Friday, June 13, 2014

সিক্ত কর হে বৃষ্টি…. !

পাইকগাছাতে ফের দেখা মিলল স্বস্তির বৃষ্টির ! ঝড়ো হাওয়া আর রিমঝিম বৃষ্টি ! রাত সাড়ে ৯টার দিকে ৫ মিনিটের ঝড় তারপর শুরু হল বৃষ্টি।

আজ পবিত্র শবে বরাত

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা !


আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত৷ শবে বরাত অর্থ সৌভাগ্যের রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। 

ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র এই রাতে নামাজ, ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে বিগত জীবনের ভুল-ভ্রান্তি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ পরিহার করে শুদ্ধ-সুন্দর জীবন প্রার্থনা করেন৷

হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালন করে মুসলিম উম্মাহ৷ এই শাবান মাসের পরেই আসে পবিত্র রমজান৷ তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে।

শবে বরাত উপলক্ষে নামাজ, ইবাদত-বন্দেগির পাশাপাশি মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ বিশেষ খাবার রান্না করা হয়৷ এ উপলক্ষে অনেকে রোজা রাখেন৷ দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে ::

মধ্য-শাবান হচ্ছে আরবী শা'বান মাসের ১৫ তারিখ, যা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে শবে বরাত বা শব-ই-বরাত (شب برات) নামে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। তবে ইসলামে শবে বরাতের গ্রহণযোগ্যতা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মাঝে মতপার্থক্য আছে। কেউ কেউ এই দিনটিকে বিশেষভাবে পালনকে বিদ্‌আত মনে করেন।

এই বিশেষ রাতের ব্যাপারে কুরআনে তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে, সিয়াহ সিত্তাহ বা বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থের কোনো কোনো হাদিসে এই রাতের বিশেষত্ব নির্দেশক হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থেও এই রাতের বিশেষত্বের উল্লেখ পাওয়া যায়।

এই রাতের কথা ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদিসে পাওয়া যায়, ঐ হাদিস মতে, এক রাতে আয়েশা [রা.] ঘুম থেকে উঠে পড়লেন কিন্তু হযরত মুহাম্মদ [স.] বিছানায় দেখতে পেলেন না। তিনি মহানবীকে [স.] খুঁজতে বের হলেন এবং তাঁকে জান্নাতুল বাকি কবরস্থানে দেখতে পেলেন। মহানবী [স.] বললেন, ১৫ শাবানের রাতে আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং [আরবের] কালব্‌ উপজাতির ছাগলের গায়ের পশমের থেকে বেশি লোককে কৃতকর্মের জন্য ক্ষমা করেন।

উল্লেখ্য, সেসময় কালব্ গোত্র ছাগল পালনে প্রসিদ্ধ ছিল এবং তাদের প্রচুর ছাগল ছিল। এই হাদিসের নিচে ইমাম তিরমিযী উল্লেখ করেন, "হযরত আবু বকরও [রা.] এরূপ হাদিস বর্ণনা করেছেন বলে জানা যায়। আমি (ইমাম তিরমিয়ী) শুনেছি ইমাম বুখারীকে [র.] বলতে এই হাদিসের বর্ণনাকারীদের মাঝে একজন জায়েফ (দূর্বল বা কম গ্রহণযোগ্য) ছিলেন।" এর ভিত্তিতে বলা হয়, এই হাদিসটি সম্পুর্ণরূপে গ্রহণযোগ্য না হলেও মিথ্যা নয়। এটি সত্য হবার সম্ভবনা আছে। ফিকাহ্‌ বিশারদদের মতে জায়েফ‌ হাদিস যদি কুর'আন পরিপন্থী না হয় তবে তা মানা যায়।

অন্যান্য নাম ::


লাইলাতুল বরাত।
লাইলাতুল দোয়া।
ইরান ও আফগানিস্তানে নিম শা'বান।
আরবী ভাষাভাষীর বলে নিসফ্ শা'বান।
মালয় ভাষাভাষীর বলে নিসফু শা'বান।
তুর্কি ভাষাভাষীর বলে বিরাত কান্দিলি।
ভারতীয় উপমহাদেশে বলা হয় শবে বরাত।

পাইকগাছা অস্ত্র, গুলি ও বনদস্যু’সহ একাধিক মামলার ৪ আসামী আটক

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, বনদস্যু’সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলার সাজা ও ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই রোকন উদ্দিন ডিবি পুলিশের সহায়তায় বৃহস্পতিবার গভীর রাতে গড়ইখালী ইউপি’র আমিরপুর গ্রাম থেকে শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলিমের বাড়ীর পাশ্ববর্তী একটি খড়ের গাদা থেকে একটি দেশে তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে, যার নং-২৫।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে রাড়ুলী ইউপি’র ভবানীপুর গ্রামের হোসেন গাজীর পুত্র হাফিজুর গাজী, দেলুটি ইউপি’র মধুখালী থেকে দসরাত সরদারের পুত্র নিখিল সরদারও কপিলমুনির কাশিমনগর থেকে আমিন উদ্দিন মোড়লকে আটক করেছে।

ওসি সিকদার আককাছ আলী জানিয়েছেন আটককৃতরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

শিববাটী ব্রিজ, পাইকগাছা

পাইকগাছায় যুবককে আহত করে দুই লাখ টাকা ছিনতাই

পাইকগাছা উপজেলার রাড়ূলী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আরিজ মোল্লা (২৪) কে প্রথমে পাইকগাছা ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ূলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকণ্ঠপুর গ্রামের জনৈক কবীর মোল্লার পুত্র সাতক্ষীরা সিটি কলেজে অধ্যায়নরত আরিজ মোল্লা তাদের ঘেরের মাছ বিক্রির প্রায় দুই লাখ টাকা ব্যাংকে রাখার জন্য পাইকগাছা সদরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।

পথিমধ্যে একই গ্রামের দুষ্কৃতিকারীরা মটরসাইকেলযোগে এসে আরিজ মোল্লাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।

গুরুতর আহত আবস্থায় আরিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে খুলনায় প্রেরণ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গদাইপুর ইউপি সচিবের বিরুদ্ধে নানা অভিযোগ

পাইকগাছার ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব ইমরার হোসেন নিয়মিত অফিস না করায় ইউনিয়নের জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে গদাইপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য রেজুলেশন করে জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পাইকগাছা নির্বাহী অফিসার’সহ বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন।

সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের সচিব ইমরান হোসেন ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সপ্তাহে একদিন আবার কোন সপ্তাহে মোটেও অফিসে আসেন না। এতে অফিসের কার্যক্রম মারাত্মক বিঘ্নিত হচ্ছে। তার অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে না।

ফলে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়িত ভোগান্তির শিকার হচ্ছেন। ওয়ারেশ কায়েম, নাগরিক সনদ, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সনদপত্র নিতে এসে জনগণ হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়নবাসী জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয় দিয়ে শুরু

দারুণ এক জয় নিয়েই ‘হেক্সা’ মিশন শুরু করল ব্রাজিল। সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের জোড়া গোলে ৩-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারাল স্কলারির দল।

ম্যাচের ১১ মিনিটেই গোল ! তাও আবার ব্রাজিলের জালে ! মার্সেলের আত্মঘাতী গোলে ম্যাচের ১১ মিনিটে গোল খেল ব্রাজিল ! ২৭ মিনিটে মডরিচকে ফাউল করে এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ড দেখলেন সেলেসাওদের বড় ভরসা নেইমার !

কার্ড দেখে যেন আরও চাঙা হয়ে উঠলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। ঠিক এর দুই মিনিট পরেই নেইমারের গোলেই সমতায় ফিরল ব্রাজিল।

৬৯ মিনিটে ডি-বক্সে ফ্রেডকে ফাউল করে বসলেন দেয়ান লোভরেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দিলেন রেফারি ইউয়ুচি নিশিমুরা। পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন নেইমার।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে অস্কারের গোলে চূড়ান্ত স্কোরলাইন দাঁড়াল—ব্রাজিল ৩:১ ক্রোয়েশিয়া।