Sunday, March 31, 2013

সোমবার এইচএসসি পরীক্ষা; যশোর বোর্ডের সকল প্রস্তুতি সম্পন্ন

১লা এপ্রিল সোমবার শুরু হচ্ছে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার যশোর বোর্ডে ১০ টি জেলায় ৫১৬ টি শিক্ষাপ্রতিষ্টানে পরীক্ষার্থী অংশ গ্রহন করছে ১ লাখ ১১ হাজার ১৫৭ জন। এ তুলনায় গত বছর পরীক্ষার্থি ছিল কম। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭৩২ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ৩ হাজার ৪২৫ জন। সাথে বেড়েছে ১৩ টি কেন্দ্র।

যশোর বোর্ডের ২০১৩ সনের পরীক্ষার্থীর ভিতর ৫৭ হাজার ১শ ১১ জন ছাত্র ৫৪ হাজার ৪৬ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৫৫ জন মানিবিক বিভাগে ৬৯ হাজার ৭৩২ জন বানিজ্য বিভাগে ২৮ হাজার ৪৭০ জন। মোট ২০৪ টি কেন্দ্রে এসমস্ত পরীক্ষার্থীরা অংশ নিবে।


যশোর শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, সব থেকে যশোর জেলায় শিক্ষার্থীর সংখ্যা বেশী। যশোর জেলায় ২০ হাজার ৩৭১ জন, খুলনা জেলায় ১৯ হাজার ৩০৮ জন, বাগেরহাটে ৭ হাজার ৭০৬ জন, সাতক্ষীরায় ১৩ হাজার ২০৮ জন, কুষ্টিয়ায় ১৩ হাজার ৩০৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ৭ হাজার ১৮২ জনমেহেরপুরে ৩ হাজার ৫২১ জন, নড়াইলে ৫ হাজার ২৫৭ জন, ঝিনাইদাহে ১৪ হাজার ২০৮ জন এবং মাগুরা থেকে অংশ নিবে ৭ হাজার ৮৪ জন।

যশোর শিক্ষাবোর্ড নিয়ন্ত্রক জানান পরীক্ষার সকল কাজ সুষ্টুভাবে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে।

পাইকগাছায় তরমুজ খেয়ে শিশুসহ একই পরিবারের ৬ জন অসুস্থ

পাইকগাছায় তরমুজ খেয়ে ৪ শিশুসহ একই পরিবারের ৬ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, রোববার সকাল ৯টার দিকে মৌসুমি ফল তরমুজ খেয়ে বাঁকা গ্রামের আব্দুল মজিদ গাজীর একই পরিবারের ৪ শিশুসহ ৬ জন অসুস্থ হয়ে পড়ে। আব্দুল মজিদ গাজী বলেন-আল-আমিন সাতক্ষীরা থেকে কয়েকটি তরমুজ কিনে নিয়ে আসে। ঘটনার দিন সকালে তরমুজ খাওয়ার আধা ঘন্টার মধ্যে বাড়ীর সকলের মধ্যে বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থরা হচ্ছেন-আব্দুল মজিদ গাজীর স্ত্রী সুমা খাতুন (২২), আল-আমিনের স্ত্রী আয়শা খাতুন (২০) এবং ৪ শিশু সাজির (৯), সওদা (৫), আরাফাত (১৮ মাস) রনি গাজী (৮)। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শাফিকুল ইসলাম জানান-তরমুজে ফরমালিন মেশানোর কারনে এ ঘটনা ঘটতে পারে। অসুস্থরা বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি জানান।

পাইকগাছায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে হরতাল পালিত

পাইকগাছায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে রোববার সকালে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজারে পিকেটিং করে। সকাল থেকে উপজেলা সদরের প্রায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, দূরপাল্লার কোন বাস চলাচল করেনি, অফিস, ব্যাংক, বীমা খোলা ছিল স্বাভাবিক। 

অপরদিকে সকাল ১০টায় থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তুষার কান্তি মন্ডল ও পৌর সভাপতি মাসুদ পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জিরো পয়েন্ট হতে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে। সাড়ে ১০ টায় থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. আবু সাঈদের সভাপত্বিতে এক বিক্ষোভ মিছিল পরিবহন চত্ত্বর হতে প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. এম মাফতুন আহমেদ, জেলা বিএনপি নেতা ডাঃ মোঃ আব্দুল মজিদ।

অপরদিকে সকাল ১১ টায় থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, এটিএম মনিরুজ্জামান মনি।


শিবিরের কেন্দ্রীয় সভাপতি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

ছাত্রশিবিরে কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাইকগাছা উপজেলা শাখার উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আবু তালেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি পাইকগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইকগাছা বাস স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।


পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বিএনপি’র দু’কর্মী আহত

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় বিএনপি সমর্থিত দু’কর্মী আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, রোববার সকাল ১০টার দিকে আবুল হোসেন (৩২) ও আব্দুল মজিদ (৩৫) নামের দু’বিএনপি সমর্থিত কর্মী হরতালের কর্মসূচীতে যোগদিতে চাঁদখালী থেকে উপজেলা সদরে মটরসাইকেলযোগে যাওয়ার সময় সরনখালী নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহি নছিমন অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে দু’জন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

খবর পেয়ে স্থানীয় বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, জেলা বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদসহ নেতাকর্মীরা আহতদের দেখতে হাসপাতালে যান।



 


পাইকগাছায় সুশীলনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ এমআর রোধ প্রকল্পের এক কর্মশালা রোববার দুপুরে স্থানীয় সুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প সমন্বয়কারী নাদিয়া আফরিনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, আব্দুস সামাদ আজাদ, রাশেদুল হক, রেবা মন্ডল, সেবিকা বিশ্বাস, রিতা সরকার, জাহানারা বেগম ও হাফেজ মোঃ জিয়াউর রহমান।


পাইকগাছায় ভূমি অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় উত্তরনের উদ্যোগে ভূমি অধিকার বিষয়ক এক কর্মশালা রোববার সকালে অজিফা খাতুন কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন উদয় শংকর রায়। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল্ ইসলাম।


 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, এ্যাড. জিএ রশিদ, শেখ সাদেকুজ্জামান। বক্তব্য রাখেন-ইউপি সদস্য তোফাজ্জেল সরদার, কমরেড শেখ আব্দুল হান্নান, আজমল হোসেন, পারুল রাণী মন্ডল, আব্দুর রাজ্জাক, সাহিদা বেগম, উত্তরণ কর্মকর্তা আবুল কালাম, সাহাবুদ্দিন মোড়ল ও আজিজুর রহমান।

সভায় বক্তারা ভূমি আইনে জটিলতা দূরীকরণ, ভূমির শ্রেণী পরিবর্তনে স্থানীয়দের সম্পৃক্ততা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, ইউনিয়ন পর্যায়ে ভূমি কমিটি গঠন ও প্রকৃত কৃষকদের মাঝে খাসজমি বন্টনের দাবী জানান।

শুভ কামনা !

আগামীকাল ১লা এপ্রিল থেকে এইচ.এস.সি পরীক্ষা-২০১৩ শুরু হচ্ছে। পাইকগাছা এর সকল এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল।


নিষেধাজ্ঞা !

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা আগামী ১ এপ্রিল শুরু হয়ে ২৮ মে শেষ হবে। পরীক্ষার দিনগুলোতে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর নির্বাহী ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।

►পরীক্ষার দিন সকাল আটটা হতে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চর্তুদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার অধিক সংখ্যক ব্যক্তি একত্রে চলাচল ও মিছিল করতে পারবেন না।
 
►পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বহন করতে পারবেন না।

►পরীক্ষা কেন্দ্রের চারপাশ কেউ কোন প্রকার লাউড স্পিকার বা ঐ জাতীয় কোন শব্দযন্ত্র দিয়ে শব্দ করতে পারবেন না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ জারী করেছেন।

পাইকগাছায় ডাকাত আটক

পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত এক ডাকাতকে আটক করেছে। আটকের পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, একাধিক হত্যা প্রচেষ্টা ও ডাকাতি মামলার আসামী উপজেলার রাড়ুলী গ্রামের আবুল হোসেন সরদারের পুত্র আব্দুস সামাদ সরদার (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই আব্দুল খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বেলা ১টার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে আটক করে।

এ ব্যাপারে আটক আব্দুস সামাদ বলেন, পাবনায় ইটের ভাটায় কর্মরত ছিলাম। গত ২ দিন আগে বাড়ী ফিরেছি। তার বিরুদ্ধে ইতোপূর্বে মামলা থাকলেও কি জন্য আটক করা হয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে এস,আই আব্দুল খালেক জানান।

উল্লেখ্য, ইতোপূর্বে আটককৃতের বিরুদ্ধে রাড়ুলী ইউপি চেয়ারম্যানকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা হয়। এছাড়াও সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।


শুক্র-শনি খোলা থাকবে ব্যাংক

“হরতাল থাকলেই সপ্তাহের সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ব্যাংক-বীমাসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। অর্থনৈতিক ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখেই দেশের অর্থনীতিকে সচল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে,” বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বিভিন্ন জাতীয়, দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “হরতালের কারণে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ দিতে এবং আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সব ব্যাংকের সকল এডি (অথোরাইজড ডিলার) শাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার শুক্রবারও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহনগুলোও চালু থাকবে।”


পাইকগাছায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপের হরতাল সমর্থনে মিছিল

যুবদল নেতা হত্যার প্রতিবাদে খুলনা জেলার ৯টি উপজেলায় রোববার হরতালের ডাক দেয়। এরই অংশ হিসাবে পাইকগাছায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপ পৃথক পৃথকভবে রোববর হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা থানা ও পৌরশাখার উদ্যোগে থানা বিএনপি’র সভাপতি এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন-বিএনপি নেতা অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস।

অপরদিকে পরিবহন চত্ত্বরে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদের সভাপতিত্বে এক ও মাসুদ পারভেজের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. এম মাফতুন আহমেদ। সমাবেশ শেষে পৃথকভাবে দুটি গ্রুপ বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


পাইকগাছায় ভ্রাম্যামান অভিযানে জাটকা ইলিশ জব্দ

পাইকগাছায় শনিবার সকালে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৮কেজি ৮‘শ গ্রাম জাটকা ইলিশ আটক করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম শহীদুল্লাহর নেতৃত্বে উপজেলার লস্কর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হলেও এ ঘটনায় কেউ আটক হয়নি। অভিযানকালে উপস্থিত ছিলেন হায়দার আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করে।


কপিলমুনিতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’২০১৩ পালিত

”জনতার শক্তি রুখবে দুর্নীতি” সমাজের সর্বস্তরে এই প্রতিপাদ্য ছড়িয়ে দিতে এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে শনিবার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অমৃতময়ী মিলনায়তনে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’১৩।

সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনানুষ্ঠানে জনতার শক্তি রুখবে দুর্নীতি এমন প্রতিপাদ্যের আলোকে ১৫ শিক্ষার্থী বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহন করে। পরে পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জি এম আজহারুল ইসলাম, নির্বাহী সদস্য ও সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, সদস্য মেহেদী মাসুদ, স্নেহেন্দু বিকাশ, সাংবাদিক জি এম আসলাম হোসেন, এ কে আজাদ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক অজিয়ার রহমান, শিক্ষক নেহার রঞ্জন বিশ্বাস।
       

বক্তারা বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। যা দেশ ও জাতীর জন্য কলঙ্কের। দেশে প্রতি বছর দুর্নীতির কারণে আর্থিক ক্ষতির পরিমান ৬ হাজার ৭শত ৯৬ কোটি টাকা, যা দিয়ে হতে পারতো ১২ হাজার প্রাইমারী স্কুল। শুধু তাই নয়, চিকিৎসা ব্যাবস্থায় বছরে ৮হাজার হাসপাতাল তৈরী করা সম্ভব হতো। অথচ দুর্নীতি কোনো ভাবেই বন্ধ হচ্ছেনা। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরোও বলেন, এসো শপথ নিয়ে আজ থেকে আমরা দুর্নীতি বন্ধে সোচ্চার হই। সবার প্রতিজ্ঞা হবে যেখানেই হোউক দুর্নীতি সেখানেই করবো প্রতিরোধ। এর আগে সকাল ৮টায় স্কুলে জাতীয় সংগীত পূর্ব শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধকল্পে শপথ পাঠ করানো হয়।