Friday, April 15, 2016

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ

পাইকগাছায় পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা, পান্তাভোজ, আলোচনা সভা, গ্রামীন খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



শোভাযাত্রায় ঘোড়ার গাড়ী, পালকি’সহ বাঙ্গালীর গ্রামীন ঐতিহ্য শোভা পায়। শোভাযাত্রায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবার্ড কিন্ডার গার্ডেন স্কুল, ইউনিভার্স্যাল কিন্ডার গার্টেন স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে রুই ও চিংড়ী মাছের পান্তাভোজ। সকাল ৯টায় নববর্ষের গান ও কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় গ্রামীন খেলাধুলা ও সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুরূপভাবে সকাল সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গদাইপুর ফুটবল মাঠে আয়োজন করা হয় ৩দিন ব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মোঃ আশরাফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা লুৎফর রহমান, শেখ মনিরুল ইসলাম, ইউএনও পত্নী নার্গিস পারভীন, ওসি পত্নী রোমানা আফরোজ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অপু মন্ডল, অজিত কুমার সরকার, জেলা আ’লীগনেতা ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ডাঃ শেখ মোঃ শহিদুল্লাহ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, এ্যাড. শফিকুল ইসলাম কচি, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু ও বজলুর রহমান।

নতুন বছরে নতুন উদ্যমে ছুটে চলা