Friday, July 18, 2014

ভয়েস অফ পাইকগাছা'য় সংবাদ প্রকাশের পর....

পাইকগাছায় বঞ্চিত ৩০০ শ্রমিককে ২৭ লাখ টাকা প্রদান (ফলোআপ)


পাইকগাছায় কাজের বিনিময়ে অর্থ কর্মসুচি প্রকল্পের কর্মরত ৩০০ শ্রমিককে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার সংবাদ ভয়েস অফ পাইকগাছা’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের এক মাস পর বঞ্চিত শ্রমিকদের মাঝে প্রশিক্ষণ বাবদ প্রাপ্য ২৭ লাখ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এ অর্থ বিতরণ করে বাস্তবায়ন সংস্থা।

সূত্রমতে, বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্পের আওতায় ডব্লিউএফপি, ইউকেএআইডি ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহায়তায় উপজেলার লতা ইউনিয়নে কাজের বিনিময়ে অর্থ কর্মসুচি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেন উন্নয়ন সংস্থা জেজেএস।

প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের ৩০০ হতদরিদ্র নারী-পুরষকে প্রতিদিন ২০০ টাকা মুজুরী হারে ৪৫ কর্মদিবস এর জন্য নিয়োগ প্রদান করার মাধ্যমে গত ৫-০৪-১৪ ইং তারিখ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর মাঝপথে জে.জে.এস কর্তৃপক্ষ প্রকল্পের প্রশিক্ষণ বাবদ বরাদ্ধ কৃত অর্থ কর্মরত শ্রমিকদের প্রদান করবেন না বলে জানিয়ে দেন। উপজেলা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশিক্ষণ বাবদ বরাদ্দকৃত অর্থ কর্মরত শ্রমিকদের বঞ্চিত করে অপর দু’টি ইউ্নিয়নে স্থানান্তরের উদ্যোগ নিলে এ নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 


বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন গত ১৩ জুন ভয়েস অফ পাইকগাছা'য় প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

অবশেষে খবর প্রকাশের একমাস পর ৪টি বিষয়ের উপর প্রশিক্ষণ বাবদ প্রত্যেক শ্রমিককে ৯ হাজার টাকা করে ২৭ লাখ টাকা ৩০০ শ্রমিকদের মধ্যে প্রদান করা হয়। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ ভবনে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের মাধ্যমে বঞ্চিত শ্রমিকদের মাঝে এ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেজেএস এর নাজমুল হুদা ও কনসার্ন ওয়াল্ড ওয়াইডের সত্যরঞ্জন রায়’সহ বাস্তবায়ন সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

প্রাপ্ত টাকা পাওয়ার পর বঞ্চিত শ্রমিকদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। এ ব্যাপারে তারা গণমাধ্যম কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিশেষ পুরস্কার লাভ

২০১৩-১৪ অর্থবছরে খুলনা জেলায় ভূমি উন্নয়ন কর আদায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১৭ জুলাই-২০১৪ খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাইকগাছার লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেগম লতিফা আক্তার’কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

K.G.H.F. মৌখালী ইউনাইটেড একাডেমী’র প্রাক্তন ছাত্র/ছাত্রীদের দৃষ্টি আকর্ষন ::

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ঈদ-উল-আযাহা-২০১৪’এর ৩য় দিন কে.জি.এইচ.এফ মৌখালী ইউনাইটেড একাডেমী প্রাঙ্গনে এক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে, বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদেরকে অংশ গ্রহণের নিমিত্তে নাম নিবন্ধনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

পুরাতন স্মৃতিচারনসহ সকল ব্যাচের ছাত্র/ছাত্রীদের মধ্যে সম্পর্কোন্নয়নে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও অংশগ্রহন একান্ত কাম্য।

নিবন্ধনের শেষ তারিখ :: ১৪ আগষ্ট ২০১৪ ইং।

নিবন্ধনের প্রক্রিয়া ::

• দুই কপি পাসফোট সাইজের ছবি’সহ নির্দিষ্ট ফরম পুরন করে নিবন্ধন ফি বাবদ ৫০০ (পাঁচশত) টাকা ১৪ই অগাস্ট ২০১৪ তারিখের মধ্যে উক্ত বিদ্যালয়ে অথবা, গ্রুপ প্রথিনিধিদের কাছে জমা দিতে পারবেন।

• নিবন্ধন ফরম উক্ত বিদ্যালয় থেকে অথবা গ্রুপ প্রথিনিধিদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

• অন্যান্য নিয়মাবলী নিবন্ধন ফরম এ উল্লেখ থাকবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নাম নিবন্ধন করতে ও অনুষ্ঠান সম্পর্কিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ::

প্রধান শিক্ষক, কে.জি.এইচ.এফ মৌখালী ইউনাইটেড একাডেমী
মোবাইল :: ০১৭২০-৩১১৭৫১

অথবা, মারুফ বিল্লাহ (এস.এস.সি ব্যাচ-২০০৪)
মোবাইল :: ০১৯৭০-৩৩৩৩২৩

পাইকগাছার একটি নয়নাভিরাম প্রোজেক্ট সাইট

হোয়াইট টাইগার লিমিটেড, ফিস প্রোজেক্ট-৩, রোবারডাঙ্গা, শিববাটী, পাইকগাছা।

পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ পাইকগাছা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ খুলনার টুটপাড়া গাছতলা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে পাইকগাছা উপজেলা ঐক্য পরিষদ, পাইকগাছা পৌরসভা ঐক্য পরিষদ এবং পাইকগাছা পৌরসভা ছাত্র যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।

১৮ জুলাই শুক্রবার বিকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বিমান বিহারী রায় অমিত। পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহ্বায়ক রতন কুমার ভদ্র‘এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, কেন্দ্রিয় কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ।

বিশেষ অথিতি ছিলেন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বাংলাদেশ মাতুয়া মহাসংঘ খুলনা মহানগর শাখার সভাপতি সুখময় বিশ্বাস।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অমিয় সরকার গোরা। তিনি তার বক্তব্যে, এই পরিষদে যুক্ত শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া সকল বক্তাই সংখালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে পাইকগাছা উপজেলা ঐক্য পরিষদ, পাইকগাছা পৌরসভা ঐক্য পরিষদ এবং পাইকগাছা
পৌরসভা ছাত্র যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটি ::

পাইকগাছা উপজালা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ::
সভাপতি- রতন কুমার ভদ্র; সাধারণ সম্পাদক- জগদীশ রায়।

পাইকগাছা পৌরসভা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ::
সভাপতি- শিবু প্রসাদ সরকার; সাধারণ সম্পাদক- সুভাষ সানা (মহীম)।

পাইকগাছা
পৌরসভা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদ ::
সভাপতি- পার্থ প্রতিম চত্রুবর্তী; সাধারণ সম্পাদক- নন্দ গোপাল সরকার।


এর আগে অঞ্জন কুমার মন্ডল’কে আহ্বায়ক ও মৃণাল কান্তি বাছাড়’কে সদস্য সচিব করে পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গত ৪ জুলাই শুক্রবার কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন পন্ড হয়ে যায়। ওই দিন আলোচনা সভা শুরুর এক পর্যায়ে কর্তৃত্ব, নেতৃত্ব ও কাউন্সিলরদের নাম নিয়ে বিতর্ক শুরু হলে সভাস্থলে হট্রোগোলের সৃষ্টি হয়।

এ সময় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ মুহূর্তে জেলা সভাপতি অমিয় সরকার গোরা সম্মেলন স্থগিত করে রতন কুমার ভদ্র’কে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষনা দিয়ে আগামী এক মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনা দেন।

বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৯৬তম জন্মদিন আজ। এই প্রথমবার তাকে ছাড়াই তার জন্মদিন পালন করছে বিশ্ব। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বছরের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মারা যান তিনি। 

ম্যান্ডেলা শুধু দক্ষিণ আফ্রিকারই নেতা নন। তিনি সারাবিশ্বের মানুষের নেতা। তার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে বিশ্ব। বিশ্বব্যাপী শোক ও স্মৃতিচারণার মধ্য দিয়ে পালিত হচ্ছে পালিত হচ্ছে দিনটি। তার কারণ একটাই। ম্যান্ডেলা আজ আর আমাদের মাঝে নেই।
 

১৯১৮ সালের ১৮ জুলাই ম্যান্ডেলার জন্ম। দেশের মানুষ গোত্রীয় নাম ‘মাদিবা‘ বলেই ডাকতো তাঁকে। জাতির পিতা হিসেবে ‘তাতা‘ নামেও ডাকা হতো।

বর্ণবাদবিরোধী আন্দোলনে ম্যান্ডেলার ৬৭ বছরের সম্মানে ৬৭ মিনিট দাতব্য ও স্বেচ্ছাসেবাধর্মী কাজে ব্যয় করার কর্মসূচি পালন করা হবে জোহানেসবার্গে। দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে দাতব্য অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে। 


উল্লেখ্য, ২৭ বছরের কারাজীবন শেষে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ম্যান্ডেলাকে মুক্তি দেয় তৎকালীন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার। এরপর ১৯৯৪ সালের নির্বাচনে জয় পেয়ে ইতিহাসে নাম লেখান নেলসন ম্যান্ডেলা।

১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। এক মেয়াদে ক্ষমতায় থাকার পরই ১৯৯৫ সালে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নেন। অবসরের পর জনসেবামূলক কাজে নিয়োজিত ছিলেন তিনি।

২০০৯ সালের নভেম্বর মাসে নেলসন ম্যান্ডেলার সম্মানে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে "নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস" উদযাপনের ঘোষণা করে। ২০১০ খ্রিষ্টাব্দের ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিনে সর্বপ্রথম এই আন্তর্জাতিক দিবস পালিত হয়।

Lets Have Fun !

প্রথমে পড়িলাম গ্রামীণফোন এর খপ্পরে। আমারে কইলো, কাছে থাকুন। থাকলাম কাছে। একটু পর কয়, চলো বহুদুর। গেলাম বহুদুর। যাইতে যাইতে সন্ধা হয়ে গেলো। অন্ধকার, আমি বললাম আলো দরকার.. আলো কই ??

এরি মধ্যে রবি আইয়া কইলো, জ্বলে উঠুন আপন শক্তি তে !! আমি কইলাম এইটা কেমনে সম্ভব?? এইটা তো বেসম্ভব বেপার।

এর মধ্যে বাংলালিংক আইসা কয়, আলো এখন আর বাংলালিংক দামে পাওয়া যায়না। আমি বুঝলাম, আর সম্ভব নাহ, দিলাম দৌড় !!

সামনে আইসা দেখি আটকা পইরা গেলাম। ভাবতাছি কি করি?? এর মদ্ধে টেলিটক আইয়া পরলো। আমারে কয়, বাধঁ ভেঙে দাও। রবি আবার কানে কম শুনে। হেয় শুনছে দাত ভেঙে দাও। মারলো সিরাম জোরে এক ঘুসি, টেলিটক এর মুখে!!

আমি দিলাম আরো জোরে দৌড়। বাসায় গিয়া দেখি সবাই ঘুমায়। কেউ দরজা খুললো না।

শেষমেশ বাংলালিংক আইসা কইলো, আপনারর ফিরে আসার গুরুত্ব আর কেউ না দিলেও আমরা দেই। আহেন আমগো লগে.....

তালায় বোমা বিস্ফোরণে স্কুল ছাত্রী আহত

সাতক্ষীরার তালায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে মিম (১১) নামের এক স্কুল ছাত্রী মারাত্মক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তালা উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

মারাত্মক আহতাবস্থায় মিমকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে জালালপুর গ্রামের মৃত রুহুল আমিন গাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, মিম সকালে বাড়ির উঠানে একটি জর্দ্দার কৌটা দেখতে পেয়ে তা উঠাতে যায়। এসময় কৌটাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে শিশু মিম। তার আহাজারিতে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। মিমের শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্রিন্টারে ক্ষত-বিক্ষত হয়।

তালা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা বাড়ির উঠানে বোমাটি ফেলে রেখে যায়। জদ্দার কৌটা ভেবে শিশু মিম তা উঠাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রবল জোয়ারের পানিতে পাইকগাছা পৌর এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

পূর্ণিমার প্রভাবে নদীর জোয়ারের পানি উপচে পড়ে ও বৃষ্টির পানিতে পৌর এলাকাসহ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন পোল্ডারের প্রায় চার কিলোমিটার ওয়াপদা বেড়িবাঁধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।


জানা গেছে, পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে গত ৪/৫ দিন যাবৎ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পাইকগাছা পৌর সদরসহ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নদীতে জোয়ারের সময় পৌর শহরের গাঘেষা শিবসা নদীর পানিতে তলিয়ে যাচ্ছে বাজার এলাকা। ফলে পৌর বাজারের ক্রেতা-বিক্রেতারা রয়েছেন সীমাহীন দুর্ভোগের মধ্যে।

এদিকে সামান্য বৃষ্টিতেই পৌর শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পৌর এলাকার পানি নিষ্কাশনের পথ সরকারি খাস খালগুলিতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পৌরসভার ৪, ৫, ৬, ৭ ও ৯ নং ওয়ার্ডস্থ বাতিখালী, সরল ও শিববাটী এলাকা প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়।

শুধু বাঁধ দিয়ে মাছ চাষ নয়, সরকারি খাস খালগুলি জবরদখল করে বসতবাড়িও নির্মান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভারী বৃষ্টি শুরু হওয়ার আগেই এসব খাস খালগুলি দখল মুক্ত করার ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।

এদিকে উপজেলার লতা ইউনিয়নের পুতুলখালী গ্রামের গুনোখালী নদীর ভেঙ্গে যাওয়া ওয়াপদা ভেড়িবাঁধ স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে বলে জানা গেছে।

সূত্রমতে, ১০/১২ পোল্ডারস্থ উপজেলার গড়ুইখালী ইউনিয়নের কুমখালী, হড্ডা, লস্কর ইউনিয়নের আলমতলা ও বাইনতলা, ২৩নং পোল্ডারস্থ সোলাদানা ইউনিয়নের আমুরকাটা ও সোনাখালী এবং ১৬নং পোল্ডারস্থ গদাইপুর ইউনিয়নের হিতামপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার ওয়াপদা ভেড়িবাঁধ মারত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ সকল ভেড়িবাঁধ মেরামতের ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা শহিদুল্লাহ মজুমদার উপজেলার অভ্যন্তরীণ প্রায় ৪ কিলোমিটার ওয়াপদা ভেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে শিকার করে সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় এখনই মেরামত বা সংস্কার করা সম্ভব হচ্ছেনা।