Friday, May 31, 2013

বিদ্যুৎতের মেইন তার ছিড়ে স্পৃষ্ট হয়ে গৃহবধু মারাত্মক আহত

পাইকগাছায় শুক্রবার দুপুরে সরলস্থ হাসপাতাল রোডে বিদ্যুতের মেইন তার ছিড়ে পড়ে এক গৃহবধু আহত ও একটি ছাগল মারাগেছে। সুত্রমতে-পাইকগাছা উপজেলার বিদ্যুৎ এর নাজুক অবস্থা ও সরবরাহ নিয়ে ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। একটু ঝড় বৃষ্টিতেই দিনের পর দিন বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে সরলস্থ হাসপাতাল রোডে বিদ্যুতের মেইন তার ছিড়ে পড়লে নিচে অবস্থানরত গৃহবধু কুলসুম (৩৬) এর বাম হাত স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পাশেই অবস্থারত একটি ছাগল স্পৃষ্ট হলে ঘটনাস্থলে ছাগলটি মারা যায়।

এলাকাবাসী জানায় যদি ঘটনার সময় বেশি লোকের চলাচল থাকতো তাহলে আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো। অবিলম্বে বিদ্যুতের নাজুক অবস্থা দূর করার জন্য এলাকাবাসী জোর দাবী জানায়।

পাইকগাছায় ৪ দিনের ভারী বর্ষনে শতাধিক কাঁচা-ঘরবাড়ি বিধস্ত

নিম্নচাপের প্রভাবে টানা ঝড়োহাওয়া ও ৪ দিনের ভারী বর্ষনে পাইকগাছায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিধস্ত হয়েছে শতাধিক কাঁচাঘরবাড়ি, অসংখ্য চিংড়ী ঘের ভেসে ও হাজার হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।

সুত্রমতে, সম্প্রতি বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিনত হলে এর প্রভাবে গত মঙ্গলবার হতে শুক্রবার পর্যন্ত ৪দিনের টানা ভারী বর্ষন ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৪দিন কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। উপজেলার গড়ইখালীর বাইনবাড়ী, কুমখালী ও হোগলারচক এলাকায় প্রায় শতাধিক কাঁচাঘরবাড়ি বিধস্ত, অসংখ্য চিংড়ী ঘের ভেসে ও ফসলী জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান।

অপরদিকে দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক, হরিনখোলা, কালিনগর, শহীদখালী, গোপিপাগলা, সেনেরবেড়, হাটবাড়ি, বিগরদানা, দূর্গাপুর ও ফুলবাড়ি এলাকার হাজার হাজার হেক্টর ফসলী জমি তলিয়ে তিল, ডাল, শষা, মিষ্টিকুমড়া ও তরমুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান। এছাড়াও পৌর সদরসহ চাঁদখালী, রাড়ুলী, গদাইপুর, হরিঢালী, কপিলমুনি এলাকার নিচু এলাকা তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সবিমিলিয়েই ৪দিনের ভারী বর্ষনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

কপিলমুনিতে টানা বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, কর্মহীন মানুষ

জৈষ্ঠ মাসের তীব্র দাবদাহের মধ্যে গত কয়েকদিনের টানা বর্ষনে কর্মহীন হয়ে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, স্কুল, মৎস্যঘেরসহ ফসলি জমি। এতেকরে কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থেকে থেকে বৃষ্টি আর মৃদু হাওয়া বইছিল এলাকাজুড়ে। তবে আবহাওয়ার এমন বৈরীতা সম্পর্কে বিশ্লেষকদের প্রাথমিক ধারণা যে পরিবেশ বিপর্যয়ের ফলে এমনটি সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আবহাওয়ার নিন্মচাপের ফলে গত এক সপ্তাহ ধরে খুলনার পাইকগাছা উপজেলার সর্বত্র থেকে থেকে হালকা বৃষ্টি ও মৃদু হাওয়া বইতে শুরু করে। এরপর গত দু’দিন যাবৎ মাঝারী থেকে ভারী বর্ষন শুরু হয়। এতেকরে উপজেলার সর্বত্র পুকুর, ডোবা, খালবিল, জলাশয়, এমনকি রাস্তাঘাট তলিয়ে গিয়ে একাকার হয়ে যায়। উপজেলার গুরুত্বপূর্ন বানিজ্যিক উপশহর কপিলমুনি এর ব্যাতিক্রম ঘটেনি। এমতাবস্থায় এলাকার অনেক স্কুল ও ফসলিজমি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির কারনে কৃষকের বোরো ধান এখনও পর্যন্ত জমিতে পড়ে আছে। সাদাসোনা খ্যাত চিংড়ি ঘেরের অবস্থা একই রকম। মৎস্য ঘেরের বাধ ছেপে সর্বত্র একাকার হয়ে গেছে। এদিকে বিরামহীন বৃষ্টির কারনে কাজে বের হতে পারেনি নিন্ম আয়ের মানুষ। একপ্রকার কর্মহীন হয়ে পড়েছে সকল পেশাজীবি মানুষ। সারাদিন বৃষ্টি আর বৃষ্টির মধ্যে বেরুবার চেষ্টা করেও আটকে পড়তে হয়েছে অনেকবার। এমনি অবস্থায় আবহাওয়ার বৈরীতা নিয়ে বিশ্লেষকদের ধারনা এ বছর আগাম বৃষ্টিপাত শুরু হয়েছে। যে কারনে ভরা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা অনেক বেশী। তবে ধারনা করা হচ্ছে, আগাম বৃষ্টিপাতের ফলে ভরা মৌসুমে বৃষ্টিপাত না হওয়ার আশংকা রয়েছে। যা আমন ধান উৎপাদনের উপর প্রভাব পড়তে পারে!

Thursday, May 30, 2013

নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে পাইকগাছায় দিনভর ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দূর্বল বেঁড়িবাঁধ উপচে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে নিম্ন চাপের প্রভাবে মংলা সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী এলাকায় ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে।

সুত্রমতে, বঙ্গপোসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি ঘনিভূত হয়ে গভীর নিম্নচাপে পরিনত হলে এর প্রভাবে বুধবার সকাল থেকে বিরামহীনভাবে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিপাকে পড়ে শ্রমজীবী মানুষেরা।

এদিকে নিম্নচাপের প্রভাবে শিবসা কপোতাক্ষসহ উপজেলার নদনদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানের দূর্বল বেঁড়িবাঁধ উপচে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হতে পারে বলে আশংকা হচ্ছে। নদীর পানি আর মাত্র ২ এক ফুট বৃদ্ধি পেলেই ওয়াপদার বাইরের নদীর চরের কয়েকশ চিংড়ী ঘের ভেসে যেতে পারে বলে এলাকাবাসীরা জানান।

পাইকগাছায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপহার হিসাবে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ইসলামী ব্যাংক ভবনে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আব্দুস সালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২য় কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য পরিবারের ১৪৩ জন মেধাবী শিক্ষার্থী প্রত্যেকে নগদ ১৩০ টাকা ও একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়।


পাইকগাছার অভিভাবকহীন ইউনিয়নের নাম ১নং হরিঢালী

পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১নং হরিঢালী এখন অভিভাবকহীন। ইউপি চেয়ারম্যান এস এম রফিক উদ্দিন অসুস্থজনিত কারনে পদত্যাগ করায় দীর্ঘদিন অভিভাবকশুন্য হয়ে পড়েছে উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নটি। ফলে পরিষদ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ কাজে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ইউনিয়নে উপনির্বাচন জরুরী বলে মনে করেন বিজ্ঞ মহল। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ২০১১ সালের মার্চে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার গুরুত্বপূর্ণ ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যানপদে নির্বাচিন হন এস এম রফিক উদ্দিন।

এরপর পরিষদ সংশ্লিষ্ট সকল কার্যক্রম এগিয়ে চললেও বিভিন্ন সময় ইউপি সদস্যদের বিতর্কিত কর্মকান্ডের কারনে নানা সমালোচনার মুখে পড়ে ইউনিয়নটি। এ সময় ইউপি চেয়ারম্যান এস এম রফিক উদ্দিনের শক্ত অবস্থানের কারনে সার্বিক বিষয় নিয়ে তেমন কোন অসুবিধা হযনি। ঘটনাক্রমে চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এরপর থেকে পরিষদ সংশ্লিষ্ট কার্যক্রম বিঘ্নিত হতে থাকে। চেয়ারম্যানের দীর্ঘ চিকিৎসার পর শারীরিকভাবে আশানুরূপ উন্নতি না হওয়ায় ইউনিয়নবাসীর কথা চিন্তা করে গত ৭ মার্চ তিনি জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমাদেন। এরপর থেকে অদ্যবধি ইউনিয়নটি অভিভাবক শুন্য হয়ে পড়েছে।

এমতাবস্থায় ইউনিয়নে বিচারপ্রার্থীসহ পরিষদ সংশ্লিষ্ট সার্বিক কার্যক্রমে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। নামমাত্র প্যানেল চেয়ারম্যান গঠন করা হলেও তাতে আশানুরূপ প্রতিফলন ঘটেনি। ইউনিয়নে চলছে ভুমি দখল আর ডিসিআর বানিজ্যের হলিখেলা। বর্তমানে কপোতাক্ষের জেগে ওঠা চর দখলে চলছে প্রতিযোগীতা। একইভাবে এ সব সরকারী সম্পত্ত্বির বন্দোবস্ত নিয়ে দলীল প্রক্রিয়ার নামে ও প্রাথমিক পর্যায় ডিসিআর এর নামে চলছে রমরমা বানিজ্য। লোপাট হচ্ছে কোটি কোটি টাকা। অথচ গুরুত্বপূর্ণ এ ইউনিয়ন দীর্ঘদিন অভিভাবক শুন্য অবস্থায় বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। ফলে একদিকে যেমন ইউনিয়নের সার্বিক আইন শৃঙ্খলা প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে পরিষদ সংশ্লিষ্ট অনেক কাজ বিঘ্নিত হওয়ার আশংকা বিরাজ করছে।

অভিজ্ঞ মহলের মতে, ইউনিয়নের ভাবমুর্তি রক্ষাসহ সার্বিক কার্যক্রম সমুন্নত রাখতে ইউনিয়নে উপনির্বাচন অতিব জরুরী। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Wednesday, May 29, 2013

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা; ৩নং সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুষ্পস্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের ৩টি সমুদ্র বন্দরকে ৩নং সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।

Tuesday, May 28, 2013

এক দফা এক দাবি ৫০ টাকায় ১ জিবি


আজীবন নিষিদ্ধ হতে পারেন আশরাফুল

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে এ বার জড়িয়ে গেল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আশরাফুলের নাম৷ বাংলাদেশের প্রিমিয়ার লিগে ১০ লাখ বাংলাদেশি টাকার বিনিময়ে ম্যাচ গড়াপেটা করবেন বলে ঢাকা গ্ল্যাডিয়েটরস মালিকের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ৷

আশরাফুলের দুর্ভাগ্য, ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং আইসিসি-র দুর্নীতি নিরোধক শাখা এই নিয়ে তদন্ত শুরু করে৷ আরও দুর্ভাগ্যের, গ্ল্যাডিয়েটরস কর্তৃপক্ষের কাছ থেকে নেয়া দশ লাখ টাকার চেক বাউন্স করে৷ টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’ আজ এই খবর দিয়েছে।

এখন যা পরিস্থিতি, ম্যাচ গড়াপেটায় ধরা পড়ার জন্য আজীবন নির্বাসিত হতে পারেন আশরাফুল৷ কারণ আইসিসি-র দুর্নীতি দমন শাখার জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি৷ মেনে নিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হারার জন্য তিনি টাকা নিয়েছিলেন৷ কমপক্ষে তিন বছরের জন্য নির্বাসন তার বাঁধা৷ অথচ একটা সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম প্রতিশ্রুতিমান ধরা হতো তাকে৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করার পরে শচিন টেন্ডুলকার পর্যন্ত তার প্রশংসা করেছিলেন৷

আইসিসি-র অফিসারদের জেরার মুখে আশরাফুল বলে দেন, প্রিমিয়ার লিগের ওই বিশেষ ম্যাচে গড়াপেটার কথা জানতেন গ্ল্যাডিয়েটরস কোচ ইয়ান পন্টও৷ দোষ স্বীকারের আগে আশরাফুলকে জানানো হয়, লন্ডনে বসে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন পন্ট৷ এবার তিনি যদি দোষ স্বীকার না করেন, কড়া শাস্তি হবে৷ মাত্র তিন বছর শাস্তি হবে প্রতিশ্রুতি পেয়েই দোষ স্বীকার করেন আশরাফুল৷ জানান, চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদও এর সঙ্গে জড়িত ছিলেন৷ মামুদ অবশ্য দাবি করেছেন, এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না এবং কখনও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন না৷

এ দিকে, ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস টিমের মালিক সেলিম চৌধুরী৷ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, 'এটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি এ ধরনের কিছু একেবারেই জানি না৷'সঙ্গে তার পাল্টা দাবি, 'যদি চেক বাউন্স করেই থাকে, তার একটি কপি নিশ্চয়ই আশরাফুলের কাছে আছে৷ ওকে সেটা দেখাতে বলা হোক৷'

শ্রীলঙ্কার মতো বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ নিয়ে বিতর্ক কম নেই৷ প্রচুর ম্যাচ সেখানে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ৷ আইসিসি-র দুনীর্তি দমন শাখা ম্যাচগুলির দিকে নজর রেখেছিল, কিন্ত্ত আশরাফুলের মতো তারকা এর সঙ্গে জড়িয়ে যাবেন, ভাবা যায়নি৷ তা-ও মাত্র দশ লাখ বাংলাদেশি টাকার বিনিময়ে ! যা নিয়ে বাংলাদেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'আইসিসি যদি তদন্ত করে, দেখা যাবে পুরো লিগটাই এভাবে চলেছে৷ তবে আশরাফুলের মতো নামী কেউ এই কাজ করবে ভাবা যায়নি৷'

আশরাফুলের নির্বাসনের মাত্রাটা কী রকম হতে পারে, তা নিয়েই এখন জল্পনা ঢাকার ক্রিকেটমহলে৷ কেউ কেউ বলছেন, তিন বছর নির্বাসন হতে পারে, আবার কারও বক্তব্য, আইসিসি কর্তারা যা-ই বলে থাকুন, শাস্তির মেয়াদ আরও কড়া হওয়ার সম্ভাবনা৷ ভারতে আইপিএলে স্পট ফিক্সিং ধরা পড়ার পরে ব্যাপারটা নিয়ে আরও কড়া হতে চাইবে আইসিসি৷ সে ক্ষেত্রে আজীবন নির্বাসনও হতে পারে আশরাফুলের৷

হরতালের সমর্থনে থানা বিএনপির দু’পক্ষের বিক্ষোভ মিছিল

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর প্রতিবাদে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে দেশব্যাপী ১৮ দলীয় জোটের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পাইকগাছা থানা বিএনপির দু’পক্ষ পৃথক পৃথকভাবে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।


পাইকগাছা পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (আরডিএ) বগুড়ার পরিচালক মাহমুদ হোসেন খান খুলনার পাইকগাছা পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার সরল দীঘির পাড়স্থ পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।


এরপর তিনি সরলস্থ বেসরকারী পর্যায়ের ওয়াটার টিটমেন্ট প্লান্ট ও নবলোক পরিষদের বাস্তবায়নাধীন রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং টিএসএফ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইরিগেশন এবং ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. লুৎফর রহমান খান, আরডিএর উপ-পরিচালক শাহিনুর ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, মাহাবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান ও জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, নবলোক পরিষদের উপজেলা ব্যবস্থাপক ডেভিট মিস্ত্রী, প্রকৌশলী শেখ ময়নুদ্দিন, সাংবাদিক আব্দুল আজিজ, বরকত আলী গাজী, লুৎফর রহমান, শিক্ষক সাঈদুর রহমান, ও আকতার গোলদার।

পাইকগাছায় মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ

পাইকগাছায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি) আওতায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত এসএম শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমান। বক্তব্য রাখেন আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম। অনুষ্ঠানে ১০ ইউনিয়নের ১০ সিআইজি মৎস্য চাষী গ্র“পকে বেড়জাল প্রদান করা হয়।

পাইকগাছায় প্রাথমিক শিক্ষার প্রশিক্ষন ও সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের (২য় পর্যায়) প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা।


উপজেলা শিক্ষা অফিসার আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আ’লীগ নেতা আনোয়ার ইকবল মন্টু, বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, সাংবাদিক তৃপ্তিরঞ্জন সেন, গাজী বেলাল উদ্দিন ও শিক্ষক জয়াদাশ।


সুশীলনের এমআর রোধ প্রকল্পের দু’দিনের প্রশিক্ষন সম্পন্ন

পাইকগাছায় সুশীলনের নিরাপদ মাতৃত্ব অনাকাঙ্খিত গর্ভধারণ ও অননিরাপদ এমআর রোধ প্রকল্পের দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে। নেদারল্যান্ড দূতাবাসের সহায়তায় সোম ও মঙ্গলবার সুশীলন পাইকগাছা কেন্দ্রে দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রকল্প সমন্বয়কারী নাদিয়া আফরিন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ১০ জন কিশোরকে প্রশিক্ষন প্রদান করা হয়।

পাইকগাছায় ২৫০ মিটার কাঁচা রাস্তার কারণে জনসাধারন দুর্ভোগে

মাত্র ২৫০ মিটার কাঁচা (মাটির) রাস্তার কারণে হাজার-হাজার জনসাধারনের চলাচলের ক্ষেত্রে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার রাড়ূলী ইউনিয়নের সাথে পাইকগাছা সদরের সড়ক যোগাযোগের জন্য কমপে ১০ কিলোমিটার রাস্তা ও একটি নদী পার হতে হচ্ছে। শুধু ভোগান্তিই নয় অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নদী পারাপারে অনেকটা ঝুঁকিও থেকে যায় বলে এলাকাবাসীর অভিযোগ।

এলাকাবাসী জানায়, উপজেলার চাঁদখালী-রাড়ুলী ইউনিয়ন সীমান্ত কাঁটাখালী মরানদীর উপর আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে নির্মিত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠলেও প্রায় আড়াইশ মিটার রাস্তা কাঁচার কারণে বর্ষা মৌসুমে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বর্ষায় মাটির রাস্তাটুকুতে হাটু কাঁদা হবার ফলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন এলাকাবাসি ।

জানা যায়, কাঁটাখালী হয়ে সাতীরার বুধহাটা, আশাশুনি তথা সাতীরা জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ অত্যন্ত সহজ হওয়ায় অল্প দিনেই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন হাজার-হাজার যাত্রী সাধারণসহ অসংখ্যা ব্যবসায়ী মহল তাদের মালামাল যানবাহনযোগে আনানেয়া করছে স্বল্প খরচে। তবে সাম্প্রতিককালের সামান্য বর্ষাতেই কাঁটাখালী বাজার থেকে শ্রীকণ্ঠপুর পর্যন্ত মাত্র অর্ধ কিলোমিটারেরও কম মাটির রাস্তায় হাটু কাঁদার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ায় প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে বোয়ালিয়া-রাড়ূলী খেয়া পার হয়ে সংশ্লিষ্টদের যাতায়াত করতে হচ্ছে। এদিকে বোয়ালিয়া খেয়াঘাটের পশ্চিম পাড়ে পাঁকা ঘাট না থাকায় বিশেষ করে নদীতে ভাটার সময় পারাপার হতে যে অবর্ণনীয় দুর্ভোগ তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

অত্র রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, অত্র এলাকাবাসীসহ দুর-দুরন্ত থেকে হাজারো জনসাধারণ চলাচল করে থাকে কাঁটাখালীর এ পথ দিয়ে। শুধু তাই না জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের বাসভবন রাড়ুলী গ্রামে হওয়ায় প্রতি বছরের দু’টি (জন্ম ও মৃত্যু বার্ষিকী) দিনে জেলা প্রশাসকসহ দেশ-বিদেশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট জনেরা রাড়ূলীতে হাজির হয়ে থাকেন। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় এ যাবতকাল বোয়ালিয়া খেয়াঘাট পর্যন্ত এসে সেখানে গাড়ি রেখে ট্রলারযোগে নদী পার হয়ে ভ্যান বা মটরসাইকেলযোগে স্যার রায়ের বাসভবনে পৌছাতে হত। মাঝেমধ্যে ওই সকল কর্মকর্তাগণ প্রায় ১০০ কিলোমিটার ঘুরে সাতক্ষীরা-বুধহাটা হয়ে রাড়ুলী পৌছাতেন। চেয়ারম্যান আরও বলেন কাঁটাখালী মরা নদীর ওপর আড়াআড়ি বাঁধ দেয়ায় প্রাইভেট, মাইক্রো, পিকআপ এমনকি মিনিবাসও সরাসরি চলাচলের সুযোগ হয়েছিল। কিন্তু বিপত্তিটা ঘটেছে সামন্য মাটির রাস্তা বর্ষায়। তিনি বলেন, একাধিকবার উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছি। তবে কর্তৃপ অদ্যবধি বিষয়টি আমলে না নেয়ায় জনসাধারণের দুর্ভোগ রয়েই গেছে।

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপরে হামলায় দু’সহোদরসহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর আহত বারিক গাজী (২৭) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতাকাল রোববার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস

নানা আয়োজনে মঙ্গলবার পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি এসব সমস্যা প্রতিরোধ করার প্রত্যয়ে শুরু হয়েছিল ‘নিরাপদ মাতৃত্ব দিবস’। যার মূল উদ্দেশ্য নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা। এ বছরের দিসবটির প্রতিপাদ্য বিষয় ‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’। মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, এ বছরও যথাযোগ্য মর্যাদায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে।


বুধবার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২৯ মে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৮ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন ১ উপজেলা ৫ থানা ও ২ পৌরসভা

নাটোর জেলার সদর উপজেলার নলডাঙ্গা থানাকে উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে পৌরসভা প্রতিষ্ঠার অনুমোদনসহ পাঁচটি থানার অনুমোদন দিয়েছে নিকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি নিকারের ১০৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বলেন, “নিকারের ১০৮তম সভায় নাটোর জেলার সদর উপজেলাধীন নলডাঙ্গা থানাকে উপজেলায় উন্নিত করা হয়েছে। নতুন এই উপজেলায় একটি পৌরসভা, পাঁচটি ইউনিয়ন রয়েছে। এর আয়তন ১৭৬.০২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে এক লাখ ২৯ হাজার ৩০৪ জন।”

তিনি জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন কাজির হাট পুলিশ তদন্ত কেন্দ্রকে ও পাবনা জেলার বেড়া থানাধীন আমিনপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নিত করা হয়েছে।

এছাড়া খুলনা মহানগরে নতুন তিনটি থানা করা হয়েছে যা ‘লবন চোরা থানা’ এর আয়তন ১৭.১১ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে তিন লাখ। ‘আড়ং ঘাটা থানা’ এর আয়তন ১৮.১৩ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে আড়াই লাখ।

এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি থানা স্থাপন করা হবে যার নাম এখনো নির্ধারণ করা হয়নি।

Monday, May 27, 2013

পৌর-প্রতিরক্ষা বাঁধ উপচে বাজার ও আশপাশ এলাকা প্লাবিত

পুর্ণিমার অস্বাভাবিক জোয়ারে পাইকগাছার পৌর-প্রতিরক্ষা বাঁধ উপচে বাজার ও তার আশপাশ এলাকা প্লাবিত হয়েছে। উৎকন্ঠায় পড়েছে পৌরসভা বাজারের ব্যবসায়ীমহল সহ স্থানীয় বাসিন্দারা। আগামী দু’একদিন পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুরে পুর্ণিমার জোয়ারে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে তা পৌর-প্রতিরক্ষা বাঁধ উপচে কাঁচা বাজার, কাঁকড়া মার্কেট, চাউলের পট্রি সহ একাধিক অলি গলি, এমনকি বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া মেইন সড়কেও হাঁটু পরিমান পানি জমে। এ সময় ব্যাবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। ভোগান্তি বাড়ে ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের। বেলা ২ টার পর থেকে পানি সরতে শুরু করে। অভিজ্ঞ জনেরা জানিয়েছেন সৃষ্টি নিম্ন চাপের কারনে এবং নদ নদী ভরাট হয়ে যাওয়ার কারনে অস্বভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এমনকি আগামী দু’একদিন এ পানি আরো বৃদ্ধি পাবে বলে তারা ধারনা করছেন।

স্থানীয়রা এবং বাজার ব্যবসায়ীরা অতি দ্রুত পৌর শহর প্রতিরা বাঁধ সম্প্রসারন ও উঁচু করার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্তৃপরে নিকট। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, পৌর-প্রতিরক্ষা বাঁধ উঁচু ও সম্প্রসারন করার জন্য মন্ত্রণালয়ে জোর চেষ্ঠা করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্র এ কাজ করা সম্ভব হবে।

পাইকগাছায় টার্মিনালের অভাবে জনভোগান্তি চরমে

পাইকগাছায় সড়ক ও জনপদ বিভাগের প্রধান সড়কটি বাসমালিকরা টার্মিনাল হিসাবে ব্যবহার করায় প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ও জনভোগান্তি বেড়েই চলেছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোররাতে একটি মালবাহী ট্রাক সড়কের উপর রাখা বাস অতিক্রম করার সময় খাদে পড়ে যায়। টার্মিনাল না থাকায় অনেকটা বাধ্য হয়েই সড়ক ব্যবহার করতে হচ্ছে বলে বাস মালিকরা জানিয়েছেন।

সুত্রমতে, উপজেলার পাইকগাছা-খুলনা রুটে ১২৪, কয়রা রুটে ৪৪, বেতবুনিয়া রুটে ৩০ এবং অমিট ১২৪ সহ খুলনা বিভাগীয় বাস মালিক সমিতির ৩২২টি মিনিবাস রয়েছে। বাসগুলো পার্কিং করার জন্য নেই তেমন কোন টার্মিনাল।   
 
তৎকালীন উপজেলা চেয়ারম্যান এ্যাড. সম. বাবর আলী ১৯৮৬-৮৭ সালের দিকে উপজেলা পরিষদের পাশেই দেড় বিঘা জায়গার উপর বাসস্টান্ড তৈরী করেন। গত প্রায় ৩ দশকে অসংখ্য গাড়ী বৃদ্ধি পেলেও টার্মিনাল কিংবা স্ট্যান্ডের জায়গা সম্প্রসারণ করা হয়নি। ফলে বাস মালিক ও শ্রমিকরা টেলিফোন অফিস হতে আসিফ ফিলিং স্টেশন পর্যন্ত প্রায় ১ কিলোমিটার প্রধান সড়কের অর্ধেক জায়গা জুড়ে সারিবদ্ধভাবে টার্মিনাল হিসাবে ব্যবহার করায় যাতায়াতে চরম ভোগান্তি পেতে হয়।

পাশাপাশি অন্যান্য যানবাহন অতিক্রম করার সময় হয় খাদে পড়ে যায়, না হয় দূর্ঘটনার শিকার হয়। গত কয়েকমাসে এ ধরনের কয়েকটি দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৩ টার দিকে খুলনা মেট্রো-ট-১১০৩৩৭ নম্বর চাউলবাহী ট্রাক স্থানীয় শাপলা ক্লিনিকের সামনে পার্কিং করা বাস অতিক্রম করার সময় খাদে পড়ে গিয়ে উল্টে যায়।

জন ভোগান্তির কথা জেনেও জায়গা স্বল্পতার কারনে অনেকটা বাধ্য হয়ে সড়কের উপর বাস রাখতে হচ্ছে বলে বাসমালিক সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান।

বিষয়টি বারবার মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত এমনকি মাসিক আইনশৃংঙ্খলা সভায় একাধিকবার উপস্থাপন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিলেও বাস্তবায়নে কোন উদ্যোগ নেয়নি বলে তিনি জানান। বিকল্প একটি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পৌরমেয়র সে

পাইকগাছায় শিশু অধিকার সংরক্ষন ফোরামের মতবিনিময় সভা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান কাগজী মন্ত্রণালয়ের গৃহিত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন নারী ও শিশু নির্যাতন বন্ধে ও সুরক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ ঢাকার ৩টিসহ দেশের ৬টি শিশু বিকাশ কেন্দ্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শিশু উন্নয়নে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে দেশের অনাথ ও পথশিশুদের থাকা-খাওয়া, শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদনের সু-ব্যবস্থা করেছেন বলে তিনি জানান।


তিনি এলাকার নারী ও শিশু উন্নয়নে সর্বাত্মক সহযোগিতাসহ কর্মজীবী শিশুদের জন্য মন্ত্রণালয় হতে প্রকাশিত বঙ্গবন্ধু শিশু গ্রন্থসহ বিভিন্ন বই, পুস্তক প্রদানের আশ্বাস দেন। তিনি সোমবার সকালে প্রদীপন পাইকগাছা কেন্দ্রে শিশু অধিকার সংরক্ষন ও সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পৌরসভায় শিখন ও বিনোদন কেন্দ্র স্থাপন, বাজেটে শিশুদের জন্য বরাদ্দ, বাল্য বিবাহ বন্ধ ও শিশুমেলা উদযাপনসহ ফোরাম এবং এনএসএ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে ও এনএনএসএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল-আল নূর পাভেলের পরিচালায় সভায় বক্তব্য রাখেন এ্যাড. এফএমএ রাজ্জাক, এ্যাড. মোজাফফার হাসান, এ্যাড. সেলিনা আক্তার, প্রভাষক আবু রাসেল কাগজী, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, শিক্ষক শ্রদ্ধা রাণী সরকার, উদয় শংকর রায়, শফিয়ার রহমান ও রাজু আহমেদ।

পাইকগাছায় বিপাকে তরমুজ চাষীরা

পাইকগাছায় চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও ঘন ঘন হরতাল, অতিরিক্ত বৃষ্টিপাত, বিক্রয়মূল্য কম ও চাহিদা না থাকায় বিপাকে পড়েছে তরমুজ চাষীরা। সম্প্রতি ‘ঘুর্ণিঝড়ের প্রভাব ও অতিরিক্ত বৃষ্টিপাতে পানি জমে প্রায় ৩০ শতাংশ তরমুজ নষ্ঠ হয়েছে বলে চাষীরা জানান।

সুত্রমতে, উপজেলার দেলুটি ও গড়ইখালীতে ১৮৫ হেক্টর জমিতে ভিক্টর সুপার, ওয়াল্ড পেইন, চাইনিজ হাইব্রিড ও ওয়াল্ড কুইনসহ কয়েকটি উন্নত জাতের তরমুজের আবাদ হয়েছে। বাম্পার ফলন হলেও মৌসুমের শেষদিকে এসে ঘন ঘন হরতাল, অতিরিক্ত বৃষ্টিপাত ও বাজারে চাহিদা না থাকায় তরমুজ নিয়ে বিপাকে পড়েছে ৪ শতাধিক কৃষক।

দেলুটি ২২ নং পোল্ডারের কৃষক তারাপদ মন্ডল জানান চলতি বছর তিনি ৮ বিঘা জমিতে তরমুজের আবাদ করছেন হেক্টর প্রতি ৪৫ টন উৎপাদন হলেও ঘন ঘন হরতালের কারনে বিগত বছরের তুলনায় পাইকারী ক্রেতা কম থাকায় সময়মত তরমুজ বিক্রি করতে পারেনি। অপরদিকে সম্প্রতি ঘুর্নিঝড়ের প্রভাব ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে প্রায় ৩০ শতাংশ তরমুজ ক্ষেতে নষ্ঠ হয়ে যাচ্ছে।

পাটনিখালী গ্রামের তোফাজ্জেল ঢালী জানান অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় তরমুজ এখন গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। চলতি বছর প্রত্যেকটি তরমুজ চাষীকে চরম লোকসান দিতে হবে বলে তিনি জানান। খুচরা ব্যবসায়ী পরিমল জানান বিগত বছরের তুলনায় কেজি প্রতি ৫ টাকা কমে বিক্রি করা হলেও তেমন কোন ক্রেতা নেইবলে তিনি জানান। উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা জানান-গরমের সময় তরমুজের চাহিদা একটু বেশি থাকে, চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চাহিদা কমে যাওয়ার কারনে বাজার মূল্য কম হওয়ায় অন্যতম কারন বলে তিনি জানান। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১০ হেক্টর জমির তরমুজ ফসল নষ্ঠ হয়েছে বলে তিনি জানান।

পাইকগাছায় হরতালে পিকআপ ভাংচুর; নিস্ক্রিয় বিএনপি নেতাকর্মীরা

পাইকগাছায় বিক্ষিপ্ত ভাংচুরের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে হরতালের শুরুতেই খুলনা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-ট-১১-০০২২ নং একটি পিকআপ বোয়ালিয়া মোড় নামকস্থানে পৌছালে জামায়াত-শিবির সমর্থিত পিকেটাররা ইট, পাটকেল ছুড়ে পিকআপটি ভাংচুর করে।

এসময় পিকআপের ভিতরে থাকা মাছ ব্যবসায়ী সুমন আহমেদ ইটের আঘাতে সামান্য আহত হয় বলে চালক সোহরাব হোসেন জানান। এর আগে খুব ভোরে জামায়াত-শিবিরের অর্ধশত নেতাকর্মী কোট মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে দ্রুত গতিতে টিএন্ডটি অফিসের সামনে গিয়ে শেষ করে। হরতালে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি, সকালের দিকে দোকানপাট কিছুটা বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ দোকনপাট খুলে রাখে। অফিস আদালতের উপস্থিতি ও ব্যাংক, বীমার লেনদেন ছিল স্বাভাবিক। এবারের হরতালে ১৮ দলীয় জোটের প্রধান বিএনপি’র বিবাদমান দু’গ্র“পের নেতাকর্মীরা ছিল অনেকটাই নিস্ক্রিয়। স্থানীয় পরিবহন চত্ত্বর ও কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে কিছু নেতাকর্মীকে বসে থাকাছাড়া তেমনকোন তৎপরতা চোখে পড়েনি। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোতায়েন করা হয় পুলিশ।

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা আদায়

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নগদ সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় ও ফরমালিনযুক্ত ৩ মন আম বিনষ্ট করেছে। শনিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার গদাইপুরের রুস্তম আলীর ফরমালিন মেশানোর অভিযোগে ৩মন আম জব্দ পূর্বক বিনষ্ট এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 


এরপর নতুন বাজার শংকর ঘোষের নিকট হতে ৫শ, কনক অধিকারী ৫শ, স্বপন বিশ্বাস ৫শ, মা বেকারী ১ হাজার, মুক্তর সেট পাইকগাছা বাসস্ট্যান্ড ৫শ, কনক ঘোষ ৫শ টাকা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, পেশকার দিপংকর মন্ডল।

Monday, May 13, 2013

মঙ্গলবার ফের হরতাল জামায়াতের

আগামী মঙ্গলবার সারাদেশে ফের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে, জামায়াতের সিনিয়র নায়েবে আমির একে এম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল করবে বলেও জানানো হয়।

এদিকে জামায়াতের এই হরতালের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী বুধ ও বৃহস্পতিবার টানা দু’দিনের হরতাল জুড়ে দিতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া যাচ্ছে।

বিদেশ সফর শেষে সংবর্ধিত পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর

১০ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার পর খুলনার পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরকে সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী। উল্লেখ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসাবে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর গত ২৮ এপ্রিল ১০ দিনের সরকারি সফরের মালেয়েশিয়া ও ভিয়েতনাম গমন করেন। 

সফলভাবে সফর সম্পন্ন শেষে তিনি রোববার সকালে এলাকায় পৌছানোর পর স্থানীয় সরল দীঘির পাড়ে সরল খাঁ স্মৃতি সংঘ ও ১,২,৩ নং ওয়ার্ডবাসী গণসংবর্ধনার আয়োজন করে। কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংবর্ধিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। লুৎফর রহমান ও মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, ইদ্রিস আলী গাজী, শেখ মাহাবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, কবিতা রাণী দাশ ও জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, নূর আলী গাজী, আহম্মদ আলী গোলদার।

পাইকগাছায় সুন্দরবনের চোরাকারবারী সাজাপ্রাপ্ত আসামী আটক

পাইকগাছায় থানাপুলিশ অভিযান চালিয়ে সুন্দরবনের চোরাকারবারী সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের মইদুল গাজীর পুত্র মিজান গাজী (৪০)।
 

থানা পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের মইদুল গাজীর পুত্র মিজান গাজী (৪০)’র বিরুদ্ধে এ পর্যন্ত বন আইনে ৭টি মামলা রয়েছে। যার মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খুলনা আদালত ১ এ দায়ের করা সিআর ৩৫২/১০ দায়ের করা মামলায় ইতোমধ্যে ১ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দায়ের করা অন্যান্য মামলাগুলো হচ্ছে ৩৫২/১০, ৪৮১/১০, ৪৩/১১, ৪৬/১১, ১৩৭/১১, ১৯২/১১। ঘটনার দিন রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন শান্তা বাজার থেকে তাকে আটক করেন বলে থানার এএসআই গোবিন্দ শর্মা জানান।

পাইকগাছায় ব্র্যাকের মাঠদিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের শষ্য কর্তন ও মাঠ দিবস রোববার সকালে উপজেলার রাড়ুলীতে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাহার আলী। বক্তব্য রাখেন সিনিয়র এ্যগ্রোনমিষ্ট হাফিজুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার আকাইদ হোসেন, ফিরোজ আলী, গোলজার রহমান, মনিটরিং কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষক সৈয়দ আলী শেখ, গৌতম দত্ত, সাহানারা বেগম ও ফাহিমা বেগম। অনুষ্ঠানে ৭৬ জন আমন্ত্রিত প্রতিবেশি কৃষককে ২০০ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে রাড়ুলী ব্লকের ৩৩.১০ একর আবাদকৃত হাইব্রিড শক্তি-২ জাতের ধানের কর্তনশেষে একর প্রতি ৭৭ মন (শুকনা) উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়।


Sunday, May 12, 2013

চোখের পানি আটকাতে পারলাম না !


শেফমুফিক-এর শিক্ষার্থীদের পাইকগাছা লোনা পানি কেন্দ্র পরিদর্শন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভূক্ত জামালপুর মেলান্দহ’র শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের শিক্ষার্থীদের ৭দিন শিক্ষা সফরের অংশ হিসাবে গত দু’দিন বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটের খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন করেছেন। 

সংশ্লিষ্ট কলেজের ফিসারিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আব্দুস ছাত্তার এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ ফরহাদ আলী’র নেতৃত্বে লেভেল-২ সেমিষ্টার-১ এর ৪০ জন শিক্ষার্থী সফরে অংশ নেয়। যারমধ্যে ২৩ জন ছাত্র ও ১৭ ছাত্রী রয়েছে। সফরকারীরা গত শনি ও রবিবার কেন্দ্রের অভ্যন্তরীন চিংড়ী গবেষনা ও বিভিন্ন চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং আশপাশ এলাকার চিংড়ী খামার ও চিংড়ী বিপনন কেন্দ্র পরিদর্শন করেন। সফরকারীরা শনিবার রাতে চিংড়ী গবেষনা কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে বাগেরহাট রওনা দেন।

গত দু’দিনের সফরে কিভাবে চিংড়ী চাষ করলে উৎপাদন বৃদ্ধি হয় এবং কিভাবে মার্কেটিং করলে চিংড়ীর গুনগতমান বজায় থাকে এসব নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন বলে শিক্ষার্থী কানিজ ফারজানা জানান।

মা তোমারে কত্ত ভালোবাসি !!!

"মা তোমারে কত্ত ভালোবাসি, তোমারে ছাড়া থাকতে পারি না, তোমার সাথে অনেক রাগ করি, ক্ষমা করে দিও ...... লাভ ইউ মম !!"- গভীর মনোযোগ দিয়ে এই ইশট্যাটাসটা টাইপ করছিলো ছেলেটা .... হঠাৎ রুমে মায়ের আগমন .... অতঃপর ....

"ভাত খাইতে ডাকতেছি না আধা ঘন্টা ধরে ? সারাদিন এইটা নিয়া বসে থাকিস ক্যান ? করিস টা কী হ্যা ?"

"ধুরু !! সারাদিন বকো ক্যান ? তুমি এগুলার বুঝবাটা কি হ্যা ? খাব না ভাত ! নিজের কাজ করো গিয়ে ! যাও !!"

দুম করে দরজা লাগিয়ে দেয় ছেলেটা !!

তারপর স্ট্যাটাসটা লেখা শেষ করে পোস্ট দেয় .... বাহ !! কত্ত লাইক !!

... ... ...

মায়ের প্রতি ভালোবাসাটা যেন শুধুই ফেইসবুক কেন্দ্রিক না হয়- এই কামনাই করি !!

আর "বৃদ্ধাশ্রম" শব্দটাকে নিশ্চিহ্ন করে দিতে চাই ... সম্ভব না ?? ... অবশ্যই সম্ভব !!

পৃথিবীর সকল "মা" কে সালাম জানাই !!"

পাগলে পাগল চেনে, **রে চেনে কচু !!!

মঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বক্তৃতা দিচ্ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি ! মঞ্চে দৌঁড়ে উঠলেন ফুলবাড়িয়ার আলোচিত গোল্লা পাগল (৪২)। ঝাপটে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পা। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি !
 
এ সময় পাগল তাঁকে বললেন, ‘আমার খাস জমি চাই।’ পরক্ষণে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার বিকাল সাড়ে চারটায় ফুলবাড়িয়া থানার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এ অবাক কাণ্ড ঘটে।

এ ঘটনা দেখে অনুষ্ঠানের অন্য অতিথিরাও প্রশ্ন তুললেন, এতো নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এ পাগল মঞ্চে উঠলো কীভাবে? বিস্ময়ভরা চোখে সবাই যখন এ বিষয়টি দেখছিলেন ঠিক তখনই দৌঁড়ে এলো পুলিশ। জোরপূর্বক পাগলকে নিয়ে গেল থানা হাজতে !

তিন নম্বর সতর্কতা

▣ উপকূলের দিকে মহাসেন, তিন নম্বর সতর্কতা।

লিঙ্ক: http://www.banglanews24.com/detailsnews.php?nssl=2973f1684e595e492618ed29cd6a708c&nttl=12052013195663

Saturday, May 11, 2013

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহাসেন’

বাংলাদেশের উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। ভারত মহাসাগরের একটি বিশাল অঞ্চলে অস্থির আবহাওয়া কারণে চলতি সপ্তাহে দুটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটি বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্ব, শ্রীলঙ্কার পূর্ব, মিয়ানমারে আঘাত হানতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার বাংলাদেশের উপকূল অঞ্চলে এ ভয়াবহ ঘূর্ণিঝড় দুটি আঘাত হানতে পারে। 

শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘণীভূত হয়ে আরো সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শনিবার সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮'শ ৬০ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭'শ ৭০ কি.মি. দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮'শ ৮৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি.-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগরে মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।

কপিলমুনিতে দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা

কপিলমুনিতে দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে চুরি করতে আসা অপরিচিত ও বহিরাগত দু’যুবক। শনিবার বেলা ১২টার দিকে বাজার সংলগ্ন হাসপাতালের পিছনে মুজাফ্ফারের বাসায় এ ঘটনা ঘটে। জানাগেছে, এদিন ঘটনার সময় বাড়িতে কেহ না থাকায় পাইকগাছা বাসষ্টান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা রুস্তম হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (২৩) ও মুরোলগঞ্জ থানার মুক্তার খানের পুত্র রুবেল (২০) নামের দু চোর মোজাফ্ফারের বাড়িতে ঢুকে মালামাল চুরি করছিল। এ ঘটনা দেখে রাস্তায় কাজকরা শ্রমীকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় এলাকাবাসী তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সপর্দ করেছে। উল্লেখ্য কপিলমুনিসহ আশপাশ এলাকায় দিনদুপুরে চুরি সংঘটিত হচ্ছে। তা’ছাড়া অত্র এলাকায় ছিচকে চোরের উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে।


কপিলমুনি হাসপাতাল পরিদর্শন করলেন সিভিল সার্জন

কপিলমুনি হাসপাতাল পরিদর্শনে আসলেন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টায় খুলনা সিভিল সার্জন ডাঃ গোলাম মোর্তজা শিকদার, খুলনা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা হাসপাতালটির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী শাহরিয়ার হাসান মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, টি, এইচ, এ আবুল ফজল, অধ্যক্ষ শহর আলী গাজী, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, যুগল কিশোর দে, হাসপাতালের কর্তব্যরত ডাঃ এম কে হক রানা, আনন্দ মোহন বিশ্বাস, শেখ ইকবল হোসেন খোকন। পরে হাসপাতাল এর বিভিন্ন ফ্লর ঘুরে দেখেন। এ সময় দ্বীতল ভবনের মহিলা ওয়ার্ড, ডাক্তারসহ কর্তব্যরত নার্সদের কোয়ার্টার সমুহ পরিত্যাক্ত ঘোষনা করা হয়।


পাইকগাছায় সুশীলনের জলবায়ু সহনশীল প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে জলবায়ূ সহনশীল বিকল্প আয় বর্ধনমূলক কর্মসংস্থানের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ধামরাইল মাধ্যমিক বিদ্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও ওয়ার্ল্ড কনসার্ন ওয়াইড এর অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম মিজানুর রহমান, সুশীলনের উপজেলা ব্যবস্থাপক ছফুরা খাতুন ও বিএম আমিনুর রহমান। কর্মশালায় চাঁদখালীন ইউনিয়নের ১০ জন সুন্দরবন পেশাজীবী অংশগ্রহন করেন।

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার সকাল ১১ টায় ষোলআনা ব্যবসায়ী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি গাজী সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম বাবুল আকতার ও আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তুপ্তি রঞ্জন সেন, দপ্তর সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সাহিত্য সম্পাদক বি,সরকার, নির্বাহী সদস্য আব্দুল মজিদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএম মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএ গফুর, হাফিজুর রহমান রিন্টু, আলাউদ্দিন রাজা, নজরুল ইসলাম। সভায় প্রেসক্লাবের নামে ব্যাংক হিসাব খোলা, বর্তমান পরিষদের মেয়াদ উর্ত্তীনের এক মাস পূর্বে নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়

ভারত মহাসাগরের একটি বিশাল অঞ্চলে অস্থির আবহাওয়া কারণে চলতি সপ্তাহে দুটি উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটি বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্ব, শ্রীলঙ্কার পূর্ব, মিয়ানমারে আঘাত হানতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার বাংলাদেশ উপকূলে ঘূণিঝড়ের এ আঘাত আসতে পারে। এতে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে।




পাইকগাছায় ঝুকিপূর্ণ কপোতাক্ষ মার্কেট

পাইকগাছায় বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ ছিদ্র হয়ে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কপোতাক্ষ মার্কেট। বর্তমান ভবনে অর্ধশত ব্যবসায়ী প্রতিষ্ঠান ও পাঞ্জেগানা মসজিদ রয়েছে। গত আড়াই দশকে ভবনের কোন সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। যেকোন মুহুর্তে ভবনটি ধসে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি ও প্রাণ হানির আশঙ্খা করা হচ্ছে।

সূত্র মতে, উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে ১০ শতক জায়গার উপর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের অর্থে ১৯৯০ সালে নির্মাণ করা হয় কপোতাক্ষ মার্কেট। শুরুতেই ৫০ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করা হলেও পরবর্তীতে তৃতীয় তলায় নির্মাণ করা হয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়, পাঞ্জেগানা মসজিদ ও থানা বিএনপির দলীয় কার্যালয়। মার্কেটটি নির্মাণের পর হতে গত আড়াই দশকেও কোন ব্যবসায়ী ভবনের সংস্কার করেনি। ফলে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এমনকি ছাদের বিভিন্ন অংশ সম্পূর্ণ ছিদ্র হয়ে গেছে। বিশেষ করে, দ্বিতল ভবনের যাতায়াতের পথের বিশাল অংশ ধসে পড়ায় যে কোন মহুর্তে ব্যবসায়ী কিংবা ক্রেতারা নিচে পড়ে গিয়ে হতাহত সহ বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংখা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের জরুরী বৈঠক আহবান করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে ব্যবসায়ী নেতা আব্দুল খালেক জানান।

পাইকগাছায় এরশাদ কাপের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত

পাইকগাছায় পল্লী বন্ধু এরশাদ কাপ ফুটবল টূর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরুর পূর্বে সাভার ট্রাজেডিতে নিহতদের স্মরনে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এবং চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে তালার সেন্টমেরি স্পোটিং ক্লাব ও গদাইপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে ৩-১ গোলের ব্যবধানে তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব জয়লাভ করে।

এসময় উপস্থিত ছিল সুন্দরবন স্পোটিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর জাপার সদস্য সচিব গাজী শহীদুল ইসলাম খোকন, বিএনপি নেতা সরদার মিজানুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, সাবেক কৃতি খেলোয়ার আব্দুস সালাম কেরু, আব্দুস সালাম। সার্বিক খেলা তত্ত্বাবধানে করে সুন্দরবন স্পোটিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, সহযোগী মাসুদুর রহমান। ধারাভাষ্যকার ছিলেন-নুরুজ্জামান টিটু, মোঃ জাহাঙ্গীর আলম, আফজাল হোসেন।

Friday, May 10, 2013

'রেশমা' উদ্ধার

অবশেষে উদ্ধার হলেন 'রেশমা'। সৃষ্টিকর্তার অলৌকিকতায় বিজ্ঞানও হার মানে !

BUT, মুন্নী সাহা এখনো অনুভূতিতেই আটকে আছে !
ওরে কেও ওকে একটু সরা.... ও যেন কিছুতেই রেশমা কে প্রশ্ন করতে না পারে,
'রেশমা, আপনার অনুভূতি কি?'

১৭ দিন পর ধ্বংসস্তূপে ‘জীবিত’ এক নারী

সাভারের ধ্বংসস্তুপে একজন জীবিতের সন্ধান পওয়া গেছে। ১৭ দিন পরে। এই জীবিত ব্যক্তির উদ্ধার হলে তা হবে উদ্ধারকারীদের জন্যে সবচেয়ে বড় পুরস্কার, এই পুরস্কার তাঁদের প্রাপ্য। মেয়েটির নাম রেশমি, রেশমি হোক এক অভূতপূর্ব জীবনী শক্তির নাম। উদ্ধারকারীদের আগাম অভিনন্দন, ধন্যবাদ।

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

বাংলাদেশ সময় ভোররাত ৩টা ২৫ মিনিট ৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে সকাল ৯টা ২৫ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় সূর্যগ্রহণ বাংলাদেশ সময় ভোর ৪টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে সকাল ৮টা ১৭ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে।


রোববার সারা দেশে জামায়াতের হরতাল

দলের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আগামী রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

যশোর বোর্ড সেরা খুলনা জিলা স্কুল; জিপিএ-৫ পেয়েছে ৯,০৮৬ জন

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ৯২ দশমিক ৬২। গত বছরের তুলনায় পাশের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৬। গত বছর পাশের হার ছিল ৮৭ দশমিক ১৬। এবার এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৮৬ জন। এর মধ্যে ৫ হাজার ১৬১ জন ছেলে ও ৩ হাজার ৯২৫ জন মেয়ে। এবছর পরীক্ষায় এক লাখ ১৮ হাজার ২৯৩ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৯ হাজার ৫৫৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৫৫ হাজার ৮৪৪ জন ও মেয়ে ৫৩ হাজার ৭১৫ জন। যশোর শিক্ষা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে খুলনা জিলা স্কুল।

এছাড়া খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল দ্বিতীয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ তৃতীয়, খুলনা সরকারি করনেশন গার্লস হাই স্কুল চতুর্থ ও কুষ্টিয়া জিলা স্কুল পঞ্চম স্থান অধিকার করেছে। এছাড়া খুলনা সদরের ফাতেমা হাই স্কুল ষষ্ঠ, যশোর পুলিশ লাইন স্কুল সপ্তম, খুলনা সদরের ইকবালনগর গার্লস হাই স্কুল অষ্টম, খুলনার ফুলতলার ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল নবম ও যশোর দাউদ পাবলিক স্কুল দশম স্থানে রয়েছে।

ফলাফলের ভিত্তিতে বোর্ড প্রকাশিত সেরা ২০ এর মধ্যে খুলনার ১০টি, যশোরের ৫টি, কুষ্টিয়ার ৩টি এবং ঝিনাইদহ ও সাতক্ষীরার ১টি করে স্কুল রয়েছে। ফলাফলে সামান্য ব্যবধানে ( পয়েন্ট ২১) ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৯২ দশমিক ৭২ ও মেয়েদের হার ৯২ দশমিক ৫১।

রায় সাহেবের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা

কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা মহাপুরুষ রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ১২৫তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করেন। কর্মসুচি অনুযায়ী এ দিন সকাল ৭টায় রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সুধী সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন এবং সকাল ১০টায় কৃতি ছাত্রছাত্রীর অভিভাবকদের সংবর্ধনা ও আলোচনাসভা।

আলোচনাসভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। সবশেষে মিষ্টি বিতারণ করা হয়।

রবিবারের হরতাল প্রত্যাহার করলো হেফাজতে ইসলাম

সারাদেশে ডাকা আগামী রবিবারের হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। রোববারের ডাকা হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার আসরের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী দারুল মঈনুল-উলুম মাদরাসায় হেফাজতের এক বৈঠকে হরতাল স্থগিতের সিদ্ধান্ত হয়। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর একান্ত সহকারী মুনির আহমেদ হরতাল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সংগঠনের মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি ও যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে নিহতদের সন্ধান দাবিতে এ কর্মসূচি দেয়া হয়েছিল। চট্টগ্রামের হাটহাজারী দারুল মঈনুল-উলুম মাদরাসার মহাপরিচালক ও হেফাজতের আমির শাহ আহমদ শফী এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

বজ্রপাতে নিহত ১, আহত ১০, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী বিধস্ত

পাইকগাছা বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। এছাড়াও ঘূর্নিঝড়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি বসতবাড়ী বিধস্তসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার রাত ১২টার পরে ঘূর্নিঝড় আঘাত হানলে লন্ডভন্ড হয়ে যায়। ঘড়বাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বোরো ফসল ও মৌসুমি ফলের। বজ্রপাতে চিংড়ী ঘেরের বাসায় ঘুমিয়ে থাকাবস্থায় নিহত হয় শ্রীকন্ঠপুর গ্রামের নবু মোড়লের পুত্র আব্দুল বারিক মোড়ল (৪২)। আহত হয় কাটাবুনিয় গ্রামের কওছার সরদারের পুত্র সিদ্দিক সরদার, আনছার সরদারের পুত্র মানিক সরদার, জামাল সরদারের পুত্র সোবহান সরদার, গোলজার সরদারের পুত্র হাসান সরদার, কওছার সরদারের পুত্র রেজাউল ইসলাম, গজালিয়া গ্রামের ছবুর সরদারের পুত্র ইকবল হোসেন, এহসান সরদারের পুত্র ইকবল সরদার। এছাড়াও ঘূর্নিঝড়ে বিধস্ত হয় শাহাপাড়া মাদ্রাসা, গড়েরডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাটাবুনিয়া গ্রামের কমপক্ষে ২০টি বসতবাড়ি। ঘূর্নিঝড় প্রবল বেগে আঘাত আনার ফলে বুধবার রাত সাড়ে ১১টার পর হতে বহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা উপজেলা।

Thursday, May 9, 2013

পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের SSC রেজাল্ট-২০১৩

পাশের হার: ৯৯.০৩, মোট পরীক্ষার্থী: ১০৩, কৃতকার্য: ১০২, অকৃতকার্য: ১

সর্বমোট: A+: ১৭, A: ৫৯, A-: ‌১৭, B: ৭, C: ২, D: ০, F: ১


পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের SSC রেজাল্ট-২০১৩

পাশের হার: ৯৮.৯২, মোট পরীক্ষার্থী: ৯৩, কৃতকার্য: ৯২, অকৃতকার্য: ১

সর্বমোট: A+: ২২, A: ৫১, A-: ‌১৪, B: ১, C: ৪, D: ০, F: ১

পা.স.উ.বি. SSC রেজাল্ট-২০১৩

পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের SSC রেজাল্ট-২০১৩ 

►পাশের হার: ৯৮.৯২ 
►মোট পরীক্ষার্থী: ৯৩
►কৃতকার্য: ৯২
►অকৃতকার্য: ১

▣ সর্বমোট:
A+: ২২
A: ৫১
A-: ‌১৪
B: ১
C: ৪
D: ০
F: ১

▣ বিজ্ঞান বিভাগ: ২৬
A+: ১৯
A : ৭

▣ বানিজ্য বিভাগ: ৪১
A+: ০
A: ৩১
A-: ৬
B: ০
C: ৪

▣ মানবিক বিভাগ: ২৬
A+: ৩
A: ১৩
A-: ৮
B: ১
F: ১

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যার অপেক্ষায় ছিলেন সারা দেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আটটি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফল হস্তান্তর করেন।

প্রকাশিত ফলে মোট ৮ শিক্ষাবোর্ডে পাসের গড় হার ৮৯.০৩। জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন।

রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৯৪.০৩ ও ঢাকা বোর্ডে সর্বনিম্ন ৮৭. ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর বাইরে সিলেট বোর্ডে ৮৮. ৯৬, চট্টগ্রাম বোর্ডে ৮৮.০৪, কুমিল্লা বোর্ডে ৯০.৪১, বরিশাল বোর্ডে ৮৮.৬৩, যশোর বোর্ডে ৯২.৬২ ও দিনাজপুর বোর্ডে ৯০.৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৩১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.১৩।

▣ এসএসসি রেজাল্ট-২০১৩

রেজাল্ট দেখতে নিন্মোক্ত লিঙ্কে ভিজিট করুন.......

http://www.educationboardresults.gov.bd/

এই সাইট লোডের কারনে ভিজিট করা সম্ভব না হলে এই দুইটি প্রক্সি সাইটে ট্রাই করে দেখুন:
১. http://sscresult2.eu01.aws.af.cm/lite/index.php
২. http://sscresult.aws.af.cm/lite/index.php

এ ছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে। ফল জানতে ইংরেজিতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে (১৬২২২) নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই প্রত্যাশিত নম্বরের ফল জানা যাবে।

সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা !!!
আজ প্রকাশিত হবে SSC-১৩ পরীক্ষার রেজাল্ট। কেউ প্রত্যাশিত রেজাল্ট না পেলে হতাশ হবেন না, বাজে কিছু করে ফেলবেন না ভাই।

এইটা শেষ পর্যন্ত একটা ইঁদুর দৌড়ই, কিন্তু জীবন না। জীবনটা আরো অনেক বড় কিছু। আকাশের চাইতেও গভীর আর সুবিশাল তার ব্যাপ্তি। ধৈর্য এই সময়ে সব চাইতে বড় শক্তি। দেখবেন শেষ পর্যন্ত কোন না কোন অর্জন থাকবেই, জীবন কাউকেই খালি হাতে ফেরায় না।

পাইকগাছায় ১৮ দলের ডাকা প্রথম দিনের হরতাল পালিত

পাইকগাছায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং-এর মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা প্রথম দিনের হরতাল পালিত হয়েছে। হরতালে বুধবার সকালে থানা বিএনপির নেতাকর্মীরা কপোতাক্ষ মার্কেট এলাকায় পিকেটিং করে।


পাইকগাছায় ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দক্ষিণ সলুয়ায় ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা। বক্তব্য রাখেন, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের হিসাব কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার পাল, প্রোগ্রাম অর্গানাইজার গোলজার রহমান, রিনা আক্তার, ফিল্ড অর্গানাইজার ফিরোজ আলী, টেকনিক্যাল এ্যাসিসট্যান্ট আকাইদ হোসেন, তন্ময় মন্ডল, কৃষক সুবীর দাশ, সঞ্জয় দাশ ও দেবব্রত ঘোষ।


অনুষ্ঠানে ৪৬জন আমন্ত্রিত প্রতিবেশী কৃষককে প্রত্যেকে ২শ টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ১৪৭.৭৫ একর জমিতে চলতি বোরো মৌসুমে আবাদকৃত হাইব্রিড শক্তি-২ জাতের ধান কর্তন শেষে একর প্রতি ১১৬ মণ উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়।

কপিলমুনিতে হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত

১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে খুলনার কপিলমুনিতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকালে জেলা ছাত্র দলের নেতা তহিদুজ্জামান মুকুলের নের্তৃত্বে বাজারের প্রাধান সড়কে মিছিল বের হয়। পরে ছাত্র দলের নেতৃবৃন্দ প্রধান সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ দিন সকালে দোকান পাট আংশিক বন্ধ ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে অনেক দোকান খুলতে দেখাযায়। এছাড়া দুরপাল্লার কোন যানবহন চলাচল করতে দেখা যায়নি । তবে ভাড়ায় চালিত মটর সাইকেল, নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি, ইজিবাইক চলতে দেখাগেছে।

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ; ১৫ লাখ টাকার ক্ষতি

পাইকগাছায় একটি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাগুরা দেলুটী মৌজায় খুলনার বিনয় কৃষ্ণ মন্ডলের ৬০ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘের রয়েছে। চিংড়ি ঘেরটি ২০১২ সাল পর্যন্ত বিগত ১০ বছর ধরে স্থানীয় আবুল হোসেন নামে এক ব্যক্তি করে আসছিল। ২০১৩ সাল হতে জমির মালিক সাফা সাহেবের নিকট হতে বিনয় কৃষ্ণ মন্ডল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছে। ঘটনার দিন গত ৫ মে গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করলে ঘেরের সমস্ত মাছ মারা যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক বিনয় কৃষ্ণ মন্ডল জানান। বিষয়টি খতিয়ে দেখছেন বলে থানা পুলিশ জানান।

Wednesday, May 8, 2013

চির নূতনেরে দিল ডাক, ২৫শে বৈশাখ !

আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী। Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।

এসএসসির ফল বৃহস্পতিবারই

১৮ দলীয় জোটের হরতালের মধ্যেই বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এর আগে ৯ই মে ফল প্রকাশের ঘোষণা দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।

এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এ বছর সারা দেশের ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৩ ফেব্রুয়ারি থেকে দেশের দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামী রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম

মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে ১২ই মে রোববার সারাদেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। একইসঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালেও সমর্থন দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজত।

রায় সাহেব বিনোদ বিহারী সাধুর জন্মজয়ন্তী পালনে ব্যাপক কর্মসুচি

কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা ক্ষনজন্মা মহাপুরুষ স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১২৫তম জম্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬শে বৈশাখ ১৪২০ বঙ্গাব্দ, ৯ই মে ২০১৩ বৃহস্পতিবার বিদ্যামন্দির প্রাঙ্গনে পালিত হবে এ কর্মসুচি। কর্মসুচির মধ্যে সকাল ৯টায় রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯.১৫ মিনিটে শোভাযাত্রা, সকাল ১০টায় আলোচনানুষ্ঠানে অতিথিবৃন্দের আসন গ্রহন, সকাল ১০টা ১৫ মিনিটে রায় সাহেবের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা।

উক্ত আলোচনানুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের সভাপতি খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, উপজেলা নির্বাহি অফিসার কাজী আতিয়ুর রহমান, কপিলমুনি কলেজ অধ্যক্ষ শহর আলী গাজী।

এরপর সকাল ১১.৩০ মিনিটে কৃতি শিক্ষর্থী ও তাদের অভিভাবকদিগকে সংবর্ধনা ও পুরস্কার বিতারণ এবং সবশেষে মিষ্টান্ন বিতারণ। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলক শুভানুধ্যায়ী ও অভিভাবকদের উপস্থিতি কামনা করেন।

তরমুজের সমারহ; কৃষক ও দোকানীদের মুখে হাসি !

তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণীকুল তাই তৃষ্ণা মেটাতে তরমুজের যেন জুড়ি নেই। খুলনার সর্ববৃহৎ বানিজ্যিক মোকাম পাইকগাছার কপিলমুনিতে তরমুজের সমারহ শুধু দৃষ্টিনন্দনই নয় বরং তৃষ্ণা মেটাতে সব বয়সের মানুষ ছুটছেন তরমুজ হাটা খ্যাত মসজিদ চত্ত্বরে। এ বছর তরমুজের ফলন ভাল হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। দামেও ক্রেতাদের নাগালে রয়েছে। ফলে চাহিদা যেমন রয়েছে তেমনই সরবরাহ রয়েছে অনেক বেশি। এ বছর দক্ষিনাঞ্চলে তরমুজের চাষ হয়েছে অনেক বেশি, ফলনও ভাল। কম খরচে অধিক মুনাফা লাভের কারনে কৃষকরা ঝুকে পড়েছেন তরমুজ চাষে। লোনা এলাকার তরমুজ অধিক মিষ্টি ও বেশি লালচে হয়ে থাকে। সে কারনে এর চাহিদাও বেশি।

জানা যায়, বাঙ্গালীর চিরচেনা এ ফলটি উত্তরাঞ্চলে উৎপাদিত হতো। আর সেখান থেকে সরবরাহ করা হতো দক্ষিনাঞ্চলের বিভিন্ন হাট বাজার গুলোয়। কিন্তু সেই তরমুজ এখন দক্ষিনাঞ্চলের চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন এলাকা এমনকি রাজধানীতে সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে প্রান্তিক চাষি কয়রা উপজেলার চান্নিরচকের মুজিবর রহমান জানান, বিশেষ করে কয়রার প্রত্যান্ত এলাকাসহ দক্ষিন পাইকগাছার অনেক জায়গায় এর চাষ হচ্ছে। বিগত দু’বছর ধরে তিনি এর চাষ করে আসছেন। গতবছর ৩ বিঘা জমিতে তরমুজ চাষ করে প্রায় ৫০ হাজার টাকা রোজগার করেন। এ বছর ৭৫ হাজার টাকার তরমুজ বিক্রি হয়েছে, তবে তার উৎপাদন বেশি হওয়ায় খুব খুশি তিনি। কপিলমুনি মসজিদ চত্ত্বরের ব্যবসায়ী জনাব আলী মোল্লা জানান দক্ষিনাঞ্চলের তরমুজ সুস্বাধু বেশি। তিনি ঐ এলাকার আমিরপুর, বানবাড়িয়া, হোগলারচক, চান্নিরচক হতে তরমুজ আমদানী ও বিক্রি করে আসছেন।

এ পেশায় নিয়োজিত নুরুল ইসলাম, তমেজ আলী, আজব আলী, আহাদুল, হামিদুল, সাত্তার, লুৎফর জানান, বছরে তরমুজ বিক্রি করে তারা জনপ্রতি মৌসুমে ৬০/৭০ হাজার টাকা উপার্জন করে থাকেন। চলতি বছর মৌসুমের শুরু থেকেই তরমুজ বিক্রির হিড়িক পড়েছে লক্ষনীয়। কাচা বাজার করতে আসা প্রত্যেক মানুষের তরমুজ চাই-ই চাই। আর তাই এলাকার প্রতিটি মানুষের কাছে রসনা তৃপ্তির অন্যতম আকর্ষণ এ তরমুজ ফল।

পাইকগাছায় হেফাজত কর্মী আটক

পাইকগাছায় ঢাকা থেকে ফেরার সময় হেফাজত কর্মী সন্দেহে পুলিশ এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে। থানা পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার গড়ইখালী গ্রামের আজম আলী মোড়লের পুত্র বাবু মোড়ল (১৮) ঘটনার দিন মঙ্গলবার ভোর ৬টার দিকে দিগন্ত পরিবহনযোগে ঢাকা থেকে ফেরার সময় বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশ বাস তল্লাশী করে তাকে আটক করে। পরে তাকে সন্দেহভাজন হিসাবে আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসআই তরিকুল ইসলাম জানান। আটক যুবক জানান সে ঢাকার আমিনবাজার ছালেহপুর কওমী মাদ্রাসার ছাত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাবের অভিযানে ২ মহিলা আটক

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে দু’মহিলাকে আটক ও ৭ গ্রাম হিরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার ইন্সপেক্টর মোঃ মোজাম্মেল হক ও র‌্যাব খুলনা-৬ এর ডিএডি ইয়াকুব আলীর নেতৃত্বে উপজেলার বান্দিকাটি গ্রামের নওয়াব আলী সরদারের কন্যা মাদক ব্যবসায়ী ঝর্না বেগম ও একই এলাকার রইজউদ্দিন গাজীর কন্যা রোজিনা বেগমের বাড়ীতে যৌথ অভিযান চালায়।

এসময় দু’মাদক ব্যবসায়ী পলাতক থাকায় ঝর্না বেগমের বাড়ী হতে ৭ গ্রাম হিরোইন উদ্ধার এবং ঝর্নার মা ছবেদা বেগম ও রান্না করার সময় প্রতিবেশি লিপি খাতুনকে আটক করে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক দু’মহিলা ও ঝর্না বেগমকে আসামী করে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে-যার নং-৯।

Tuesday, May 7, 2013

বুধ ও বৃহস্পতিবার ১৮ দলের হরতাল

আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। এ দুই দিনের প্রতিদিন সকাল ৬টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও জোট নেতাদের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, “হেফাজতে ইসলামের ওপর পুলিশের হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট এ হরতাল করবে।”

Monday, May 6, 2013

পাইকগাছায় নসিমন, করিমন বন্ধের দাবীতে শ্রমিক ধর্মঘট

পাইকগাছায় নসিমন, করিমন বন্ধের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করার মধ্য দিয়ে ধর্মঘট পালন করেছে সাধারণ শ্রমিকরা। সোমবার সকালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকরা সকাল থেকেই প্রধান সড়কের জিরো পয়েন্ট নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত শ্রমিকরা লাঠি,সোটা নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা নসিমন, করিমন, মাহেন্দ্র চালকদের ধাওয়া করে অনেককে ধরে মারপিটও করে। 


অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা দিনাজপুর-ট-৯৫৭১ নং একটি বাঁশ বোঝাই একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে। এছাড়াও কয়েকটি ইজিবাইক ও মাহেন্দ্র ভাংচুর করে। ফলে কোন যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়ে শ্রমজীবী মানুষরা। দেশের বিভিন্নস্থানে কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে অসংখ্য শ্রমজীবী মানুষকে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

উল্লেখ্য, একই দাবীতে গত রোব ও সোমবার বাস মালিক সমিতি খুলনার ১৮টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। মূল দাবী থেকে মালিক সমিতি সরে যাওয়ার অভিযোগ এনে সাধারণ শ্রমিকরা এ ধর্মঘট পালন করে বলে শ্রমিক নেতা শামছুর রহমান টুলু জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও ভাংচুরের বিষয়টি তারা অস্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যানের ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন

পাইকগাছায় ভূমি অফিসের কার্যক্রম গতিশীল ও সরকারি খাস সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে আকষ্মিকভাবে ভূমি অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। তিনি সোমবার সকাল ১০টার দিকে দপ্তর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

পাইকগাছায় কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী

পাইকগাছায় কর্মচারীর উপর হামলার ঘটনার প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় ফুঁসে উঠেছে লোনা পানি কেন্দ্রের কর্মচারীরা। আহত কর্মচারী গত ৫দিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, গত ১ মে পৌর সদরের বাতিখালী গ্রামের করিম গাজীর পুত্র জাহিদুল ইসলামের নেতৃত্বে ৩ দুর্বৃত্ত ভোর ৫টার দিকে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট লোনা পানি কেন্দ্রে জোর পূর্বক প্রবেশের চেষ্ঠা করে। এসময় কেন্দ্রের প্রধান ফটকে কর্তব্যরত ৪র্থ শ্রেণীর কর্মচারী নীলকোমল মন্ডল তাদেরকে বাধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে কর্মচারীর উপর হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে।

এ ঘটনায় থানায় অভিযোগ হলেও গত এক সপ্তাহে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি। অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে কেন্দ্রের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

Sunday, May 5, 2013

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী পৌরসভার মিষ্টি পুকুর

পাইকগাছায় সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পৌর সদরের মিষ্টি পুকুর। চলতি শুষ্ক মৌসুমে পুকুরটি শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে পৌর এলাকায়। পুকুরটি জেলা পরিষদের অধীনে থাকায় ইচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় খননের উদ্যোগ নিতে পারছে না পৌর কর্তৃপক্ষ। পৌর বাজারের শত শত হোটেল রেস্তোরা মালিক ও বসতবাড়ীর লোকদের পানির প্রধান উৎস্য পৌর সদরের এ পুকুরটি।

সুত্রমতে, সদরের পৌর পরিষদের পাশেই (মধুমিতা পার্কে) জেলা পরিষদের ১ একর আয়তনের একটি পুকুর রয়েছে। পৌর বাজারের শত শত হোটেল রেস্তোরার মালিক ও আশপাশের লোকেরা পুকুরটির পানি ব্যবহার করে প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকে। পুকুরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে হাজা-মজা পুকুরে পরিনত হয়েছে। তারপরও মানুষ প্রয়োজনের তাগিদে পুকরের পানি ব্যবহার করে থাকে। বর্তমানে পুকুরটি শুকিয়ে পানি তলদেশে চলে যাওয়ায় পানি নিয়ে মহাবিপাকে পড়েছেন পৌরবাসী। এলাকাবাসীর অভিযোগ পুকুরটি জেলা পরিষদের জায়গায় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনও ফিরে দেখে না পুকুরটি’র কি অবস্থা।

অপরদিকে ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত বলেন স্বেচ্ছাসেবী সংগঠন নবলোক পরিষদ এবং পৌরসভা যৌথভাবে পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয়। কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষ অনুমোদন না দেয়ায় সংস্কার করা সম্ভব হয়নি।

তিনি বলেন জনস্বার্থে পুকুরটি সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ জরুরী হয়ে পড়েছে। পৌরসভা ফুড হাইজিন কমিটির সদস্য আবু জাফর জানান-পুকুরটি কার অধীনে এটা বড় বিষয় নয়, হাজারো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সংস্কার প্রয়োজন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।