Saturday, March 29, 2014

পাইকগাছায় বনবিবির উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে সুন্দরবন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে এক মতবিনিময় সভা দুপুরে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় আলোচনা করেন রাড়ুলী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ সভাপতি নলিনী কান্ত সানা, সাংবাদিক গাজী নজরুল ইসলাম, আহম্মদ আলী বাচা, আশিষ রায় চৌধুরী মিন্টু, সমীরণ ঘোষ, শিমুল আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূল এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ভয়াভয়তা সিংহভাগ সুন্দরবন বুক পেতে রক্ষা করছে। তাই সুরক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উদ্যোগ নিতে হবে।

পাইকগাছায় উপজেলা ভূমি কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা ভূমি কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জি. এম. আজহারুল ইসলামকে সভাপতি ও এ্যাডঃ শেখ আব্দুর রশীদকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা ভূমি কমিটির কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। 

শনিবার সকালে অজিফা খাতুন কিন্ডার গার্টেন স্কুলে শেখ সাদেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উত্তরণ অপারাজেয় প্রকল্পের সহকারী সমন্বয়কারী এ্যাডঃ মুনিরুদ্দীন, মনিটরিং এণ্ড এমআইএস অফিসার জামিলা খাতুন।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভা বক্তব্য রাখেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোমিন উদ্দীন, কমরেড শেখ আব্দুল হান্নান, উদয় শংকর রায়, পারুল রাণী মন্ডল, এ্যাডঃ রেখা রাণী বিশ্বাস, এ্যাডঃ সেলিনা খাতুন, সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তিরঞ্জন সেন, জি,এ রশীদ, শিক্ষক খলিলুর রহমান, ফাতেমা বেগম, ইয়াসির আরাফাত আককাছ, উত্তরণের কেন্দ্র ব্যবস্থাপক শাহাবুদ্দীন মোড়ল।

সভা শেষে কেন্দ্রীয় ভূমি কমিটির প্রায়ত নেতা এ্যাডঃ ফিরোজ আহমেদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা; পাইকগাছার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত

সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে পাইকগাছা উপজেলার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। জেলা শহর খুলনা তথা সারা দেশের সাথে যোগাযোগের মাধ্যম ‘সড়ক ও নৌ’ এ দু’টি পথই অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায়। অভ্যন্তরীণ নদ-নদীগুলো অনেকটা প্রাকৃতিকভাবে শুকিয়ে যাওয়ায় আর কোনভাবেই উদ্ধার করে তার গতি ফিরিয়ে আনা সম্ভব হয়ে উঠছে না। 

অন্যদিকে খুলনা-পাইকগাছা-কয়রা একমাত্র রাস্তাটির অবস্থাও খুবই নাজুক। আঠারমাইল থেকে পাইকগাছা হয়ে কয়রা প্রায় ৬৫ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশ ভাঙ্গা। যোগাযোগ ব্যবস্থা ভালো না হবার কারনে এর প্রভাবটা গিয়ে পড়ছে পাইকগাছা-কয়রার সর্বক্ষেত্রে।

জানা গেছে, নৌপথে কয়রায় সাথে যোগাযোগ ব্যবস্থা এখনও কিছুটা সচল রয়েছে, তবে পাইকগাছার সাথে নৌ যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে বললেও ভুল হবে না। যেটুকু নৌপথ সচল রয়েছে তার উপরও লোলুপ দৃষ্টি পড়েছে ভূমিদস্যুদের।

অত্র অঞ্চলের উল্লেখযোগ্য তিনটি মোকামের মধ্যে কপিলমুনি মোকামে নৌপথে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। কপিলমুনি বাজারের গাঁঘেষা কপোতাক্ষ নদ শুকিয়ে যাবার পাশাপাশি ভূমিদস্যুরা এর চরভরাটী সম্পূর্ণ জায়গা দখল করে নিয়েছে। চাঁদখালী ও বড়দল মোকামে নৌপথে যাওয়া-আসার দু’টি পথের একটি কাটাখালী নদীটি সম্পূর্ণ দখল করে নেয়ায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।

আশাশুনি-পাইকগাছা ও তালা-পাইকগাছা সীমান্ত কপোতাক্ষ নদের দু’পাড়ের ভূমিদস্যুরা চর দখল করে গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। বাড়িঘর, দোকানপাট, বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান এমনকি শুকিয়ে যাওয়া নদ-নদীর মধ্যে এখন মৎস্য ঘেরও শোভা পাচ্ছে। কপোতাক্ষ নদের পাইকগাছার চাঁদখালী ও আশাশুনির বড়দল সীমান্ত এলাকা থেকে শুরু করে কাটাখালী নদীর ইদুরকাঁটা মুখ পর্যন্ত প্রায় ৭/৮ কিলোমিটার দীর্ঘ দু’টি নদ-নদীর চরভরাটী জায়গা প্রায় সম্পূর্ণ দখল করে নিয়েছে ভূমিদস্যুরা।

অথচ উল্লেখিত নদ-নদী দিয়ে এক সময় পাইকগাছায় আসা-যাওয়া করতো বড় বড় লঞ্চ, ষ্টীমার, কার্গো, বড় ট্রলার-নৌকা। মাত্র ৮/১০ বছরের ব্যবধানে অত্র নৌপথে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। অপর নৌপথ কয়রার আমাদী হয়ে পাইকগাছার চাঁদখালী ও আশাশুনির বড়দল মোকামে এখনও নদীতে জোয়ারের সময় বড় বড় নৌযান বিভিন্ন মালামাল নিয়ে আসা যাওয়া করছে এবং উক্ত নদের জোয়ার-ভাটার সুবিধা নিয়ে তৎসংলগ্ন সহস্রাধিক মৎস্য ঘের ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রেখেছেন।

অতি সম্প্রতি ভূমিদস্যুরা ডিসিআর এর নামে চাঁদখালী-বড়দল এলাকায় কপোতাক্ষ নদের দু’পাড়েই দখল প্রতিযোগিতা শুরু করেছে। নদের সচল অংশে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নদ-নদীগুলো খনন না করে বরং তা দখল করে নেয়ায় একদিকে নৌপথ অবরুদ্ধ হয়ে পড়েছে অন্যদিকে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতাও বৃদ্ধি পেয়েছে। দখলকারীদের এখনই রোধ করা না গেলে কাটাখালী নদীর মত কপোতাক্ষ নদের এই সচল অংশটিও অচল হয়ে পড়বে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

এদিকে বিগত ৫/৭ বছর যাবৎ খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের আঠারমাইল থেকে কয়রা পর্যন্ত রাস্তার বেশিরভাগ জায়গায় ভেঙ্গেচুরে বড় বড় গর্ত হয়ে আছে। বর্ষা মৌসুম এলেই অত্র সড়কে যানবাহন চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়। খুলনা-পাইকগাছা-কয়রা সড়কের আঠারমাইল থেকে কয়রা পর্যন্ত সড়ক সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে।

রাস্তা ভাঙার কারনে পরিবহন খরচ বেশি, এ জন্য এখানকার সব কিছুরই মূল্য বেশি। নদ-নদী দখলমুক্ত করে খনন ও রাস্তা মেরামত করা না হলে অদূর ভবিষ্যতে প্রায় ৭/৮ লক্ষাধিক মানুষের জন্য এ দুই উপজেলা বসবাসের অনুপযোগি হয়ে পড়বে বলে সচেতন মহলের ধারনা।