Friday, November 22, 2013

এক সময়ের উত্তাল কপোতাক্ষ সময়ের আবর্তনে এখন শীর্ণ খালে পরিনত হয়েছে


৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ; নিয়োগ পাচ্ছে ৮৫২৯ জন

৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন ৮ হাজার ৫২৯ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৫ হাজার ৯৫১ জনের মধ্যে এই সাড়ে আট হাজার প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, কমিশনের ওয়েবসাইটেই ফল পাওয়া যাবে।

ফলাফলের আদেশে বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ১৫ হাজার ৯৫১ জন উত্তীর্ণ হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় সবাইকে ‘ক্যাডার পদে’ নিয়োগ দেয়া যাচ্ছে না। “উত্তীর্ণদের মধ্যে যারা ‘ক্যাডার পদে’ নিয়োগ পাচ্ছেন না, পরে তাদের ‘নন-ক্যাডার’ পদে নিয়োগের চেষ্টা করা হবে। তবে এর কোনো নিশ্চয়তা পিএসসি দিচ্ছে না।”

২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সরকারের মেয়াদের একেবারে শেষ সময়ে দ্বিগুণ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হলো। এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ২৮ জুন এর ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন অংশ নেন লিখিত পরীক্ষায়। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয় গত মে ও জুন মাসে।

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেলেন’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন উপকূলের দিকে ধেয়ে আসছে। এ খবরে গোটা উপকূলীয় জনপদে বিরাজ করছে আতংক। গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিভাগের সাইক্লোন সর্তকীকরণ সেন্টার এ ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে হেলেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেনের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। বিশাল- বিশাল ঢেউ আছড়ে পড়ছে। বঙ্গোপসাগরের এ বৈরী আচরণের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছধরা ট্রালারসহ জেলেরা।

বিকেল পর্যন্ত সুন্দরবন উপকূলের কটকা, কচিখালী, হিরন পয়েন্ট ও দুবলার চর এলাকায় কয়েকশ’ ট্রলার আশ্রয় নিয়েছে বলে উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী নিশ্চত করেন। তিনি জানান, সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগরে বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়ায় ফিশিং ট্রলারগুলো টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে জেলেরা সুন্দরবনসহ উপকূলে ফিরতে শুরু করেছে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা নিয়ে গোটা উপকূলবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন ভারতের অন্ধপ্রদেশ উপকূলে আঘাত হানাতে পারে।

কয়রায় ছিনতাই মামলার আসামী আটক

কয়রায় ছিনতাই মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, থানার এসআই নাজমুল হুদা গতকাল বেলা ৩ টায় উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রাম থেকে সাবের আলী গাজীর পুত্র সহিদুল ইসলাম (৪৫) কে আটক করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।