Thursday, December 12, 2013

সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়

আমরা পেরেছি বাঙালি জাতির ললাট থেকে কলঙ্কের একটি কালি মুছে দিতে। হ্যা, আমরা পেরেছি। আমার এই উল্লাস কোনো তথাকথিত জামায়াতের আমির কাদের মোল্লার ফাঁসির জন্য নয়। এই উল্লাস একজন যুদ্ধাপরাধী পৈশাচিক ব্রত্তের অধিকারী পিশাচের রুদ্ধশ্বাসে স্বাধীন বাংলার কোটি কোটি মানুষের চাঁপা ক্রন্দন অবমুক্ত করার উল্লাস।

আমার উল্লাস একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আমার পরিবারের মত লক্ষ লক্ষ পরিবারের মুক্তির নিঃশ্বাসের উল্লাস। আজ হয়তো আমার মুক্তিযোদ্ধা বাবা তাঁর শহীদ পিতার আত্মত্যাগের প্রতিদান পেয়ে একটু শান্তিতে ঘুমাতে পারবে। আজ হয়তো আমার ছোট্ট ছোট্ট চাচা আমার ফুপিদের মতো লক্ষ লক্ষ মানুষ একটু হলেও তাদের অবুঝ ছেলেবেলায় হারানো পিতার স্নেহ খুজে না পাওয়ার দুঃখ ভুলতে পারবে।

মাতৃগর্ভে থাকা আমার ছোট ফুপি সাবিনা ইয়াসমিন মালা, যে কোনদিন বোঝেইনি বাবার স্নেহ কি, তাঁর মতো অনেক অতৃপ্ত প্রান আজ একটু হলেও সান্তনা পাবে। আজ হয়তো একটু হলেও তৃপ্ত হবে বীরাঙ্গনা গুরুদাসীর অতৃপ্ত বাসনা।

আমরা পেরেছি মা, দেরীতে হলেও আমরা প্রমান করেছি বাঙালি অকৃতজ্ঞ নয়। তোমার শহীদ সন্তানদের রক্তের মূল্য, লক্ষ লক্ষ নির্যাতিতা মা-বোনের উজাড় করা আত্মত্যাগের মূল্য দিতে আমরা পেরেছি।

১২/১২/১৩, তোমার বিদায় লগ্নে সূচিত হল স্বাধীন বাংলার এক নতুন অধ্যায়।

লেখাটি আমাদের পাঠিয়েছেন: ফারহানা সুলতানা আইভী

পাইকগাছায় গাছ ফেলে ২ কিলোমিটার সড়ক অবরোধ

পাইকগাছায় হরতাল ও অবরোধ সমর্থনে ১৮ দলীয় জোট সমর্থকরা প্রায় ২ কিলোমিটার প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অবরোধ অপসারণ করা হয় বলে জানা গেছে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ১৮ দলীয় জোটের ডাকা ৬ষ্ঠ দিনের অবরোধ ও জামায়াতের ডাকা ৪র্থ দিনের হরতাল সমর্থনে জোটের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে উপজেলার সলুয়া থেকে মাহমুদকাটি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক বড় বড় গাছ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে।

এ খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় জনতার সহায়তায় থানা পুলিশ গাছগুলি সরিয়ে ফেলার মাধ্যমে অবরোধ অপসারণ করে।

পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা বৃহস্পতিবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে সভাপতি গাজী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ রশিদ, মোঃ আমজাদ হোসেন, জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দিন সোহাগ, এম মোসলেম উদ্দিন, আব্দুল মজিদ, জিএ গফুর, হাফিজুর রহমান রিন্টু, খাইরুল ইসলাম, রবিউল ইসলাম, আলাউদ্দিন রাজা, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, এসএম বাবুল আক্তার ও প্রমোথ রঞ্জন সানা। সভায় কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট প্যানেল কমিটি গঠন করা হয়।

এক মাসেও চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ

পৌর সদরের প্রাণকেন্দ্রস্থ দীপ্তি মোবাইল কর্নারে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ বখাটেকে আটক করলেও খোয়া যাওয়া টাকা বা মালামাল গত এক মাসেও উদ্ধার করতে পারেনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর দিনগত গভীর রাতের যে কোন সময় কে বা কারা পৌরসভা কার্যালয় সংলগ্ন দীপ্তি মোবাইল কর্নার নামের দোকানের উপরে উঠে প্রথমে টিন, পরে কাঠের তক্তা ও শেষে পাইউড কেটে দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ সাড়ে ৭০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৫-৬ লাখ টাকার মোবাইল সেট চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানের স্বত্তাধিকারী দিলীপ কুমার মন্ডল বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামী করে ৪ নভেম্বর মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত ১২ নভেম্বর সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সরল গ্রামের আবাসন প্রকল্পের বাসিন্দা দুলাল দাশের পুত্র গোবিন্দ দাশ (২২), একই এলাকার সবুজ মিস্ত্রীর পুত্র মোঃ ফিরোজ মিস্ত্রী (২০) ও ভিলেজ পাইকগাছা গ্রামের আঃ করিম সানার পুত্র রাশেদুজ্জামান বাবু (২২) কে আটক করে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরন করে। তবে আদালত শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন বলে জানা গেছে।

ট্রেইলারে বিশুদ্ধ বেদনার অশ্রু এনে দিলো ‘বাস্টার্ড চাইল্ড’

ইতিহাসের নির্মমতা যতোটা কোমল মোড়কেই পরিবেশিত হোক, তার ভয়াবহতার মাত্রা কমে না কিছুতেই। আর তাই পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত চেয়েছেন তার একাত্তরের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে যেন পুরোপুরি বাস্তবচিত্রই উঠে আসে সেই সময়ের। ‘বাস্টার্ড চাইল্ড' নামের এই সিনেমা আটকে গেছে ভারতের সেন্সর বোর্ডে নামের জটিলতায়। তবে বিজয়ের মাসে মুক্তিপ্রাপ্ত ট্রেইলারেই তিনি বাংলাদেশের মানুষের হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে সক্ষম হয়েছেন।


বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন। ছবিটিতে নিজের চরিত্র নিয়ে রাইমা সেনের মন্তব্য, "একাত্তরের যুদ্ধে নির্যাতিত নারীর ব্যথা টের পাচ্ছি।"

এই সিনেমায় তার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন কাজ। সিনেমাটিতে ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন রাইমা। ইন্দ্রনীল এখানে একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটির গল্প নিয়ে রাইমা সেন বলেন, "এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে বাঙালি নারী ধর্ষণের ওপর ভিত্তি করে নির্মাণ করা একটি ছবি। সেই সময় ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। চলচ্চিত্রটিতে ফোকাস করা হয়েছে দগ্ধ করা, সহিংসতা, প্রতিরোধসহ এমন ছোট ছোট তিন বা চারটি সমান্তরাল গল্প। সিনেমার শেষের দিকে এসে সবগুলো জীবন একত্র হয়। প্রথম গল্পে, বাংলাদেশের একটি গ্রামে যুদ্ধাবস্থার মধ্যে এক ব্যক্তি পরিবার নিয়ে যাচ্ছিলেন। আরেকজন আছেন সাংবাদিক, তিনি যুদ্ধে যোগ দিয়েছেন। তার স্ত্রী-ই সিনেমাটির মূল চরিত্র। একটি ধর্ষণ ক্যাম্পে আটকে রাখা হয় তাকে। ওই সময়ে বাংলাদেশের মেয়েদের অবস্থা ছিল এমন।"

শুটিং আর নিজের করা চরিত্র নিয়ে রাইমা জানান, "টানা ২১ দিন ধরে পুরো রাত ধরে শুটিং করেছি। দিনের আলো দেখতে পারিনি। ওই সময় তারা যে অবস্থার মধ্য দিয়ে গেছেন আমি সেটা অনুভব করছি। আমার চরিত্রটা বেশ কঠিন। একজন ধর্ষিতার শারিরীক ভাষা এবং চোখ দিয়ে সঠিক অবস্থাটিকে ফুটিয়ে তুলতে হয়েছে। একাত্তরের যুদ্ধে নির্যাতিত নারীর ব্যথা টের পাচ্ছি আমি। কীভাবে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।"

পশ্চিম বাংলা, দিল্লির আশপাশে এবং হরিয়ানায় শুটিং হয়েছে সিনেমাটির। এতে আরো অভিনয় করেছেন ফারুক শেখ, ভিক্টর ব্যানার্জি এবং পবন মালহোত্রা। বাংলাদেশের বিজয় দিবসকে সামনে রেখে ছবিটি মুক্তির কথা থাকলেও ছবির ‘নাম অশ্লীল' এই তকমা দিয়ে সেন্সরে আটকে গেছে মুক্তির তারিখ।

‘বাস্টার্ড চাইল্ড' ছবিটির ট্রেইলার দেখে কেঁপে উঠেছেন দেশের স্বাধীনতার সপক্ষের মানুষ। এতো বাস্তবরূপে একাত্তরের নির্মমতা ফুটিয়ে তোলা হয়েছে যে, চমকে গেছেন বিদেশীরাও।

নিঃসন্দেহে আশাজাগানিয়া দেশপ্রেমের অনুভূতি বাঙ্গালীর ভেতর থেকে বের করে এনেছে এই ছবির ট্রেইলার। মূল ছবি দেখতে প্রচুর মানুষ আগ্রহ প্রকাশ করছেন। অপেক্ষায় আছেন কবে মুক্তি পাবেন ছবিটি।