Tuesday, September 23, 2014

পাইকগাছায় নবলোকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের ওয়াস সম্পর্কিত দায়িত্ব কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ও নবলোকের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা কর্মচারী ক্লাব ভবনে নবলোকের উপজেলা ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। 

বিশেষ অতিথি ছিলেন, নবলোকের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সেতু, প্রশিক্ষক ছিলেন প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুল হালিম।

উপস্থিত ছিলেন, প্রকল্প সুপার ভাইজার সুমন হাসান খান, হাইজিন প্রমোশন এণ্ড ট্রেনিং অফিসার মোঃ ইজাজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ কামরুল আকতার, মুজিবর রহমান, লুৎফর রহমান, আব্দুল হামিদ সানা, ফতেমা বেগম, মিজানুর রহমান, রেজাউল করিম, নাজমিন নাহার ও আজিবার রহমান।

পাইকগাছায় টিডিআর সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কপোতাক্ষ মার্কেটস্থ কার্যালয়ে সংগঠণের সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গফুর হোসেন ডাবলু, কামাল হোসেন, শেখ মিরকান হোসেন, আকরাম হোসেন, বাবলু, তরুন রায় ও চিন্ময়।

পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষ্যে আইন শৃংখলা কমিটির সভা

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স.ম. বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন ও শাহানারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ওসি সিকদার আককাছ আলী, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু।

আরও উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক রবীন্দ্র নাথ রায়, জেলা নেতা এ্যাড. অজিত কুমার মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সন্তোষ কুমার সরদার, প্রকাশ ঘোষ বিধান, অধ্যাপক (অবঃ) রমেন্দ্র নাথ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সদস্য সচিব তৃপ্তি রঞ্জন সেন, প্রেসক্লাব সভাপতি জি, এম, মিজানুর রহমান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, সাংবাদিক বি. সরকার ও স্নেহেন্দু বিকাশ, সুনীল মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক দাউদ শরীফসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার সরকারি বরাদ্দকৃত চাউল পাইকগাছা-কয়রার সংসদ সদস্য এড. শেখ মোঃ নুরুল হক মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে তুলে দেবেন বলে জানা গেছে। এর আগে একইস্থানে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দুর্গা পূজা উপলক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন পাইকগাছায় প্রতিমা তৈরীর কারিগররা

পাইকগাছায় আজ শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার অানুষ্টানিকতা। এদিকে দুর্গা পূজা উপলক্ষ্যে পাইকগাছা উপজেলার মন্ডপ গুলিতে চলছে শেষ মুহুর্তে প্রতিমা তৈরীর কাজ। ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা তৈরীর কারিগররা। অনেকে ইতোমধ্যে রং এর কাজ শেষ করে ফেলেছেন। 

আগামী ২৯ সেপ্টেম্বর সোমবার মা দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে ঢাক-ঢোল, কাঁশি, বাঁশি বাজবে প্রতিটি মন্ডপগুলিতে। এবার মা দূর্গা মর্তলোকে অর্থাৎ বাপের বাড়ী আসবেন নৌকায় চড়ে আর ৩ অক্টোবর শুক্রবার দেবী দোলায় চড়ে মর্তলোক ছেড়ে শ্বশুড়বাড়ী চলে যাবেন। আর এর মধ্য দিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী বৃহৎ এ দুর্গোৎসব।

পূজারী শংকর ভট্যাচার্য জানিয়েছেন, মা এর আগমনে এবার ঝড় বৃষ্টি বেশী হবে। তবে দেবী এসে ধরণীতে গড়ে তুলবেন শষ্য ভান্ডার। আর দুর করবেন যাবতীয় অন্যায়, অত্যাচার। এদিকে দূর্গা পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। ইতিমধ্যে অনেক মন্ডপে দেবীর আকৃতি মুর্তিতে মাটির লেপন শেষ হয়েছে। আবার দু’ একটি মন্ডপে আলপনা ও রং তুলি টানা শুরু হয়ে গেছে।

শেষ মুহুর্তে ভাস্কররা এখন দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কাজে। আনন্দ ঘন ও প্রাণবন্ত পরিবেশে চলছে কারিগরি শিল্প নৈপুন্য। ভাস্কর কম থাকায় এক একজন ভাস্কর বেশ কয়েকটি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ করে যাচ্ছেন। পূজা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন গত বছরের তুলনায় এবার প্রতিমা তৈরীর মুল্য একটু বেশী পড়ছে।

এদিকে আসন্ন দুর্গোৎসবকে ঘিরে উপজেলার জনপদে আনন্দের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। হিন্দু ধর্মালম্বীরা প্রস্তুতি নিচ্ছে বৃহৎ এ দুর্গা উৎসব পালনের। হিন্দু ধর্মালম্বীদের ঘরে ঘরে চলছে নতুন জামা-কাপড়সহ ঘরের প্রয়োজনীয় জিনিস পত্র কেনা-কাটার ধুম। কেউ আবার অগ্রিম শুভেচ্ছাসহ নিমন্ত্রণ দেয়ার কাজও ইতোমধ্যে শুরু করে দিয়েছেন।

এ বছর উপজেলায় গতবছরের থেকে একটি বেশী অর্থাৎ ১৩৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ১৩৮টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় একটি বেশী। পৌর সদরে ৫টি, হরিঢালীতে ১৭টি, কপিলমুনিতে ১৪টি, লতায় ১১টি, দেলুটিতে ১৩টি, সোলাদানায় ১৪টি, লস্করে ১৭টি, গদাইপুরে ৪টি, রাড়ুলীতে ১৯টি, চাঁদখালীতে ১৩টি এবং গড়ইখালীতে ১১টি দূর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শুভ মহালয়া !