Monday, December 25, 2017

গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ড; ১০টি ঘর ভস্মীভূত

পাইকগাছার গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত। আংশিক পুড়ে গেছে আরও ১০টি ঘর। মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।


গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালী বাজার সংলগ্ন শিবসা নদীর পাড়ে আবাসন প্রকল্পে রান্নার চুলার পাশে রাখা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে।

পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরমধ্যে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া ১০টি ঘরের আংশিক পুড়ে যায়।

২০টি পরিবারের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।



পাইকগাছায় রোহিঙ্গা আটক

পাইকগাছায় স্থানীয় জনতার সহায়তায় ফেরমান নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গা ফেরমান (৬০) কে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।



পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এক রোহিঙ্গা নাগরিক ভিলেজ পাইকগাছার মোটরসাইকেল স্ট্যান্ড মোড়ে ঘোরাঘুরি করছিল। তার সাথে দুটি বস্তা ছিল। এ সময় তার গতিবিধি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তার ভাষা বোঝা না যাওয়ার কারণে কাগজ কলম দিয়ে তার পরিচয় জানান চেষ্টা করি। এলোমেলো লেখা মিলিয়ে পরিচয় জানা যায়, সে মায়ানমারের নাগরিক, তার নাম ফেরমান, পিতা- আরমুন, গ্রাম- বাউনডরিং। 

পরে দুপুর দেড়টার দিকে ফেরমানকে চট্টগ্রামগামী বাসযোগে কক্সবাজারের কুতুপালং শরনার্থী ক্যাম্প পুলিশের নিকট ফেরত পাঠানো হয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে, যার নং- ১১৪৪, তারিখ- ২৫/১২/১৭।