্যেক মানুষের তরমুজ চাই-ই চাই। আর তাই এলাকার প্রতিটি মানুষের কাছে রসনা তৃপ্তির অন্যতম আকর্ষণ এ তরমুজ ফল।
পাইকগাছায় হেফাজত কর্মী আটক
পাইকগাছায়
ঢাকা থেকে ফেরার সময় হেফাজত কর্মী সন্দেহে পুলিশ এক মাদ্রাসা ছাত্রকে আটক
করেছে। থানা পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার গড়ইখালী গ্রামের আজম আলী মোড়লের
পুত্র বাবু মোড়ল (১৮) ঘটনার দিন মঙ্গলবার ভোর ৬টার দিকে দিগন্ত পরিবহনযোগে
ঢাকা থেকে ফেরার সময় বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে
ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশ বাস তল্লাশী করে তাকে আটক করে। পরে তাকে
সন্দেহভাজন হিসাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসআই তরিকুল ইসলাম জানান।
আটক যুবক জানান সে ঢাকার আমিনবাজার ছালেহপুর কওমী মাদ্রাসার ছাত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র্যাবের অভিযানে ২ মহিলা আটক
পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে
দু’মহিলাকে আটক ও ৭ গ্রাম হিরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা
হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার ইন্সপেক্টর মোঃ মোজাম্মেল হক ও
র্যাব খুলনা-৬ এর ডিএডি ইয়াকুব আলীর নেতৃত্বে উপজেলার বান্দিকাটি
গ্রামের নওয়াব আলী সরদারের কন্যা মাদক ব্যবসায়ী ঝর্না বেগম ও একই এলাকার
রইজউদ্দিন গাজীর কন্যা রোজিনা বেগমের বাড়ীতে যৌথ অভিযান চালায়।
এসময় দু’মাদক ব্যবসায়ী পলাতক থাকায় ঝর্না বেগমের বাড়ী হতে ৭ গ্রাম হিরোইন উদ্ধার এবং ঝর্নার মা ছবেদা বেগম ও রান্না করার সময় প্রতিবেশি লিপি খাতুনকে আটক করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক দু’মহিলা ও ঝর্না বেগমকে আসামী করে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে-যার নং-৯।
এসময় দু’মাদক ব্যবসায়ী পলাতক থাকায় ঝর্না বেগমের বাড়ী হতে ৭ গ্রাম হিরোইন উদ্ধার এবং ঝর্নার মা ছবেদা বেগম ও রান্না করার সময় প্রতিবেশি লিপি খাতুনকে আটক করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক দু’মহিলা ও ঝর্না বেগমকে আসামী করে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে-যার নং-৯।
Subscribe to:
Posts (Atom)