Wednesday, April 10, 2013

পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাইকগাছা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুল ইসলামের পক্ষ থেকে সরল দীঘির পাড় প্রাথমিক বিদ্যালয় ও জহুরা জব্বার কিন্ডার গার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গোপালপুর ও সরলস্থ দু’শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দু’শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে খাতা ও কলম প্রদান করা হয়।


পাইকগাছায় হরতাল সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিল

পাইকগাছায় ১৮ দলীয় জোটের ডাকা ২য় দিনের হরতাল সমর্থনে বিএনপি’র বিবাদমান দু’গ্রুপ পৃথকভাবে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে।


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে চিঠি লিখেছে অসংখ্য শিক্ষার্থী

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আবেদন জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে চিঠি লিখেছে অসংখ্য শিক্ষার্থী। চিঠিগুলো হুবহু তুলে দেওয়া হলো:

মাননীয় শিক্ষামন্ত্রী,

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা ছাত্রলীগ না, ছাত্রদল না, শিবির না, এমনকি নাস্তিক ইসলামবিদ্বেষী ব্লগারও না! আমরা এইচএসসি পরীক্ষার্থী। আমরা কি অন্যায় করেছি? আমাদের উপর কেন এই অত্যাচার? প্লিজ সিদ্ধান্ত পরিবর্তন করুন। আমরা ২০১৩ সালের পরীক্ষার্থী হয়ে কি অন্যায় করছি? আগামী ১১ এপ্রিলের পরীক্ষা ১৯ তারিখে হবে।

১৮ তারিখে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা। ১৯ তারিখে পদার্থবিজ্ঞান ১ম পত্র, ২১ তারিখে প্রাণিবিজ্ঞান পরীক্ষা মানবিক, কমার্স, ফাজিল বিভাগের বিষয়গুলো সম্পর্কে জানি না। কিন্তু পদার্থবিজ্ঞান ১ম পত্র বিষয়টা অত সোজা না। বইয়ে মোট ১৯টা অধ্যায়, গাণিতিক সমস্যাসহ তত্ত্বীয় ১৯টা অধ্যায় ১ ঘণ্টা করে রিভাইজ দিলেও লাগবে ১৯ ঘণ্টা! অথচ উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে খাওয়া নাওয়া বাদ দিয়েও সর্বোচ্চ সময় পাওয়া যাবে ১৪ ঘণ্টা। আমরা কিভাবে পরীক্ষার প্রিপারেশন নেবো?? প্লিজ আমাদের উপর এই অবিচার করবেন না। আমাদের লাইফটা এভাবে নষ্ট করে দেবেন না। ১৯ তারিখের পরীক্ষার তারিখ পরিবর্তন করুন। এটা রসায়ন ১ম পত্র পরীক্ষার পরে যে কোন একদিন নিন, নতুবা মে মাসের যেকোন দিনে নিন।

বিরোধীদল/ সরকারি দল শিক্ষিত না অশিক্ষিত তার প্রশ্নে যাবো না। কিন্তু আমাদের শিক্ষিত করে তোলা ও যথাযথভাবে পরীক্ষা নেওয়ার দায়িত্ব আপনাদেরই। এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় হলে তার দায় আপনাদের উপরই বর্তাবে। আর ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্য কর্ণধারদের জীবন।

তাই, বিনীত অনুরোধ আমাদের সমস্যাকে বিবেচনা করুন ও এ জন্য আশু ব্যবস্থা গ্রহণ করুন।

নিবেদক,
এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, ২০১৩ শিক্ষাবর্ষ

গুছিয়ে রাখুন ফেসবুকের বন্ধু তালিকা

ফেসবুক অতিরিক্ত বন্ধু ও ফলোয়ার থাকলে আপনার পক্ষে সবার নিউজ ফিডগুলো ঠিকমতো দেখা সম্ভব না হতে পারে। অনেক সময় অনেক বন্ধুর নিউজ ফিডের চাপে পড়ে অন্তরঙ্গ কোনো বন্ধুর টুইট বা গুরুত্বপূর্ণ কোনো নিউজ ফিড চোখ এড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বন্ধু তালিকাটি গুছিয়ে রাখলে অভিজ্ঞতা আরও সুন্দর হতে পারে। ফেসবুকে বন্ধুদের বিভিন্ন তালিকায় ভাগ করে কোন কোন পোস্ট কোন তালিকার জন্য তা নির্বাচন করে দিতে পারেন। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

গবেষকেদের প্রথম পরামর্শ হচ্ছে বন্ধু নির্বাচনের বিষয়টি নিয়ে। কারও কাছ থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এলে তাকে বন্ধু হিসেবে নির্বাচনের ক্ষেত্রে চিন্তা-ভাবনা করতে হবে। কাউকে বন্ধু হিসেবে নিশ্চিত করার বাধ্যবাধকতা নেই। কেউ যদি চান তবে আপনার পাবলিক নিউজ ফিডগুলো সাবস্ক্রাইব করে নিতে পারবেন। ফেসবুকে বন্ধুদের লিস্ট বা তালিকা করে রাখুন। ফেসবুকে ডিফল্ট আকারে থাকা দুটি তালিকায় বন্ধু নির্বাচন করা যায়। একটি হচ্ছে ‘ক্লোজ ফ্রেন্ড’ বা অন্তরঙ্গ বন্ধু আরেকটি ‘অ্যাকুইনট্যানসেস’। তবে এর বাইরেও ‘ফ্যামিলি’ ‘কলিগ’ বা পছন্দের নানা তালিকা তৈরি করে রাখা যায়।

ফেসবুকে যাদের ক্লোজ ফ্রেন্ড বা অন্তরঙ্গ বন্ধু নির্বাচিত করা হয়, তাঁদের নিউজ ফিড ফেসবুক হোম পাতায় বেশি দেখায়। ফেসবুকের বাম দিকের একটি পেন থেকে এ তালিকা দেখা যায়।


পাইকগাছায় বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত এস.আই. আর নেই

আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, অতি সুদর্শন এবং অত্যন্ত নম্র প্রকৃতির একটি ছেলে। গতবছর পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেল। এক বছর ট্রেনিং শেষে পোস্টিং পেয়ে বাড়ী এসেছিল বাবা-মায়ের সাথে দেখা করতে। গত ৭ তারিখ ছিল কর্মস্থলে যোগদানের তারিখ ছিল। বাড়ী থেকে ছোট ভাইকে সাথে নিয়ে মটরসাইকেলে করে যাচ্ছিল কপিলমুনি, ঢাকার বাস/মাইক্রোবাস ধরবে। কিন্তু পথিমধ্যে বাসের সাথে মটরসাইকেলের সংঘর্ষে নিভে গেল একটি স্বপ্ন, একটি সুন্দর ভবিষ্যৎ। ৫ দিন মৃত্যুর সাথে লড়ে আজ সকালে চলে গেল না ফেরার দেশে। খবরটা শুনে খুব খারাপ লাগছে।

ছবিতে বাম পাশে বাচ্চু....


দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা

বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম সার্চ ইঞ্জিন। ‘পিপীলিকা’ নামে সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জি: বিভাগের একদল শিক্ষার্থী।

পিপীলিকার প্রকল্প পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন মো. রুহুল আমীন সজিব। সহযোগিতায় ছিল বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন আইটি বিভাগ। এটি আসন্ন বাংলা নববর্ষের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলা জাতির জন্য উপহার বলে উল্লেখ করেছেন প্রকল্পের সংশ্লিষ্টরা।

পয়লা বৈশাখের এই উপহার চাইলে ঘুরে আসতে পারেন পিপীলিকার দেশ থেকে- www.pipilika.com


কপিলমুনি ও আশপাশ এলাকায় ডিজেল সংকট; বিপাকে বোরো চাষীরা

কপিলমুনি ও আশপাশ এলাকায় ভরা মৌসুমে ডিজেল সংকটে পড়েছেন বোরো চাষীরা। তবে এমন সংকটের মূল কারন কি তা জানা না গেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন টানা হরতালের কারণে ডিজেল সংকটে পড়েছে তারা।

অন্যদিকে চাষীরা বলছেন অতিমুনাফা লোভীরা হরতালের অযুহাত দেখিয়ে অধিক মুনাফা লুটে নিচ্ছে। খোঁজ নিয়ে জানাগেছে, গত কয়েকদিনের টানা হরতালের কারনে বানিজ্যিক উপ-শহর কপিলমুনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বৃদ্ধি পায়। যার প্রভাব পড়েছে বোরো আবাদের উপর। বোরো উৎপাদনে সেচ এর প্রধান উপাদান ডিজেল এখন শুন্যের কোটায়। যা বাজারের কোথাও পাচ্ছেননা সংশ্লিষ্ট কৃষকরা।

কৃষক ইউলাদ গোলদার জানান, মঙ্গলবার বাজার ঘুরে কোথাও ডিজেল মেলেনি। অনেক ব্যবসায়ী গোপনে অধিক মুল্যে ডিজেল সরবরাহ ও বিক্রি করছে।

এ ব্যাপারে ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা হরতালের কারনে তারা ডিজেল আমদানী করতে পারেনি। এমতাবস্থায় ভরা মৌসুমে এসে ডিজেল সংকটের কবলে পড়েছেন এলাকার বোরো চাষীরা।


পাইকগাছায় ছাত্র-যুব সংগ্রাম পরিষদের হরতাল বিরোধী মিছিল

সারাদেশে বিএনপি, জামায়াত-শিবির হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার বিকালে পাইকগাছা ছাত্র যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।


পাইকগাছায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে হরতাল পালিত

পাইকগাছায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিএনপি’র ডাকা ৩৬ ঘন্টার হরতালের ১ম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে হরতাল সমর্থনে পিকেটিং শেষে বিএনপি ও অঙ্গ, সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে।




হরতাল বন্ধের দাবিতে ‘হেফাজতে জনগণ’র শুক্র শনি হরতাল

দেশ থেকে হরতালের রাজনীতি চিরতরে নির্মূলের দাবিতে সিলেট থেকে '‘হেফাজতে জনগণ’' নামের একটি সংগঠন সারাদেশে শুক্রবার ও শনিবার হরতাল আহ্বান করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির মহাসচিব আলা উদ্দিন আহমদের নামে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার নগরীর আম্বরখানা বড়বাজার ৯৩ নম্বর জুহি ভিলায় হেফাজতে জনগণের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান ক্বারী মাওলানা সামছুল হকের সভাপতিত্বে ও মহাসচিব আলা উদ্দিন আহমদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুহেল আহমদ, সুমন আহমদ, নোমান আহমদ, আবদুল গাফফার, খসরু খান, জিয়াউল ইসলাম, আবদুল করিম, জহির আহমদ, মাওলানা সাইফুর রহমান, নিজাম উদ্দিন, মাওলানা তরিকত উল্লাহ, আহমদ মোয়াইমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র সুরক্ষা, দুর্নীতি নির্মুল, অসাম্প্রদায়িক দেশ গড়া, ধর্মীয় মূল্যবোধ সুরক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মুল ও সর্বোপরি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এখন দেশের মানুষের কাঙ্খিত প্রত্যাশা। এ অবস্থায় দফায় দফায় লাগাতার হরতাল দিয়ে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সকল ক্ষেত্রে চরম অস্থিতিশীলতার সৃষ্টি করা হচ্ছে। সভায় বক্তারা বলেন, এ অবস্থায় হরতাল দিয়েই হরতাল সংস্কৃতি বন্ধ করতে হবে।

হেফাজতে জনগণের মহাসচিব আলা উদ্দিন আহমদ জানান, হরতালের কারণে দেশ ও জাতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই বাধ্য হয়ে হেফাজতে জনগণ হরতাল বন্ধের দাবিতে হরতাল আহ্বান করেছে। হরতালে মানুষের দুর্ভোগ যাতে কম হয় সেজন্য সরকারী ছুটির দিন এ হরতাল আহ্বান করা হয়েছে। এ হরতাল হবে সম্পূর্ণ অহিংস।

প্রসঙ্গত, এর আগে ‘হেফাজতে জনগণ’ নামের এই সংগঠনের কোন দৃশ্যমান কার্যক্রম সিলেট নগরীতে দেখা যায়নি।

১১ এপ্রিলের এইচএসসি পরীক্ষা ১৯ এপ্রিল

আগামীকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার তারিখ পরিবর্তন করা হয়েছে। এদিনের পরীক্ষা আগামী ১৯ এপ্রিল দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তবে বিস্তারিত এখনও জানা যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।