Friday, February 7, 2014

খুলনায় সাবিনা ইয়াসমিন’কে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০১৩ পালন উপলক্ষে শুক্রবার দুপুরে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এই অনুষ্ঠানে পাইকগাছার মেয়ে সাবিনা ইয়াসমিন’কে ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়। তিনি বর্তমানে প্রশাসন বিভাগে যশোরের এডিসি পদে চাকুরীরত আছেন।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে থেকে খুলনা বিভাগে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ ‘জয়িতা’সহ ৫০ জন ‘জয়িতা’কে সম্মাননা প্রদান করা হয়।

পাঁচটি ক্যাটাগরীতে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী’ সোনালী আক্তার, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ সাবিনা ইয়াসমিন, ‘সফল জননী’ ফরিদা বেগম, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু’ মোছাঃ সালমা খাতুন এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়’ অর্চনা বিশ্বাস।

১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নিরাপদ পানি মেলা উপলক্ষে আলোকসজ্জিত পৌরসভা চত্ত্বর

পাইকগাছা পৌরসভার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নিরাপদ পানি মেলা ২০১৪ উপলক্ষে আলোকসজ্জিত পৌরসভা চত্ত্বর।

পাইকগাছায় কনসার্ট অনুষ্ঠানে মারপিট; কাউন্সিলর, পুলিশসহ আহত ৪

পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকীর কনসার্ট অনুষ্ঠানে উচ্ছৃংখল যুবকদের সাথে পুলিশের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউন্সিলর ও ৩ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগ নেতার পুত্রসহ দু’যুবককে আটক করেছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, পৌরসভার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পানি মেলা উপলক্ষ্যে পৌর চত্ত্বরে গত কয়েকদিন যাবৎ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবহিতকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কনসার্ট চলাকালীন সময়ে উচ্ছৃঙ্খল কিছু যুবক মহিলা দর্শকদের সারিতে ধাক্কাধাক্কি শুরু করে দেয়।

এসময় পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ আয়োজক কমিটি বিশৃঙ্খলা থেকে বিরত থাকার অনুরোধ করলে কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কতিপয় যুবক বিশৃঙ্খলায় লিপ্ত থাকলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে নিয়ন্ত্রন করার চেষ্ঠা করলে এসময় উচ্ছৃঙ্খল যুবকরা পুলিশ ও পৌর কর্তৃপক্ষের উপর চড়াও হলে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রনজু, পুলিশ কনস্টেবল মোঃ কিবরিয়া, মোঃ রয়েল ও মোঃ মোনায়েম আহত হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে পৌর যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সানার পুত্র বাদশা আহম্মেদ (১৮), ও উপজেলা হিসাব রক্ষন অফিসের কর্মচারী নেছার আলী মোড়লের পুত্র রফিকুল ইসলাম রাকিব (১৮) কে আটক করে।

আহতদের মধ্যে কনস্টেবল মোনায়েমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয় এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করা হয়।

এ ঘটনায় এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে পাইকগাছা থানায় আটক দু’যুবকসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা করেছে। যার নং-০৭।

চলছে পৌর বাজারের সরকারি জায়গা জবর দখলের প্রতিযোগিতা

পাইকগাছা পৌর বাজারের সরকারি জায়গা জবরদখলের প্রতিযোগিতা চলছে। ইতোমধ্যে অনেকেই অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা, বাণিজ্য, চালিয়ে যাচ্ছে বহাল তবিয়াতে। 

সর্বশেষ শুক্রবার সকালে মাংস মার্কেটের পিছনে অবৈধভাবে জবর দখল করে ঘর নির্মাণ শুরু করেছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। এসব অবৈধ দখলের পিছনে প্রশাসনের উদাসীনতাকে দায়ি করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ না নিলে খুব দ্রুত সময়ের মধ্যে পৌর বাজারের সরকারি সকল সম্পত্তি দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে প্রকৃত ব্যবসায়ীরা আশংকা করছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, শুক্রবার সকালে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের লোকজন বাঁশ, খুটি দিয়ে মাংস মার্কেটের পিছনে চরভরাটি সরকারি জায়গার উপর বিশাল আকারের ঘর নির্মাণ শুরু করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাশেম আলী জানান, চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়েই সংগঠনের কার্যালয় করার জন্য ঘর নির্মাণ করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন জানান, এ ধরনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোক ঘটনাস্থলে পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা কলেজ মাঠে উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ ও পৌরসভা ক্রিকেট একাদশের মধ্যে এবং এর আগে সকালে একই মাঠে পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ক্রিকেট একাদশ ও টাউন মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশের মধ্যে পৃথক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পৌরসভা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সাবেক অধ্যাপক আজহারুল ইসলাম, প্রভাষক আবু সাবাহ, মোমিন উদ্দীন, আছাবুর রহমান শিমুল, পৌর সচিব তুষার কান্তি দাশ, প্রকৌশলী কামরুল আক্তার, হিসাব রক্ষক উদয় শংকর রায় ও সিদ্ধার্থ মন্ডল।

কপিলমুনিতে ১ সপ্তাহ অতিবাহিত হলেও সন্ধান মেলেনি পিয়াসের

কপিলমুনিতে মেহেদী হাসান পিয়াস নামের ১৪ বছরের এক ছেলে নিখোঁজ হয়েছে। গত ১লা ফেব্রুয়ারী বাড়ী থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। পিয়াস পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের হাবিবুর রহমানের বড় পুত্র।

এদিকে পিয়াসের অভিভাকরা গত ১ সপ্তাহ ধরে ছেলেকে খুজে ফিরলেও কোথাও তার সন্ধান মেলেনি। পুত্রকে পরিবারের সবাই যেন উদ্বিগ্ন। এক প্রকার বাকরুদ্ধ পিতামাতা ও স্বজনরা।

এ ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়রী হয়েছে। যার নং ১৫২/১৩। এদিকে পিয়াসের পিতা হাবিবুর রহমান জানান, অজ্ঞাত স্থান থেকে মুক্তিপণ দাবী করছে অজ্ঞাতরা। ছেলে পিয়াস হাসপাতালে আছে মোবাইলে এমনও খবর মিললেও মিলছেনা তাদের অবস্থান। ফলে পিতা হাবিবুর ও তার পরিবার প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।