Sunday, October 30, 2016

স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান


পাইকগাছা সিনিয়র জুনিয়র ক্লাবের কমিটি গঠন

পাইকগাছা পৌরসভায় অবস্থিত সিনিয়র জুনিয়র ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে সংগঠনের অনুষ্ঠিত এক সভায় মো শফিকুল ইসলাম মোড়ল'কে সভাপতি ও গাজী ফয়সাল রাশেদ সনি'কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমএম আজিজুল হাকিম, সহ-সভাপতি এসএম সেলিম রেজা, মোঃ বিল্লাল মোড়ল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতীম সরদার, সাংগঠনিক সম্পাদক সালামুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কোষাধক্ষ্য আছাফুজ্জামান তুহিন, ক্রীড়া সম্পাদক মোঃ বিল্লাল সরদার, সহ-ক্রীড়া সম্পাদক মনজেল হুসাইন মন্টু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক বিএম শহীদুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক কবির উদ্দীন সরদার, আইন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কাজী তানভির রেজা, আব্দুস সামাদ গাজী, সোহেল রাসেদ জনি, মিন্টু গাজী, জাহাঙ্গীর আলম, আছাদুজ্জামান, খলিলুর রহমান, আবু হানিফ মিলন, আবুল কালাম আজাদ, শাহীনুর রহমান, মিজানুর রহমান মিজান, আমিনুর গাজী, মমিনুর রহমান, সোহানুর রহমান, টুটুল সরদার ও মোঃ ইদ্রিস আলী।

পাইকগাছায় রাড়ুলী উপ-নির্বাচনে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

আগামীকাল সোমবার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন। এ লক্ষে নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন। রোববার বিকালে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌছানো হয়েছে ব্যালট পেপার ও ব্যালট বক্সসহ নির্বাচনী উপকরণ।

উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য সাহেব আলী গোলদার শপথ গ্রহণের পূর্বেই সড়ক দূর্ঘটনায় নিহত হলে সংশ্লিষ্ট আসনটি শূণ্য ঘোষনা করা হয়। এরপর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আ’লীগনেতা শেখ রেজাউল ইসলামের প্রতীক বৈদ্যুতিক পাখা ও মোঃ রমজান আলীর প্রতীক টিউবওয়েল। 
এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০৪ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার শতাধিক কম রয়েছে। শেষ মূহুর্তে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটাররা ধারণা করছেন।

এ ব্যাপারে রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭টি বুথের জন্য একজন প্রিজাইডিং, ৭জন সহকারী প্রিজাইডিং, ১৪ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবে।

আইন শৃংখলা রক্ষায় ১৩ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন বলে ওসি মারুফ আহম্মদ ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন নিশ্চিত করেছেন।