Friday, December 6, 2013

অবরোধের বিরতিতে কর্মব্যস্ত পাইকগাছা

এক সপ্তাহের টানা অবরোদের পর আজ সকাল থেকে পৌরসভার প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। চলাচল করছে দূরপাল্লার বাস। সাপ্তাহিক ছুটির দিন হলেও কর্মব্যস্ততার ছাপ সর্বত্রই।


ছবিটি পাইকগাছা পৌরসভা জিরোপয়েন্ট থেকে তোলা।

পাইকগাছায় কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছায় দেলুটী ইউনিয়নের লবন পানি মুক্ত ২২ নং পোল্ডারে কৃষকদের মাঝে জাতিসংঘের কৃষি সংস্থার সহায়তায় লক্ষ্যধিক টাকার আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুর ১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শামিম হাসান (চলতি দায়িত্ব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত যন্ত্রপাতি বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজিদ হাসান, নৃপেন্দ্র কিশোর মন্ডল, ব্যবসায়ী রামপদ সাহা, ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী ও শফিুলক ইসলাম।

উল্লেখ্য, জাতিসংঘের কৃষি সংস্থার তত্বাবধানে নেদারল্যান্ড (পউবো) এর আর্থিক সহায়তায় দেলুটীর ২২ নং পোল্ডারে ১২ জন কৃষকের মাঝে ১২টি আধুনিক সেচ যন্ত্র (পাম্প) ও বিভিন্ন গ্রামে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

চলে গেলেন অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা

সারা বিশ্বকে কাঁদিয়ে ৯৫ বছর বয়সে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
দেশটির প্রেসিডেন্ট জেকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক বার্তায় ম্যান্ডেলার মৃত্যুর খবর নিশ্চিত করেন। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা অনেকদিন ধরে ফুসফস সংক্রামণে ভুগছিলেন। এ কারণে তিনি বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হন।

১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এমভিজোতে জন্ম নেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার মানুষদের কাছে তিনি মাদিবা নামেই বেশি পরিচিত। তিনিই ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৯৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।