Monday, July 21, 2014

'জরুরী' শব্দটির অর্থই বোঝেন না জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্তরা !

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের জন্য নির্ধারিত মোবাইল ফোনটি সারাক্ষণ বন্ধ থাকে। ফলে মোবাইলের মাধ্যমে কাঙ্খিত যে স্বাস্থ্য সেবা পাওয়ার কথা মূলতঃ এলাকাবাসী তা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত।

দিনরাত ২৪ ঘন্টার যেকোন সময় স্বাস্থ্যসেবা-চিকিৎসা সংক্রান্ত যেকোন তথ্য জানার জন্য সরকারিভাবে নির্দিষ্ট একটি মোবাইল ফোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকলেও হাসপাতালের ওই (০১৭৩০-৩২৪৫৯৯) মোবাইল ফোনটি সারাক্ষণ বন্ধ পাওয়া যায়।

কপোতাক্ষের উপচে পড়া পানি ও নদী ভাঙনে পানিতে ভাসছে রাড়ুলী

গত অমাবশ্যায় রাড়ুলী মালো পাড়া, দাশ পাড়া, বারুই পাড়ায় কপোতাক্ষের উপচে পড়া পানি ও নদী ভাঙনে প্রায় ২ হাজার মানুষ পানিতে ভাসছে। মালো পাড়ার বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে নষ্ট হয়েছে মৌসুমী আমনের শত শত বিঘা জমির বীজতলা। ক্ষতি হয়েছে ৩০/৪০টি পানের বরজ, যার মূল্য ১০ লক্ষাধিক। 

গরু, ছাগল, হাঁস মুরগী মরেছে অগনিত। লোনা পানিতে ফসলের ক্ষতিসহ বাগান বাড়ী হুমকির মুখে। প্রতি বছর এই একই সময়ে একই স্থান থেকে নদী ভাঙনে ক্ষতি সাধন হয়ে আছে। কর্তৃপক্ষ নাম মাত্র সংস্কার করে। বর্তমান ওই তিন এলাকার মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে।

মালো পাড়ার অচিন্ত বিশ্বাস, সুশান্ত বিশ্বাস এর পাঁকা ঘর দেওয়াল ফেটে নদী গর্ভে গেলেও যাওয়ার জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে মাচা করে ঐ স্থানে আশ্রয় নিয়েছে। এলাকার জোয়ারের পানিতে সৃষ্ট জলবদ্ধতায় এক বিভিষিকাময় পরিস্থিতি দেখা দিয়েছে।
এলাকার পানি বন্ধি মানুষ সরকার ও সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান, এই মুহুর্তে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। নইলে আগামী পূর্ণিমার গোনে ঐ ভাঙন দিয়ে লোনা পানি ঢুকে গোটা রাড়ুলী ইউনিয়ন তলিয়ে যাবে। আবারো তাদের ঘরবাড়ী ছেড়ে উঁচু রাস্তার উপর অথবা অন্য কোথাও।

হাজার হাজার বিঘা জমির ফসল জোয়ারের লোনা পানি জলবদ্ধতায় গ্রাস করবে। শত শত শিক্ষার্থীর লেখাপড়া থমকে যাবে। লন্ডভন্ড হয়ে ধংসস্তুপে পরিনত হবে গোটা রাড়ুলী ইউনিয়ন।

কাটিপাড়া বাজারে মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তি আটক

গতকাল রাড়ুলীর কাটিপাড়া বাজারে শ্রীমন্তকাটির নওয়াব আলীর ছেলে আবদার মোবাইল চুরির অভিযোগে জনতার হাতে আটক হয়েছে।

অভিযোগ, কাটিপাড়ার মোড়ল বাড়ির সাহাবুদ্দিন ও ভুট্টর বাড়ি হতে মোবাইল চুরি করে শালিকা গুচ্ছগ্রামে বিক্রয়কালে জনতার হাতে আটক হয় আবদার। পরে তাকে কাটিপাড়া বাজারে এনে গণধোলাইয়ের পর রাড়ুলী পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।

পাইকগাছায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল

পাইকগাছায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলা শিক্ষা অফিস ভবনে আয়োজক কমিটির আহবায়ক শেখ আসাদুল্লাহর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার খান মোহাম্মদ আলমগীর, ফারুক হোসেন, মিজানুর রহমান, সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক প্রসেনজিৎ সরকার, বিএম আক্তার হোসেন, তাফরোজা নূর চিশতী, জিএম মিজানুর রহমান, আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম ও ফাতেমা খাতুন।