Sunday, April 7, 2013

নাম তার কাটাখালী নদী !!!

কাটাখালী নদীটি পাইকগাছা উপজেলায় অবস্থিত। আইলার পর থেকে পলি জমতে জমতে নদী সরু নালায় পরিণত হয়েছে। পায়ে হেঁটে নদী পার হতে হচ্ছে।

১৯০৩ সালে নৌপথে যাতায়াত সহজ করতে ব্রিটিশ সরকার প্রায় ১৫ কিলোমিটার নদী খনন করে শিবসা ও কপোতাক্ষ নদীর সঙ্গে সংযোগ করে দেয়। সেই থেকেই নদীটির নাম হয় কাটাখালী। ১৯৮৮ সালের ঘূর্ণিঝড়ের সময়ও নদীটি প্রায় ৫০০ ফুট চওড়া এবং ৬০ ফুট গভীর ছিল। তখন নদী দিয়ে নিয়মিত লঞ্চ চলাচল করত। আইলার আগেও জোয়ারে গভীরতা ছিল ৩০-৩৫ ফুট। কিন্তু আইলার পর থেকে ভরাট হতে হতে এখন অনেক স্থানে নদীটির চিহ্নটুকুও নেই। ভরাট হওয়া নদীর জায়গা যে যার মতো দখল করে বসতবাড়ি ও মাছের ঘের করেছেন।

স্থানীয়রা জানান, কাটাখালী নদী মরে যাওয়ায় পানির চরম অভাব দেখা দিয়েছে। গত তিন বছর দুটি ইউনিয়নের আবাদি ফসলি জমি অনাবাদি থাকছে। ফলফলাদি ও সবজির উৎপাদন কমে গেছে। বর্ষা মৌসুমে প্লাবন দেখা দিচ্ছে।


৯ ও ১০ এপ্রিল হরতাল ডেকেছে বিএনপি

মওদুদ আহমদসহ শীর্ষ পর্যায়ের নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার হরতাল ডেকেছে বিএনপি। শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর পরপরই রোববার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

২০১৪ টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লোগো

বাংলাদেশে হতে যাচ্ছে ২০১৪ আইসিসি টি-২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। লোগোটি দেখে আমার কেন জানি মনে হচ্ছে এইবার কাপটি আমরাই পাব।


পাইকগাছা গনিরাম সুপার মার্কেটে অগ্নিকান্ড

পাইকগাছায় পৌর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পৌরবাজারের গনিরাম সুপার মার্কেটের মজুমদার এন্টারপ্রাইজে সন্ধ্যা সাড়ে ৭টায় দোকান বন্ধ থাকাবস্থায় এ অগ্নিকান্ডের ঘটনাঘটে। দোকানমালিক কাঁকন মজুমদার দোকান বন্ধ করে চলে যাওয়ার কিছু পরে এ ঘটনা ঘটে। পরে দোকানের তালাভেঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় তেমনকোন ক্ষয়ক্ষতি হয়নি।

দোকান মালিক কাঁকন মজুমদার জানান, ধুপের আগুন থেকে এ ঘটনা ঘটেছে। পাশের দোকানমালিকরা জানান, সময়মত যদি আগুন নিয়ন্ত্রন না করা যেত তবে বড় ধরনের ঘটনা ঘটতে পারতো।

পূজা মন্দিরের দায়িত্ব হস্তান্তর নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

পাইকগাছায় দায়িত্ব হস্তান্তর নিয়ে সরল কেন্দ্রীয় পূজা মন্দিরের নবনির্বাচিত কমিটি ও আহবায়ক কমিটির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিরসন না হলে যেকোন মুহুর্তে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। সুত্রে জানাযায়, উপজেলা সদরস্থ সরল কেন্দ্রীয় পূজা মন্দিরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রায় ৬ মাস পূর্বে প্রশান্ত মন্ডলকে আহবায়ক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি সকল প্রস্তুতি শেষে গত ২৯ মার্চ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচনে ৫১ জন সদস্য সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধি দু’প্রার্থীর মধ্যে সাবেক সভাপতি দেবব্রত রায় দেবু ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধি প্রার্থী প্রশান্ত মন্ডল পান ২৩ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুভাষ চন্দ্র বিশ্বাস ও কোষাধ্যক্ষ পদে দিপক কুমার মন্ডল নির্বাচিত হন। এদিকে নির্বাচনের ৯ দিন অতিবাহিত হলেও নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর না করায় আহবায়ক কমিটির উপর ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারন করেছে। প্রতিনিয়ত টিস্টল থেকে শুরু করে মন্দির প্রাঙ্গনে সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিরসনে শুক্রবার সন্ধ্যায় মন্দির চত্ত্বরে জড় হয় শত শত এলাকাবাসী। এ ব্যাপারে কমিটির অন্যতম সদস্য জগদিশ চন্দ্র রায় বলেন-প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর না করে কতিপয় লোক অগনতান্ত্রিক আচারনের মাধ্যমে মন্দিরের ভাবমুর্তি নষ্ঠ করছে।

পংকজ কুমার মন্ডল বলেন, নবনির্বাচিত সভাপতি ইতোপূর্বে সভাপতি থাকাকালীন গোবিন্দ মন্দির, ও মনসা মন্দিরের নতুন ভবন স্থাপন, মন্দিরের উন্নয়নে মার্কেট নির্মান, প্রাচীর ও দূর্গা মন্দিরের ছাদ নির্মান করায় সাধারণ সদস্যরা তাকে পুনরায় নির্বাচিত করেছেন। সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করে আহবায়ক প্রশান্ত মন্ডল বলেন-এলাকার মহল্লায় কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কারনে দায়িত্ব হস্তান্তর নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিরসনে কমিটির উপদেষ্টা মন্ডলী কাজ করছে বলে তিনি জানান।

১৮ দলের সমাবেশ স্থগিত, ৯ ও ১০ এপ্রিল হরতাল !!!

বিএনপিসহ ১৮ দলের ১৪৮ নেতাকর্মীকে রোববারের মধ্যে মুক্তি না দিলে আগামী ৯ ও ১০ এপ্রিল হরতাল দেবে ১৮ দল। শনিবার রাত সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশান অফিসে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে হরতাল দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ১০ এপ্রিল নয়াপল্টনে ১৮ দলের পূর্বঘোষিত সমাবেশ স্থগিতেরও সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র দুই দিনের হরতাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।