Sunday, December 15, 2013

Voice of Paikgacha স্পর্শ করেছে ১১০০ ফ্যান এর মাইলস্টোন

প্রথম বর্ষ পূর্তির ঠিক পূর্ব মুহূর্তে আজ Voice of Paikgacha স্পর্শ করেছে ১১০০ ফ্যান এর মাইলস্টোন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকার জন্য !

কলেজের সভাপতির পদ থেকে বাদ পড়লেন এমপি ও তার প্রতিনিধিরা

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করায় পাইকগাছায় কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে বাদ পড়লেন সংসদ সদস্য ও তার মনোনিত প্রতিনিধিগণ। ফলে ঝুলে গেল প্রক্রিয়াধীন অনেক কলেজের নিয়োগ প্রক্রিয়া।

গত ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীঃবিঃ/কঃপঃ/৬৯৩৩ নং স্মারকপত্র সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য (পুনরাদেশ না দেয়া পর্যন্ত) যে সকল কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনিত প্রতিনিধিগণ গর্ভনিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসাবে দায়িত্বরত আছেন সেই সকল কলেজে সংশোধন সংবিধি ১৯৯৮-এর ৬ ধারামতে ভাইস চ্যান্সেলরের ক্ষমতাবলে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রজ্ঞাপন তাৎক্ষনিকভাবে কার্যকর হওয়ার ফলে উপজেলার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ, কপিলমুনি কলেজ ও আর কে বি কে হরিশ্চচন্দ্র ইনষ্টিটিউটসহ কয়েকটি কলেজের সভাপতি পদ থেকে বাদ পড়লেন স্থানীয় এমপি এ্যাড, সোহরাব আলী সানা।

এদিকে সভাপতি রদবদল হওয়ার কারনে কপিলমুনি কলেজের আলোচিত অধ্যক্ষ পদ ও পাইকগাছা কলেজের গুরুত্বপূর্ণ ৪টি পদে প্রক্রিয়াধীন নিয়োগ প্রক্রিয়া ঝুঁলে গেছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে পাইকগাছা স্মৃতিসৌধ চত্বরে

আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে পাইকগাছা স্মৃতিসৌধ চত্বরে।

ছবিটি আমাদের পাঠিয়েছেন :: Gm Rajib.