Tuesday, September 17, 2013

বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জামায়াত। 

মঙ্গলবার দুপুরে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে ও আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৮ ও ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের আহ্বান করা হচ্ছে।

ইবিতে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

মোবাইল অপারেটর টেলিটক-এ SMS এর মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা নেয়া হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.netwww.iu.ac.bd এ জানা যাবে।

উল্লেখ্য, এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে বলে একাডেমিক অফিস সূত্রে জানা গেছে।

পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

পাইকগাছায় সন্ত্রাসীরা এক মৎস্য ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। আহত ব্যবসায়ী অরুন বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

জানা যায়, উপজেলার রাড়ুলী বাগ গ্রামের অক্কুর বিশ্বাসের পুত্র অরুন বিশ্বাস (৫০) ঘটনার দিন রোববার রাত ৯টার দিকে বাজার থেকে সাইকেলযোগে বাড়ী ফেরার সময় বালিস পুকুর নামকস্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৬/৭ জন মুখোশধারী সন্ত্রাসী অরুনের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় সে চিৎকার দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত’র পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আধুনিক চিংড়ি চাষ ব্যবস্থাপনায় সফল হাদিউজ্জামান

পাইকগাছা উপজেলার লক্ষীখোলা গ্রামের রউফ ফকিরের পুত্র হাদিউজ্জামান একজন মধ্যবৃত্ত কৃষক পরিবারের সন্তান। সংসার ও লেখাপড়ার খরচ চালাতে গিয়ে তার পিতা ঋনগ্রস্থ হয়ে পড়ে এমনকি তাদের বিলান ৪-৫ বিঘা জমি অন্যের কাছে বন্ধক রাখতে হয়। এদিকে হাদিউজ্জামান বি এ পাশ করে বেকারত্ব জীবন কাটায়। একদিন সে পরিকল্পনা করে তাদের নিজ জমিতে চিংড়ি চাষ শুরু করবে। 

বিগত ২-৩ বছর সে তেমন সফল হতে পারেনি। অবশেষে ২০১২ সালে অ্যাকুয়া কালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন (এ আই এন) প্রকল্পের চিংড়ি চাষী গ্রুপে অর্ন্তভূক্ত হয় এবং প্রকল্পের প্রতিটি প্রশিক্ষনে উপস্থিত হয়ে আধুনিক চিংড়ি চাষ ব্যবস্থাপনার উপর যথেষ্ঠ জ্ঞান লাভ করে সেই অনুযায়ী ঘের পরিচালনা করে এবং চিংড়ি চাষে কোন সমস্যা হলে প্রকল্পের সম্প্রসারন সহায়ক বৃন্দের কাছ থেকে পরামর্শ গ্রহন করে।

ভাল চাষ ব্যবস্থাপনার মাধ্যমে সে এ বছর ২৯৭ শতক জমিতে এই পর্যন্ত ৪৭০ কেজি বাগদা ৩৭৫ কেজি সাদা মাছ পেয়েছে যার মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। তিনি আশা করেন আরো ৮০-৯০ হাজার টাকার বাগদা ও সাদা মাছ পাবেন। ফলে সকল খরচ বাদে প্রায় ২ লক্ষ টাকা লাভ হবে বলে তার ধারনা।

হাদিউজ্জামান বলেন, তার গ্রপের ৩০ জন সদস্যের অধিকাংশ চাষীরাই বিঘা প্রতি (৩৩ শতক) গড়ে প্রাই ৩০-৪০ হাজার টাকার বাগদা উৎপাদন করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে লক্ষীখোলা গ্রামের সামিউল, ইমরান, হাবিবুর রহমান, হাশেম মিস্ত্রি, রবিউল বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

হাদিউজ্জামান জানান, সকল চিংড়ি চাষী যদি আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ করে তাহলে তার মত অন্যান্যদেরও চিংড়ির উৎপাদন বহুগুনে বৃদ্ধি পাবে এবং এই চাষ পদ্ধতি দারিদ্র বিমোচন ও বেকারত্ব দুরিকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাইকগাছায় ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

থানাপুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত ৯ টার দিকে উপজেলার পুরাইকাটি গ্রামের মুনসুর মোড়লের পুত্র আব্দুল মোড়ল (২৩) ও বাবর আলী খানের পুত্র মোঃ সবুর খান (৫২) ঘটনার দিন সীমান্তবর্তি জেলা সাতক্ষীরা থেকে ফেনসিডিল নিয়ে পাইকগাছায় আসার সময় রাড়ুলী-বোয়ালিয়া খেয়াঘাটে পৌছালে গোপন সংবাদের ভিত্তিতে রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হাই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দু’মাদক ব্যবসায়ীকে ১৮ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে।

এসময় তাদের ব্যবহৃত খুলনা-হ-১১-৩৮৭৩ নং সিঙ্গার মটরসাইকেলটি জব্দ করে। ওসি এম মসিউর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসাবে এরুটটি ব্যবহার করে আসছে। আটককৃতরা ২টি ইলাস্টিক এ্যাকলেটের মধ্যে ফেনসিডিল বহন করছিল বলে তিনি জানান। এ ঘটনায় সোমবার মাদক আইনে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়েছে যার নং-২৩।

পাইকগাছায় দলিতদের প্রত্যাশা শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষাকরণ প্রকল্পের উদ্যোগে সরকারি সেপটিনেট কর্মসূচী ও দলিতদের প্রত্যাশা শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিত্রান এরিয়া অফিস খুলনার উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু। 

পরিত্রানের এপিসি আসাফুল ইসলাম কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, সমাজকল্যাণ সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাংবাদিক এন ইসলাম সাগর, সুকুমার দাশ, অনিমা দাশ, শুধা রাণী, বিষ্ণু, গোপাল দাশ, তাপস দাশ, হৃদয় সরকার, আনোয়ারা, ময়না, অঞ্জনা, ঝর্ণা, ববিতা, পূর্ণিমা, তৃষ্ণা সরকার, সীমা সরকার, দানিয়েল ও পরিত্রানের এ্যাডভোকেসি অর্গানাইজার বিজয় দাশ।

অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক স্কুল ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ও এ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ এর উদ্যোগে সোমবার সকালে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজুল হক কিনুর সভাপতিত্বে ও সামাজিক ক্ষমাতায়ন কর্মসূচী প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোহাঃ মুনতাসির রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য জালাল উদ্দিন, শিক্ষক আলি মুনসুর খান, খালেদা খাতুন, চুমকি রায়, স্বর্নলতা গাইন, অভিভাবক সদস্য মিজানুর রহমান, মুজিবুর রহমান, বাবর আলী সরদার, হারুন-অর-রশিদ, ফাইমা বেগম, আরিফা বেগম, ব্র্যাকের সংগঠক আবু সাঈদ ও রেহানা বেগম।