Thursday, December 8, 2016

পাইকগাছায় শিক্ষিকা সেরিনা আকতারের বিদায়ী সংবর্ধনা

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সেরিনা আকতার বেবী দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবন সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি ১৯৮৭ সালের ২৯ অক্টোবর সহকারী শিক্ষক হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। চাকুরী জীবনের দীর্ঘ ২৯ বছরের মধ্যে প্রায় ২৬ বছর কর্মরত ছিলেন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল মাতা।


বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক সেরিনা আকতার বেবীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিরবে পেরিয়ে গেল ৮টি বছর.... গুরুদাসী’র ৮ম প্রয়াণ দিবস আজ

দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া মানুষটির কথা কেউ মনে রাখেনি। নিরবে পেরিয়ে গেছে ৮টি বছর। ৮ ডিসেম্বর ২০০৮, দিবাগত রাতে সকলের অগচরে না ফেরার দেশে চলে যান বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল। 
 
অথচ তাকে স্মরণ করার জন্য এগিয়ে আসেনি কোনো সামাজিক, রাজনৈতিক বক্তি বা সরকার। আজ অবধি ধরে রাখার চেষ্টা করা হয়নি তার শেষ স্মৃতি চিহ্ন ইহকালের আবাসস্থল।

বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল, তুমি পাইকগাছার গর্ব, ভুলবো না তোমায়। কিন্তু মাসি, তুমি হঠাৎ আর এসে বলবে না, ''কেমন আছিস বাবা ? ভালো আছিস তো ? দে কয়ডা টাহা দে, তোরা না দিলি পাব কনে ক।''

Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে !