Thursday, June 13, 2013

আদালতে হাজিরা দিতে এসে গাঁজা সহ এক আসামী আটক

পাইকগাছায় আদালতে হাজিরা দিতে এসে ৫ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক হলেন আব্দুস সাত্তার সরদার নামে এক আসামী। বুধবার দুপুর পৌনে বার টার দিকে আদালত চত্বর থেকে কোর্ট পুলিশ তাকে আটক করে।

সূত্রে জানা যায়, জি.আর ১২৩/১৩ নং মাদক মামলার আসামী উপজেলার গদাইপুর গ্রামের মৃত দুখী সরদারের পুত্র আব্দুস সাত্তার সরদার (৫৬) ঘটনার দিন প্রতি দিনের ন্যায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে আসলে সন্দেহজনক গতিবিধির কারণে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে কোর্ট পুলিশ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বলে ষ্টেনো মোল্যা গোলাম সরোয়ার জানান।

অপর দিকে বুধবার সকালে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাব- ৬ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বান্দিকাটি গ্রামের নোয়াব আলীর কন্যা মাদক বিক্রেতা ঝর্না বেগম (৩০) ও তার বোন সালমা বেগমকে ৪০ গ্রাম হেরোইন সহ আটক করে।

পাইকগাছায় আইনজীবীকে প্রাণ নাশের হুমকী

পাইকগাছায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আইনজীবী এ্যাডঃ শেখ লোকমান হোসেন কে মোবাইল ফোনে খুন করার হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে,পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মীর আব্দুর সেলিম সর্ম্পকে আইনজীবীর ফুফাতো বোনের স্বামী। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে গোলযোগ দেখা দিলে কপিলমুনি ইউ, পি চেয়ারম্যানকে অবহিত সহ নিজ বাসভবনে শালীসি বৈঠকের মাধ্যমে নিস্পত্তি করেন।

এরই জের ধরে গত ৯ জুন এ্যাডঃ লোকমান হোসেনের মক্কেল শ্রীরামপুর গ্রামের মৃত ফয়জুল্লাহ সরদারের পুত্র তাদের প্রতিবেশী আব্দুল্লাহ সরদার তার নিজ মোবাইলে সেলিম কে ফোন করে তাদের স্বামী-স্ত্রীর গোলযোগ আপোষ নিস্পত্তির জন্য অনুরোধ করলে সেলিম এ্যাডঃ লোকমান হোসেনের নাম উচ্চারন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন করার হুমকী প্রদান করেছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এঘটনায় গত মঙ্গলবার এ্যাডঃ লোকমান হোসেন বাদী হয়ে পাইকগাছা থানায় জিডি করেছে। যার নং ৫৩১।

বিশ্ব শিশু-শ্রম প্রতিরোধ দিবসে পাইকগাছায় র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, কর্মজীবী শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস এর কর্মসুচি পালিত হয়েছে। বুধবার প্রদীপন এন এস এ-জাগরণ প্রকল্পের উদ্যোগে এবং শিশু অধিকার সংরক্ষন, সাংবাদিক ফোরাম ও পৌরসভার সহযোগীতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দিবসটি পালিত হয়।

বিকালে র‌্যালী শেষে উপজেলা স্মৃতি সৌধ প্রাঙ্গনে ফোরামের সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন এ্যাডঃ এফ এম এ রাজ্জাক, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রঞ্জু, প্রদীপনের এন এস এ প্রকল্প সমন্বয়কারী আজমল আল নূর পাভেল।

দিবসটি উপলক্ষে দেলুটি শিখন ও বিনোদন কেন্দ্রে কর্মজীবি শিশুদের জন্য দেশীয় ফল উৎসবের আয়োজন করা হয়।

পাইকগাছায় ৪০ গ্রাম হিরোইনসহ দু’মহিলা আটক

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে পাইকগাছা থেকে ৪০ গ্রাম হিরোইনসহ দু’মহিলাকে আটক করেছে। থানা সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা দক্ষিণ সার্কেল এর পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বান্দিকাটী গ্রাম থেকে নওয়াব আলীর কণ্যা মাদক বিক্রেতা ঝর্ণা বেগম (৩০) ও বাপের বাড়ী বেড়াতে আসা ঝর্ণার বোন মঠবাটি গ্রামের তোরাব গাজীর স্ত্রী সালমা বেগমকে গ্রেফতার করে এবং বাড়ী থেকে ৪০ গ্রাম হিরোইন ও নগদ ৫ শত টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং: ২৮, তাং ১২/০৬/১৩।

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, ৩নং সতর্ক সংকেত

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগেরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী ধরনের সক্রিয়।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বষর্ণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।