Thursday, November 6, 2014

পাইকগাছায় রাস পূর্ণিমা তিথিতে পূণ্যস্নান করছেন পূণ্যার্থীরা

পাইকগাছায় লতা ইউনিয়নের কাঠামারী গুনখালী নদীতে রাস পূর্ণিমা তিথিতে পূণ্যস্নান করছেন পূণ্যার্থীরা। প্রতি বছর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা উৎসব পালন করা হয়।

ছবি :: Aziz Sarder

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৪ রুটিন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট :: www.dpe.gov.bd

 

দুবলার চরে ৩ দিনব্যাপী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে বুধবার থেকে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। এ উৎসবকে ঘিরে দুবলার চরের আলোরকোলে বসেছে তিন দিনব্যাপী রাসমেলা। বনবিভাগ থেকে মেলায় যাওয়ার জন্য এবং সুন্দরবনে প্রবেশের অনুমতি দেয়ার পর নির্ধারিত ৮টি রুটে শত শত নৌকা, ট্রলার, লঞ্চ ও অন্যান্য নৌযানে যোগে দর্শনার্থীরা যাত্রা করে।

রাস উৎসবের আয়োজকরা জানান, প্রতি বছর অগ্রহায়ণ মাসের ভরা পূর্ণিমায় সাগর পাড়ের দুবলার চরে অনুষ্ঠিত হয় ৩ দিনব্যাপী রাস উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান ও প্রতিবেশী দেশসহ দেশি-বিদেশী লক্ষাধিক দর্শনার্থী এবং তীর্থ যাত্রীর ঢল নামে দুবলার চরে। এ সময় আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায় মুখোরিত হয়ে ওঠে পুরো সাগর পাড় এলাকা।

এবার তিথি অনুযায়ী ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছে। ৭ নভেম্বর প্রত্যুষের জোয়ারে সাগরে পূণ্যস্নানের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পের কয়েক’শ দোকানী পসরা সাজিয়ে বসেছে। এছাড়া জারি-সারি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলাকে ঘিরে সাগর-সুন্দরবনে বিপুল সংখ্যক কোস্টগার্ড, র‌্যাব, বন বিভাগ ও পুলিশ মোতায়েন করা হয়েছে।