Friday, January 10, 2014

পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন স্মরন উৎসব

পাইকগাছায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ বনভোজন স্মরন উৎসব বৃহস্পতিবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মঠবাটি সরঃ প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সুচির মধ্যে ছিল প্রাতঃকালিন প্রার্থনা, শিশু কিশোরদের বিচিত্রানুষ্ঠান, ভক্তিমুলক সংগীত, সাধারন সভা ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন।

শিক্ষক মনোরঞ্জন শীলের সভাপতিত্বে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের দিব্য জীবন ও বানীর উপর আলোচনা করেন শ্রী সুপদ চক্রবর্তী এসপিআর, রনজিত কুমার মল্লিক এসপিআর, শ্যাম লাল মন্ডল এসপিআর, উৎসব কমিটির সম্পাদক প্রজিত কুমার রায়, পরমানন্দ ঢালী, তাপস কান্তি সাধু, মদন সাধু, তাপস মন্ডল, শুকলা রাণী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি মুক্তিপদ মন্ডল এসপিআর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, ডাঃ নিরাপদ কবিরাজ, দুলাল বিশ্বাস, মনোজ বিশ্বাস, সুশান্ত সরকার, নারায়ন মন্ডল, গোষ্ট বিহারী বিশ্বাস, অজিতেশ সরকার, প্রভাষক সুফল কান্তি মন্ডল, কার্তিক চন্দ্র বিশ্বাস, জয়দেব নাথ, প্রীতিশ বিশ্বাস, ধর্মদান চক্রবর্তী, স্বপন চক্রবর্তী, শুকা রাণী মন্ডল।

নয়নাভিরাম পাইকগাছা


ছবিটি শিববাটী ব্রীজের সাথে আলমতলার সংযোগ সড়কের পাশ থেকে তোলা।