Monday, April 7, 2014

পাইকগাছার বোয়ালিয়ায় ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে নেরিকা ১০ জাতের মিউটেশন ও উচ্চ ফলনশীল কুদরত (নেরিকা মিউট্যাণ্ট) ধানের আশানুরুপ ফলন হয়েছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে কুদরতের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারটি উপকূল এলকার লবনাক্ত অঞ্চল তথা কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। বোরো মৌসুমে এ অঞ্চলে লবনের মাত্রা বৃদ্ধি হওয়ায় বোরোর আবাদ সব সময় ঝুঁকির মধ্যে থাকে। উপকূল এলাকায় চাষাবাদ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ ভালো থাকায় বোরোর আবাদ ভালো হয়েছে।

খামার সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে খামারে ২৫ একর বিনা-৮, ১৫ একর ব্রি-৪৭ ও নেরিকা মিউট্যাণ্ট ১ একর জমিতে আবাদ করা হয়েছে। খামারে আবাদকৃত বিনা-৮, ব্রি-৪৭ জাতের ধান থেকেও মিউট্যাণ্ট নেরিকার ফলন ভালো লক্ষ করা যাচ্ছে। নেরিকা মিউট্যাণ্ট ২১ দিনের চারা রোপন করা হয়। সারি করে চারা রোপন করা হয়েছে।

জমির উর্বরতা ভেদে এবং কৃষি পরিবেশের উপর ভিত্তি করে চাষ শেষে একর প্রতি ৪০ কেজি টিএসপি, ৩৫ কেজি এমওপি, ২৫ কেজি জীপসাম, ৫ কেজি দস্তা ও ৩ কেজি বোরণ প্রয়োগ করা হয়। চারা রোপনের ১২ থেকে ১৫ দিনের মধ্যে প্রথম ধাপে ২৫ কেজি ইউরিয়া ও ১৫ কেজি জীপসাম প্রয়োগ করা হয়। চারা রোপনের ২৫ থেকে ২৮ দিনের মধ্যে দ্বিতীয় ধাপে ৪০ কেজি ইউরিয়া ও ২০ কেজি টিসেপি প্রয়োগ করা হয়। চারা রোপনের ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে তৃতীয় ধাপে একর প্রতি ২৫ কেজি ইউরিয়া ও ১৫ কেজি এমওপি প্রয়োগ করা হয়।

তবে গাছের বৃদ্ধি পর্যবেক্ষন করে এবং লিফ কালার চার্ড ব্যবহার করে ইউরিয়ার ধাপ প্রয়োগের বিষয়টি বিবেচনায় রাখতে হয়। নেরিকা জাতের ধানের ফসল ৯০ দিনের মধ্যে কেটে ঘরে তোলা যায়। হেক্টর প্রতি ৬ থেকে সাড়ে ৬ টন ফলন পাওয়া যায়। সব মৌসুমে এ জাতের ধান চাষাবাদ করা যায়। উপকূল এলাকায় লবনাক্ত মাটিতে নেরিকার আবাদ ভালো হওয়ায় স্থানীয় কৃষকরা নেরিকা মিউট্যাণ্ট চাষে উদ্ভুদ্ধ হচ্ছে।

এ ব্যাপারে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সিনিয়র সহকারী পরিচালক কে,এম আবুল কালাম জানান, খামারে কুদরত (নেরিকা মিউট্যাণ্ট) ধানের ফলন খুব ভালো হয়েছে। খামারে আবাদকৃত ব্রি-৪৭ ও বিনা-৮ জাতের ধান থেকে কুদরতের ফলন খুব ভালো দেখা যাচ্ছে। বড় ধরনের প্রাকৃতিক কোন দুর্যোগ বা শিলাবৃষ্টি না হলে কুদরতের বাম্পার ফলন পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।

পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় আহত মাদ্রাসা ছাত্রের অবস্থা আশংকাজনক

পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় আহত মাদ্রাসা ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গত কয়েকদিন যাবৎ সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগসূত্রে জানা গেছে, গত শুক্রবার এলাকার পবিত্র মন্ডল নামে দুর্বৃত্ত ফোন করে বাতিখালী এলাকার মহিরউদ্দিন সানার পুত্র মাদ্রাসা ছাত্র শামসুল হককে ডেকে নিয়ে পূর্ব ওয়াপদা সড়কের এক গলিতে ফেলে বেদম মারপিট ও প্রাচীরের ওয়ালে মাথায় আঘাত করলে মাদ্রাসা ছাত্র শামসুল মারাত্মক জখম হয়।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে বড় ভাই নজরুল ইসলাম জানান।

পাইকগাছা থানার ওসি এম. মশিউর রহমানকে বদলী

পাইকগাছা থানার আলোচিত ওসি এম. মশিউর রহমানকে বদলী করা হয়েছে। তিনি সোমবার রাত ৮টায় সদ্য যোগদানকৃত ওসি (তদন্ত) কাজী কামাল হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করে ডুমুরিয়া থানায় যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, এম. মশিউর রহমান গত ৫-০৭-২০১৩ তারিখে ওসি হিসেবে পাইকগাছা থানায় যোগদান করার পর থেকে বেশ কয়েকজর অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, পাচারকারী ও জামাত-বিএনপি’র অসংখ্য নেতাকর্মীকে আটক করার মাধ্যমে আলোচিত হয়ে উঠেন।

অবশেষে তাকে বদলী করায় তার স্থলাভিষিক্ত হলেন মাগুরা থানার সাবেক ওসি (তদন্ত) কাজী কামাল হোসেনে।

পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল।

বক্তব্য রাথেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ নীতিষ চন্দ্র গোলদার, স্প্রিং বাংলাদেশের উমরুল কবির ও ব্রাকের প্রশান্ত রায়।

পাইকগাছায় চিংড়ী ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পাইকগাছা চিংড়ী বিপনন কেন্দ্রে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী বিক্রি করার অপরাধে মেসার্স গাজী ফিসকে ২ হাজার এবং মেসার্স সজল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এএসএম রাসেল, সহকারী মৎস কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সুজিত কুমার মন্ডল ও জাহিদ হাসান।

পাইকগাছায় ৩টি চোরাই মোটরসাইকেল’সহ দুই ব্যক্তি আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল’সহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ মোটরসাইকেল চুরি মামলার আসামি পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রামের ওহাব উদ্দীন জেয়াদারের পুত্র ওবাইদুল্লাহ’কে আটক করে। তার দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার যশোর জেলার শার্শা থানার মির্জাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র চোরাইকৃত মোটরসাইকেল ক্রেতা-বিক্রেতা আবুল হোসেন’কে (৪৫) আটক করে।

তার স্বীকারোক্তিতে পুলিশ বিভিন্ন স্থান থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। পাইকগাছা থানার এসআই জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, থানা পুলিশ চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে তৎপর রয়েছে। আটককৃতদের দেওয়া তথ্যে ৩টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে এবং অভিযান অব্যহত রয়েছে।

কপোতাক্ষ নদ বাঁচাতে কপিলমুনিতে হাট সভা অনুষ্ঠিত

গতকাল বিকেল ৫টায় কপিলমুনি স্মৃতিসৌধ চত্বরে এক হাট সভা অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ নদ বাঁচাতে স্বাভাবিক প্রবাহ সৃষ্টির দাবিতে আয়োজিত হাট সভায় সভাপতিত্ব করেন শেখ মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে নদী গর্ভে অবৈধ অবকাঠামো উচ্ছেদ করতে হবে। কেননা নদীর ড্রেজিং করা না গেলে কালক্রমে কপোতাক্ষ নদ হারিয়ে যাবে। তাই কপোতাক্ষ নদকে বাঁচাতে এই অবৈধ অবকাঠোমো উচ্ছেদ করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক রাখার আহবান জানান।

হাট সভায় বক্তৃতা করেন, অধ্যাপক রেজাউল করিম খোকন, অধ্যাপক মুজিবর রহমান, খান মতলেব হোসেন, কিনু পাল, প্রদীপ দাস প্রমুখ।

বাকা উপস্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

রাড়ুলীর বাকা বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রাণ কৃষ্ণ দাশ, এসএম নাজির আহমেদ, শেখ হাবিব, আব্দুস সবুর সরদার, সাংবাদিক আহম্মদ আলী বাচা।

ক্যাম্প পরিচালনায় সহযোগিতায় করেন স্বাস্থ্য সহকারী নিখিল চন্দ্র ঘোষ, ব্র্যাক হেলথ প্রজেক্ট ইতি মিস্ত্রী, স্বেচ্ছাসেবী মিস পিয়া ও রাসেল, হেলথ প্রজেক্ট’র মিথুন দাশ, মটর শ্রমিক ইউনিয়নসহ সভাপতি লিটন প্রমুখ।

পাইকগাছায় গৃহবধূর মৃত্যুরহস্য নিয়ে গুঞ্জন

পাইকগাছা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জি,এম বজলুর রহমানের কন্যা শাহানা আক্তার খুশি’র (২৩) মৃত্যুরহস্য নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী মঞ্জুর মোর্শেদ দাবি করলেও তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। 

গতকাল রোববার বিকালে ময়না তদন্ত শেষে পিত্রালয় ভিলেজ পাইকগাছা গ্রামে লাশ আনা হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জি,এম বজলুর রহমানের কন্যা শাহানা আক্তার খুশির ৫ বছর আগে বিয়ে হয় কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের আলহাজ্ব সমির উদ্দিন সরদারের পুত্র মঞ্জুর মোর্শেদের সাথে। মঞ্জুর মোর্শেদ স্ত্রী খুশিকে নিয়ে খুলনার বয়রা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মঞ্জুর মোর্শেদের বয়রা বাজার এলাকায় ষ্টেশনারী দোকান রয়েছে।

মঞ্জুর মোর্শেদ বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে দোকানে যায় এবং রাত ১০টার পরে বাসায় ফেরার পথে খুশিকে ফোন করলে রিসিভ হয়নি। বাসায় পৌঁছে দেখে ভেতর থেকে ছিটকিনি দিয়ে দরজা বন্ধ করা। পরে প্রতিবেশিদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে খুশির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করেছে বলে তিনি জানান।

হতভাগী খুশির বড় ভাই জি,এম মাহবুবুর রহমান মিঠু বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে খুশিকে নির্যাতন করতো মঞ্জুর মোর্শেদ। বিগত দিনে আমাদের কাছ থেকে যৌতুক বাবদ কয়েক লাখ টাকা আদায় করেছে সে। খুশিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।