Monday, October 9, 2017

নিন্মচাপের প্রভাবে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত

নিন্মচাপের প্রভাবে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত। রবিবার দুপুর থেকে মাঝারি বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে চলেছে। কিছু এলাকায় ঝড়ো হাওয়ায় গাছপালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি কয়েক জায়গায় বিদ্যুতের তার ছিড়ে প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। শতাধিক মৎস্য ঘের ভেসে গেছে। 

টানা দুইদিন বৃষ্টির কারণে শাক সবজি পঁচে নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধির ফলে ঘেরের বাঁধ উপচে ব্যপক ক্ষতি হয়েছে। পাইকগাছা বাজারের দোকান পাট অধিকাংশ বন্ধ রয়েছে। এক প্রকারে ব্যবসায়ীসহ শ্রমজীবিদের মাথায় হাত ওঠার উপক্রম হয়েছে।