Sunday, June 15, 2014

শিববাটী ব্রিজ, পাইকগাছা

৩য় দিনের ৩ ম্যাচে যথাক্রমে কলম্বিয়া, কোস্টারিকা ও ইতালি জয়ী

কলম্বিয়া ৩-০ গোলে জয়ী


বিশ্বকাপ আসরের তৃতীয় দিনে ’সি’ গ্রুপের প্রথম ম্যাচে কলম্বিয়া ৩-০ গোলে গ্রিসকে হারিয়ে শুভ সূচনা করেছে।

৩-১ ব্যবধানে কোস্টারিকার স্বপ্নের জয়


অতীত ইতিহাস ও কৌলিন্যের দাপট ছাপিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে চমকে দিয়েছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা।

শনিবার নাইট ক্লাবের শহর ফোর্টালেজার অ্যারেনা ক্যাস্টিলাওয়ে বিশ্বকে অবাক করে এডিনসন কাভানি ও দিয়াগো ফোরলানদের ৩-১ ব্যবধানে পরাস্ত করেছে কোস্টারিকানরা।


গতির ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালো ইতালি


২০তম বিশ্বকাপের তৃতীয় দিনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।

বিশেষজ্ঞদের মতে, এ ম্যাচে আসলে কোনো ফেভারিট না থাকলেও তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখেন। তবে এ দিন সব দিক দিয়ে তারা ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। তবে ম্যাচে দু’দলের খেলাতেই ছিলো অত্যন্ত গতিময় ছন্দ।


আজ আষাঢ়ের প্রথম দিন, কদম ফোটার সময়

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে আষাঢ়ের আদ্র শুভেচ্ছা !


আজ পহেলা আষাঢ়। বাংলা বছরের তৃতীয় এবং বর্ষা ঋতুর প্রথম মাস, কদম ফোটার সময়। বাংলার ষড়ঋতুর মধ্যে উল্লেখযোগ্য এই বর্ষা ঋতু। আমাদের প্রকৃতি ও জীবনে বর্ষার অবদান ও প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। 

বর্ষা ঋতুই আবহমান বাংলার প্রকৃতি তুলে ধরে। বছরের ৬০ভাগ বৃষ্টি হয় এ মাসেই। নদ-নদী খাল-বিল পানিতে ভরে ওঠে এ মাসেই। আমাদের কৃষির প্রাণ বর্ষা মৌসুম। প্রকৃতিকে ধুয়ে মুছে কেবল দূষণমুক্তই করে না বর্ষা বৃক্ষরাজির বাড়বাড়ন্তির প্রধান প্রভাবক।

আমাদের সাহিত্য সংস্কৃতিতে বর্ষাজুড়ে আছে বিস্তীর্ণতায়। কবিগুরুর ভাষায় বলতে হয় ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’।

এবার গেল বৈশাখও জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়েছে। ফলে তেতিয়ে থাকা প্রকৃতি এখন বর্ষার জন্য উন্মুখ হয়ে আছে।

পাইকগাছায় পল্লী বিদ্যুতের ২৪ হাজার গ্রাহকের সীমাহীন দুর্ভোগ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে পাইকগাছা উপজেলাবাসী। বিদ্যুতের ঘন ঘন ট্রিপের কারণে অনেক ইলেকট্রিক সামগ্রী নষ্ট হবার খবর পাওয়া গেছে।

স্থানীয় গ্রাহকরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে যায়, আর তার দেখা মেলে টানা ১২ ঘন্টা পর শনিবার সকাল ৮টায়। এরপর সারাটা দিনই চলে শুধু ট্রিপের খেলা। এই আসে এই যায় অবস্থা।

এদিকে, মেইন তার রক্ষণাবেক্ষণ কাজের জন্য মাইকিং করে গত ১১ জুন থেকে শুরু হয়েছে ভোর থেকে মধ্যাহৃ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা।

সবমিলিয়ে পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের আওতাধীন (পাইকগাছা-কয়রা) প্রায় ২৪ হাজার গ্রাহক পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

কয়রার পল্লী বিদ্যুৎ সংযোগে ব্যাপক অনিয়মের অভিযোগ

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে দক্ষিণ দেয়াড়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দেয়াড়া গ্রামবাসীর লিখিত অভিযোগে জানা যায়, দক্ষিণ দেয়াড়া গ্রামে ৬৭০ নং লটের স্টেকিং সিটে ২২৫ জন গ্রাহকের নাম তালিকাভুক্ত করা হলেও একটি দালাল চক্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে দেয়াড়া গ্রামের মাত্র ৩৫ জন গ্রাহকের নাম স্টেকিং সিটে অন্তর্ভুক্ত করেন।

বাকী ১৯০ জন গ্রাহকের নাম স্টেকিং সিটে দেয়াড়া গ্রাম দেখানো হয়েছে কিন্তু প্রকতপক্ষে ওই ১৯০ জন গ্রাহকের বাড়ি পার্শ্ববর্তী জয়পুর ও বাগালী ইউনিয়নের বায়লাহারানিয়া গ্রামে। দেয়াড়া গ্রামের বিদ্যুৎ সংযোগ সুকৌশলে রদবদল করায় এখানকার বেশীরভাগ স্থায়ী বাসিন্দা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ পল্লী বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত হতে চলেছে।

দেয়াড়া গ্রামের বাসিন্দা আয়েশা খাতুন অপর এক লিখিত অভিযোগে জানান, বিধবা হওয়ায় জমি জায়গা বলতে আমার কিছু নেই। তারপর আমার ঘোর আপত্তি সত্বেও বসত ঘরের ওপর দিয়ে জোর করে বিদ্যুৎ লাইন টানার জন্য পল্লী বিদ্যুতের লোকজন পাঁয়তারা করছে।

একই গ্রামের মাষ্টার বাবর আলী বলেন, দেয়াড়া গ্রামে মাত্র গুটি কয়েকজনকে বিদ্যুৎ সংযোগ দিয়ে এখানকার শতাধিক গ্রাহকের নাম কর্তন করে অন্যত্র নিয়ে যাওয়ায় আমরা আমাদের জমির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপন করতে দেব না।

স্থানীয় সমাজ সেবক জামাত গাজী জানিয়েছেন, দেয়াড়া গ্রামের গ্রাহকের চুড়ান্ত তালিকা গোপনে পরিবর্তনের বিরুদ্ধে আমরা পল্লী বিদ্যুৎতের জিএম বরাবর লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি। আমাদের অভিযোগের কোন তোয়াক্কা না করে পল্লী বিদ্যুতের লোকজন লাইন স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের মুঠফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

কপিলমুনি কলেজে অভিভাবক সদস্য নির্বাচন আজ

প্রতিষ্ঠার ৪৭ বছরে এবারই প্রথম কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য নির্বাচন হচ্ছে আজ। কপিলমুনির সর্বোচ্চ এ বিদ্যাপীঠে নির্বাচনের খবরে এলাকায় উৎসবের আমেজ বইছে।

(ফাইল ফটো :: কপিলমুনি কলেজ)
জানা যায়, কপিলমুনি কলেজে অভিভাবক সদস্য নির্বাচনে তিনটি পদে প্রার্থী হয়েছেন ৫ জন। প্রার্থীরা হলেন, আবু জাফর (ছাতা), শেখ দীন মাহমুদ (চেয়ার), আব্দুল মজিদ (ফুটবল), এইচএম মইনুদ্দীন (মাছ) ও বাদল মোড়ল ( মই)।

এ বিষয়ে কপিলমুনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল জানান, ৮৯৮ জন ভোটার এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। কলেজ ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসার আতিয়ার রহমান।

কপিলমুনি (বিনোদগঞ্জ) কাঁকড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

কপিলমুনি (বিনোদগঞ্জ) কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে বিকাশ দাশ সহ-সভাপতি, পবিত্র মন্ডল সাধারণ সম্পাদক, ফারুক হোসেন ক্রীড়া সম্পাদক, মিলন, সুশান্ত ও রাম নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সূত্রে প্রকাশ, শুক্ররার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন ভোটার ভোট দেন। ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের ৬টি পদে ভোট গ্রহণ করা হয়। বাকী ৩টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন, সভাপতি শেখ আনারুল ইসলাম, কোষাধ্যক্ষ তাপস কুমার হোড় সুনু ও সাংগঠনিক সম্পাদক গোপল চন্দ্র মন্ডল।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বিকাশ দাশ (তালা চাবি) ৬৭ ও বিষ্ণুপদ দাশ (টেলিভিশন) ২৮, সাধারণ সম্পাদক পদে পবিত্র কুমার মন্ডল (চেয়ার) ৬৪ ও দেব কুমার হোড় (গোলাপ ফুল) ৩২, ক্রীড়া সম্পাদক পদে ফারুক হোসেন (ফুটবল) ৮০ ও তপন সরকার (বাই-সাইকেল) ১৩, নির্বাহী সদস্য পদে মিলন কুমার দাশ (টেবিল) ৮৭, সুশান্ত বৈরাগী (কাপ-পিরিচ) ৮৬, রামপদ পাল (কলস) ৭২ ও দেবব্রত সানা (মাছ) ৪৩ ভোট পান।

নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন কপিলমুনি মেহিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, বণিক সমিতির সাবেক সভাপতি নির্ম্মল মজুমদার ও বণিক সমিতির সাবেক সম্পাদক শেখ আছাদুর রহমান পিয়ারুল।

কপিলমুনিতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনী সভা

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি খুলনা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আজিজ-বাবলু পরিষদের এক নির্বাচনী সভা গত ১৩ জুন বিকাল ৫টায় কপিলমুনি ফার্মেসির ২য় তলায় অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী এরফান আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আজিজ-বাবলু পরিষদের সভাপতি প্রার্থী এসএম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক প্রার্থী কবির উদ্দীন বাবলু।

বক্তব্য রাখেন শরাফাত হোসেন, সৈয়েদ আবু মোছাদ্দেক হোসেন বাবলু, আব্দুল্লা আল মামুন মিলন, জিল্লুর রহমান জুয়েল, কামরুজ্জামান, জিএম দেলোয়ার হোসেন, কপিলমুনি কমিটির সদস্য জিএম হেদায়েত আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন মেঘলাল সিংহ। সভায় কপিলমুনি বাজারের ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় চেয়ারম্যান পুত্র সহ দু’ব্যক্তির পৃথক সংবাদ সম্মেলন

পাইকগাছায় সাবেক চেয়ারম্যানপুত্র’সহ দু’ব্যক্তি পৃথক সংবাদ সম্মেলন করেছেন। বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশের প্রতিবাদে শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রাড়ুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের পুত্র জিএম সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে, ১৩ জুন একটি আঞ্চলিক পত্রিকায় তার পিতা আব্দুল মজিদ গোলদারকে জড়িয়ে বিভ্রান্তিমূলক যে খবর প্রকাশিত হয়েছে তিনি তার প্রতিবাদ জানান।

অপরদিকে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হককে জড়িয়ে কুরুচিপূর্ণ প্রকাশিত খবরের প্রতিবাদে চেচুয়া গ্রামের মৃত ধনা গাজীর পুত্র পীর আলী গাজী উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ মে মাইক্রোবাস ভাড়ার উদ্দেশ্যে আমি মরহুম লিয়াকত আলীর বাড়ীতে গিয়ে দেখতে পাই স্ত্রী, পুত্র ও কন্যার সহিত লিয়াকত আলী ঝগড়ায় লিপ্ত রয়েছে।

এর দুই দিন পর নতুন বাজারের চায়ের দোকানে লিয়াকতের সাথে সাক্ষাত হলে পারিবারিক কলোহ ও ঋণের দায়ে গলাই দড়ি, অথবা বিষ খেয়ে মারা যাওয়া ছাড়া কোন গতি নেই বলে লিয়াকত আলী তাকে জানায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

পাইকগাছায় বনদস্যু’সহ আটক ২; অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় বনদস্যু’সহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে থানার এস.আই আব্দুল খালেক অভিযান চালিয়ে আগড়ঘাটা বাজার থেকে শিলেমানপুর গ্রামের বাকের গাজীর পুত্র সাদ্দাম গাজীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাত দেড়টার দিকে চরমলই ছাকি নামে এক ব্যক্তির চিংড়ী ঘেরের বাসার চালের মধ্যে থেকে একটি পাইপগান, একটি রামদা, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেন।

অপরদিকে এস.আই রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসতবাড়ীর পাশের একটি খড়ের গাদা থেকে একটি দেশী তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেন।

এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান, এসব ঘটনায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

শুভ বাবা দিবস !

''মা’' এর মতো ''বাবা''ও ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা বিশাল। ''বাবা'' ডাকটার মাঝেই লুকিয়ে থাকে গভীর ভালবাসা, নিরাপত্তা, নির্ভরতা। বিশ্ব বাবা দিবসে Voice of Paikgacha'র পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা আর ভালবাসা !

চলুন, তাহলে দিনটি পালন করে ফেলুন ! বাবাকে বলুন, ভালবাসি বাবা, খুব ভালবাসি !