Monday, December 23, 2013

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় নৌকা র‌্যালী

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় ব্যতিক্রমধর্মী এক নৌকা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সমতার জন্য প্রচারভিযান কর্মসূচির আওতায় সূশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহায়তায় সোমবার সকালে শিবসা নদীতে ২৫টি নৌকা নিয়ে শত শত পেশাজীবিরা “বন আইন মেনে চলি সুন্দরবন সুরক্ষা করি” এ ধরনের বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও প্লাকার্ড নিয়ে ২ কিলোমিটার নৌপথ প্রদক্ষিন করে।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদখালী পেশাজীবি সংগঠনের সিবিএ লিডার মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রজ্ঞন সেন, হেন্দু বিকাশ, সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূঁইয়া, সংগঠক আমিনুর রহমান ও আনোয়ার হোসেন।

পাইকগাছা উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আটক

পাইকগাছায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন’কে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আগড়ঘাটা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, সোমবার তৃতীয় দিনের অবরোধ চলাকালে সকাল ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আগড়ঘাটা বাজার থেকে জামায়াত নেতা ও পাইকগাছা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দীন কে আটক করে। নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মশিউর রহমান জানান।

পাইকগাছা উপজেলার স্বাগতম স্তম্ভ

এখানে রাস্তার দুই পাশে দুইটি রয়েল বেঙ্গল টাইগার-এর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। একটি প্রতিকৃতিতে দেখা যাচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার একটি হরিণকে আক্রমন করে জখম করেছে। অপরটির কাজ এখনও অসমাপ্ত।


ছবিটি পাইকগাছা্ ও তালা উপজেলার সীমানা (কাছিঘাটা) থেকে তোলা।