Thursday, November 21, 2013

হার্ট অ্যাটাক হঠাৎ হয় না !

হুট করে একদিন হুমড়ি খেয়ে পড়লেন। কী ব্যাপার ? না, হার্ট অ্যাটাক। অথচ শরীর-স্বাস্থ্য পুরোপুরি ফিট, গায়ে একরত্তি মেদ নেই, রক্তচাপ নেই, দুর্ভাবনা-দুশ্চিন্তা নেই তিল পরিমাণও। ভুলেও কখনও বুকে ব্যথা অনুভব করেননি। তবু আচমকা আক্রান্ত হলেন হার্ট অ্যাটাকে। এর কারণ কী ?

নতুন গবেষণায় বলা হয়েছে, ব্যাপার কিছু না। আসল কথা হলো, হৃদরোগ বা হার্ট অ্যাটাক আগে থেকে বলেকয়ে আসবে, এমনটা ভাবাই ভুল। তবে আক্রান্ত হওয়ার মাসখানেক আগে থেকে কিছুটা হুঁশিয়ারি সংকেত আপনি পেতেও পারেন। কখনও কখনও মাসখানেক না হলেও, মাত্র এক ঘণ্টা আগে হলেও আপনাকে হুঁশিয়ারি দেবে।

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ৫টি লক্ষণ তুলে ধরা হলো:

১. বুকে অস্বস্তি বা ব্যথা: বুক ব্যথা বা ধড়ফড় করা, অস্বস্তি কিংবা প্রচণ্ড চাপ বোধ হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ। একটানা কয়েক মিনিট এ ধরনের অনুভূতি হওয়া বা কিছুক্ষণ পরপর তা অনুভূত হতে পারে।

২. শরীরের ওপরের অংশে অস্বস্তি: এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা পাকস্থলীতে ব্যথা বা অস্বস্তি অনুভূত হতে পারে।

৩. অবসাদগ্রস্ততা ও স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা: স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হতে পারে। শরীর অবসাদে ভেঙে পড়তে পারে। বুকের মধ্যে অস্বস্তি বোধ হোক বা না হোক, শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হলে সতর্ক হতে হবে।

৪. অতিরিক্ত ঘাম হওয়া: ব্যায়াম বা পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ঘাম হতে পারে।

৫. অন্য উপসর্গ: বদহজম, অরুচি, বমি বমি ভাব বা বমি হওয়া ও মাথা হালকা বোধ হতে পারে।

তাই সামান্যতম লক্ষণ টের পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো প্রতিরোধ, যা আপনাকে অচিরেই দুনিয়া ত্যাগ করা থেকে আরও কিছু সময় রক্ষা করবে। গবেষণা কর্মটির প্রধান পরিচালক যুক্তরাষ্ট্রের সিডার্স-সিনাই হার্ট ইনস্টিটিউটের ভিজিটিং সায়েন্টিস্ট ড. ইলই মারিজন বলেন, 'হার্ট অ্যাটাক হওয়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। শেষ মুহূর্তে সচেতন হলেও খুব একটা লাভ হয় না।

বলছি না বিশ্বকাপ জিততেই হবে

শুধু প্রতিবার একটু একটু করে দেশের মাথা উচুঁ করে দাও, এবার যেন আরও একটু বেশি উচুঁ করো।

অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে বিশ্বকাপ গলফের প্রথম রাউন্ড শেষে আমাদের সিদ্দিকুর রহমান যৌথভাবে ৬ জনের সঙ্গে ৩২ তম অবস্থানে রয়েছেন। আসুন আমরা সিদ্দিকুরের জন্য শুভ কামনা করি, তিনি যেন এই বিশ্বকাপ থেকে আমাদের জন্য আরও ভাল কিছু বয়ে আনতে সক্ষম হন !

পাইকগাছায় ৪০ উর্দ্ধ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধন

পাইকগাছায় ৪০ উর্দ্ধ ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে আবু হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য নেয়ামত আলী গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সোলাদানা ইউনিয়ন পরিষদ আয়োজিত টূর্নামেন্টের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মাহাবুব জোয়াদ্দার, গাজী আনসার, পরিতোষ কুমার মন্ডল, আবু সাঈদ মোল্যা, মোহাম্মদ বজলুর রহমান, পিযুষ কান্তি মন্ডল, গাজী মুজিবুর রহমান, মোঃ শহীদ বিশ্বাস, প্রমোথ মন্ডল, এসএম জনাব আলী, মৃতুঞ্জয় মন্ডল ও দেবাশীষ সানা।

উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ড ভিলেজ পাইকগাছা একাদশ ও ৪নং ওয়ার্ড বেতবুনিয়া একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধারাভাষ্যে ছিলেন মোঃ নূরুজ্জামান টিটু।

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ব্যবসায়ী সংগঠণের নেতাদের সাথে সুশীলন সুন্দরী প্রকল্পের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


ইউরোপিয়ন ইউনিয়ন কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় বৃহস্পতিবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সংগঠণের নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক আজিজুর রহমান, বি,এম, আনোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, সরদার মনিরুজ্জামান, আসাদুল ইসলাম, বাবুরাম মন্ডল, ইউসুফ সরদার, শেখ আব্দুল আজিজ, তহমিনা খাতুন, ফাহিমা আক্তার, মহিদুল ইসলাম, রহিমা বেগম ও সুশীলনের প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইঁয়া।

পাইকগাছায় ভূগোল সমিতি গঠন

পাইকগাছা কলেজের সহকারী অধ্যাপক বিষ্ণুপদ পালকে সভাপতি, ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক সরদার আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও প্রভাষক মোঃ মোমিনউদ্দীনকে কোষাধ্যক্ষ করে (পাইকগাছা, কয়রা ও আশাশুনি) ১৩ সদস্যবিশিষ্ট ভূগোল সমিতি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ে সংগঠণের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, স্বপন অধিকারী, নিরাকুল মন্ডল, নজরুল ইসলাম, তরুন কুমার দাশ ও মশিউর রহমান।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস !

জীবনের প্রথম পাবলিক পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনীরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ রয়েছে। খুলনাঞ্চলের বিভিন্ন স্থানে গত দু’দিন ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশ্নপত্র কিনে শিক্ষার্থীদের পড়িয়েছেন অভিভাবক ও কোচিং শিক্ষকরা। যার অধিকাংশই গতকালকের প্রথম দিনের পরীক্ষায় মিল পাওয়া গেছে। তবে প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এটিকে নিছক গুজব বলে আখ্যা দিয়েছেন।

আজকের বাংলা পরীক্ষার জন্য গতকাল একাধিক প্রশ্ন বিলি করা হয়। যার একটি
Voice of Paikgacha'র হস্তগত হয়। 

হাতে লেখা ওই প্রশ্নপত্রটি ছিল এরকম:


১। শব্দার্থ: সখ, ইচ্ছুক, প্রাচীন, নকশা, রূপসি।

২। এক কথায় প্রকাশ: সবচেয়ে বেশি এমন, এক যুগের পর আর এক যুগ, বরণ করার ইচ্ছা, কোনভাবে পূরণ করা যায় না, মেধা আছে যার।

৩। শুদ্ধ: বীর শ্রেষ্ঠ, মিথ্যা, অন্ধকার, অপেক্ষা, সৌভাগ্য।

৪। বিপরীত: পরাজয়ে, স্বাধীন, অসম্ভব, নকল, যন্ত্রণা, সন্ধ্যা।

৫। বিরাম চিহ্ন: ৪১ পৃষ্ঠার এগুলো আমাদের ঐতিহ্য ------ সভ্যতার নিদর্শন।

৬। সিন: শখের মৃৎশিল্প,

৭। আনসিন: অবাক যন্ত্র কম্পিউটার ৫ম শ্রেণীর পুরাতন বইয়ের।

৮। কবিতা--- প্রার্থনা ও মূলভাব।

৯। রচনা: একজন বীর শ্রেষ্ঠ, প্রাকৃতিক সৌন্দর্য।

১০। চিঠি: ৩ দিনের ছুটি।

   

অপর একটি প্রশ্ন ছিল এরকম:

 
১। শুদ্ধ বানান: বীরশ্রেষ্ঠ, অন্ধকার, অপেক্ষা, বৃদ্ধা, সেবিকা।

২। শব্দ অর্থ: সৎ, প্রাচীন, নকশা, রূপসী, স্টুপিড।

৩। এক কথায় প্রকাশ: সংখ্যার চেয়ে বেশি, মেধা আছে এমন যে জন, বরণ করার যোগ্য, এক যুগ পর আরেক যুগ, কোনভাবে পূরণ করা যায় না।

৪। প্রশ্ন:
(ক) কম্পিউটার হতে শেখা ৫টি কাজ লেখ,
(খ) টেলিভিশন হতে দেখা ৫টি কাজ লেখ,
(গ) বাংলাদেশের পোড়ামাটির শিল্প কোথায় পাওয়া যায়,
(ঘ) মৃৎ শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরব বুঝিয়ে লেখ। হে মহান তুমি মহান নও ; এটা কোন কবিতা ও কার লেখা।

৫। কবিতা: প্রার্থনা।

৬। রচনা: স্যার জগদীস চন্দ্র বসু, একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই দেশ।

৭। বিপরীত শব্দ: যন্ত্রনা, আরম্ভ, পরাজয়, খোলা, পরাধীন।

৮। অনুচ্ছেদ:
(ক) যোগাযোগের একটি আধুনিক মাধ্যম টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাই ও শুনতে পাই। কিন্তু বেতারের মাধ্যমে শুধু শোনা যায়। অন্যকিছু দেখা যায় না।
(খ) গ্রামের নাম আনন্দপুর। সেখানে প্রতি বছরই পহেলা বৈশাখে মেলা বসে। মেলায় বিভিন্ন প্রকার জিনিসপত্র পাওয়া যায়।

৯। আবেদনপত্র: শিক্ষা বৃত্তি পাওয়ার জন্য ফরম পূরণ করে আবেদন।

১০। দরখাস্ত : অসুস্থতার জন্য তিনদিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন।

১১। কবিতা: হে পরাজয় মহাজ্ঞানী, ---বিচার দিনের এই কবিতাটি কোন কবিতার অংশ এখানে কবির নামসহ লিখ।


 
এ প্রশ্নপত্রের সাথে আজকের পরীক্ষার মিল পাওয়া গেলেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অবশ্য খুলনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, প্রশ্নপত্র ফাঁসের খবরটি সত্য নয়, গুজব। এ গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সেই অধ্যক্ষ এবার ফাঁদে !

পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মো.আব্দুস সাত্তার এবার আইনি ফাঁদে পড়তে যাচ্ছেন। তার বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, অনিয়ম, তথ্য গোপন ও সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে।

পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গত ১৮ নভেম্বর কাগজপত্র দেখে এসব অভিযোগের সত্যতা পান। অভিযোগের সত্যতা পেয়ে ওই অধ্যক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

পাইকগাছা কলেজ শিল্প ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজকে শিল্প ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকরাবন্দ কার্যালয়ে বার্ষিক সদস্যসভায় কলেজ অধ্যক্ষের নিকট পুরস্কার প্রদান করা হবে বলে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) প্রকৌশলী মোঃ এনামূল হকের প্রেরিত পত্রে জানা গেছে।

ঐতিহ্যবাহি এ কলেজ সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কার অর্জন করায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলকে অভিনন্দন জানিয়েছেন কলেজের কর্মরত সকল শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকবৃন্দ।

পাইকগাছায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার্থী সাড়ে ৪ হাজার

পাইকগাছায় প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষার ১ম দিনে ৪ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বুধবার বেলা ২ টায় একযোগে উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতার ওয়াজেদ আলী, দেলুটির হাটবাড়ী, সোলাদানার চারবান্দা, লস্করের খড়িয়া বিনাপানি, গদাইপুরের গোপালপুর, রাড়লী, চাঁদখালী, গড়ুইখালীর আলমশাহী, বাইনবাড়িয়া ও পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১২টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার ৩২ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৬৭ এবং এবতেদায়ী মাদ্রাসার ৪৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪৯ জন।

পাইকগাছায় বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দলিতের শিক্ষা কর্মকর্তা ধরাদেবী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, এ্যাড. অশোক কুমার সাহা। বক্তব্য রাখেন, উত্তম দাশ, বিপ্লব মন্ডল ও রিনা রাণী দাশ।

পাইকগাছায় পরিত্রানের কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষাকরণ প্রকল্পের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রানের উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সুকুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান৷

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, কবিতা রাণী দাশ, অধ্যাপক আজহারুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজিমউদ্দিন। বক্তব্য রাখেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, সুশীলনের নাহিদ সুলতানা, পরিত্রানের বিজয় দাশ ও দীলিপ দাশ।

কর্মশালায় সরকারি, বেসরকারি ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।