Friday, December 16, 2016

পাইকগাছায় ৪৫তম মহান বিজয় দিবস উদযাপিত

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ৪৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টি, বনানী সংঘ, প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, উপকূল সাহিত্য পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমিতি, পূজা পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন, চিংড়ি বিপণন সমিতি, কাঁকড়া ব্যবসায়ী সমিতি, সড়ক পরিবহন শ্রমিকলীগ, রাসেল স্মৃতি সংঘ ও স্বাধীনতা স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৮টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করেন স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ/ মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সাড়ে ১১টায় শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা, বিকাল ৩টায় সরকারি বালিকা বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্রপ্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলী, মোঃ রশীদুজ্জামান, শেখ মনিরুল ইসলাম, সাফওয়ান এ্যাকোয়া কালচার ও সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক মাশফিয়ার রহমান সবুজ, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি,এম, কেরামত আলী।

উপস্থিত ছিলেন, রমেন্দ্রনাথ সরকার, আব্দুল গফফার, অজিত সরকার, সুরাইয়া বানু, সরদার মোহাম্মদ আলী, আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, ময়নুল ইসলাম, শোভা রায়, রেবা আক্তার কুসুম ও বজলুর রহমান।

সালাম বাংলাদেশ

'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম বছরে পদার্পণ

আজ ১৬ই ডিসেম্বর 'ভয়েস অফ পাইকগাছা'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। হাটি হাটি পা পা করে ৪টি বছর পার হয়ে গেলো। আজকে সময় পিছু ফিরে দেখার !!! ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের এক রৌদ্র মাখা সকাল ছিল 'ভয়েস অফ পাইকগাছা'র জন্মলগ্ন। জন্মলগ্ন থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে চলার চেষ্টা করেছি আমরা। 

১৪৬০ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে।

একটি কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আমাদের লক্ষ্য ছিল পাঠক সংখ্যা বৃদ্ধি করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করা এবং পাঠকের সংবাদ তৃষ্ণাকে ত্বরান্বিত করা। এই লক্ষ্যে নিরলস কাজ করে গেছি।

প্রিয় পাঠক, ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোকিত ভোরে আপনি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা আর অভিনন্দন গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৪ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

এই দিনে 'ভয়েস অফ পাইকগাছা'র ঘোষণা :: আমাদের প্রতিদিনের চেষ্টা থাকবে ইতিবাচক খবরকে আরও গুরুত্ব দেওয়া। ভালোই ডেকে আনবে আরও ভালোকে।