Friday, November 8, 2013

ভারতের ইটভাটায় পাইকগাছার শ্রমিককে হত্যার অভিযোগ

পাইকগাছার রফিকুল গাজী নামে এক শ্রমিককে ভারতের ইটভাটায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থ সংক্রান্ত ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবী করলেও মৃত্যুর বিষয়টি স্থানীয় প্রশাসন এখনও নিশ্চিত করতে পারেনি। এ ঘটনার বিচার চেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা প্রতিদিন জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলার গড়ুইখালী ইউপির ফকিরাবাদ গ্রামের এরফান গাজীর ছেলে রফিকুল গাজী (৫০) ও তার স্ত্রী হেমেলাসহ ৮/১০ জন শ্রমিকসহ একই এলাকার ওহাব, তার স্ত্রী হাসিনা ও ছেলে নাজমুল দেড় মাস আগে প্রতিবেশি দেশ ভারতের কলকাতার হাওড়ার আকরঘাটা নামক সালমানের ইট ভাটায় কাজ করতে যায়।

গত শনিবার সকালে রফিকুলের মৃতদেহ দেখতে পেয়ে ইট ভাটার লোকজন তার স্ত্রী ও ভাটার কাজের ঠিকাদারকে খবর দেয়। রফিকুলের স্ত্রী হেমেলা জানান শনিবার ভোর রাতে নাজমুল তার স্বামীকে কাজের কথা বলে ডেকে নিয়ে যায় এবং সকালের দিকে স্বামীর মৃতদেহ ইট ভাটার কাঠের গুদামে ঝুলানো অবস্থায় পাওয়া যায় বলে জানান। এ ঘটনার পর ভয়ে হেমেলা ঠিকাদার কওছারের সহায়তায় গত সোমবার বৈকারী সীমান্ত পার হয়ে দেশে ফিরে এসে পরিবারের সদস্যদের নিকট সমস্ত ঘটনা খুলে বলে।

রফিকুলের ভাই শফিকুল জানান কাজের কথা বলে তার ভাই ও ভাই বৌকে একই এলাকার নাজমুল ও তার পিতা ওহাব ভারতের একটি ইট ভাটায় নিয়ে যায়।

এদিকে বিচারের আশায় মৃত্যের বৃদ্ধ ভাই শফিকুল গাজী, বাকরুদ্ধ স্ত্রী হেমেলা, ছেলে হাফিজুর সহ পরিবারের লোকজন প্রতিদিন জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত না করে কিছু বলা সম্ভব নয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

এ আই এন প্রকল্পের পরিবেশবান্ধব চিংড়ী চাষ পদ্ধতির সফলতা

চিংড়ী শিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও বর্তমানে তা ক্ষতির সম্মুখীন। এ শিল্পকে বাঁচাতে এবং মানসম্মত চিংড়ী উৎপাদন করার লক্ষ্যে ইউএসএআইডি এর অর্থায়নে ওয়াল্ড ফিস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত অ্যাকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন (এআইএন) প্রকল্প। 

২০১২ সাল থেকে ঘেরে পরিবেশবান্ধব চিংড়ীচাষ ও পাড়ে সবজি চাষ ব্যবস্থাপনার পাইকগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বৈদ্যনাথ ধরের পুত্র পরিতোষ ধর বিগত বছর গুলোতে চিংড়ী চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়।

তিনি কৃষ্ণনগর গ্রামের চিংড়ী চাষীদের সাথে সদস্য হয়ে আগ্রহের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চাষীদেরকে অধিক উৎপাদনও পাড়ে সবজিচাষ করার জন্য বাস্তব উপকরণ ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরিতোষ ধর অর্জিত জ্ঞান, মাটি ও পানির গুনাগুন, মজুদ, ঘনত্ব ঠিক রাখা, পোনা অভ্যস্ত করা, তলার পঁচা কাদা-মাটি তুলে ফেলা, অতিরিক্ত আগাছা অপসারণ এবং ভাইরাসমুক্ত পোনা ব্যবহার করে বিগত বছরের তুলনায় ৩ গুন বেশী বাগদা চিংড়ী উৎপাদন করতে সক্ষম হয়েছে।

তিনি ২৪৫ শতক ঘের থেকে এ পর্যন্ত প্রায় ৭০০ কেজি বাগদা এবং ৬০০ কেজি সাদা মাছ পেয়েছেন। তিনি আরো ৭০-৮০ হাজার টাকার মাছ পাবেন বলে আশাবাদি। অস্থায়ী নার্সারী ও খাদ্য ব্যবস্থাপনার উপর যথাযত প্রশিক্ষণ নেওয়ায় সাফল্য এসেছে বলে তিনি জানান। চিংড়ী মান উন্নয়নে এআইএন প্রকল্পের সাথে জড়িত সকল কর্মকর্তাকে এ কার্যক্রম আরো দীর্ঘায়িত করার জন্য অনুরোধ জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষনা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর সারওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার থেকে টানা ৩ দিন হরতার শুরু হওয়ায় আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষনা করেছি। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি নোটিশ বোর্ড ও গনমাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ফসিয়ার রহমানের গণসংবর্ধনা

শনিবার পাইকগাছা উপজেলার সমবায়ী ও ব্যবসায়ীবৃন্দ এবং পৌরসভার পক্ষ থেকে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য সাবেক সিআইপি, শিল্পপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমান গত ০২ নভেম্বর ২০১১ সালের শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় স্বর্ণপদক লাভ করেন। তিনি এর আগে ৫ বার বিভিন্ন ক্যটাগরিতে জাতীয় পুরুস্কার লাভ করেন। এটি তার ৬ষ্ঠ জাতীয় পুরস্কার।

শনিবার সকাল ১১ টায় পৌরসভা চত্ত্বরে এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা।

পাইকগাছায় বোয়ালিয়া মহাশ্মসানের কমিটি গঠন

পাইকগাছায় বোয়ালিয়া মহাশ্মসানের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন হাট চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুলাল বিশ্বাস, রবীন্দ্রনাথ রায়, এ্যাড. সুকুমার দেবনাথ, প্রদ্যুত ঘোষ, নারায়নচন্দ্র ঘোঘ।

সভায় লালু চন্দ্র বিশ্বাসকে সভাপতি, শ্যামসুন্দর ভদ্রকে সম্পাদক ও পিযুষ সাধুকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাতে পারে

আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হরতালের কারণে পেছানো হতে পারে। পরীক্ষা শুরুতে বা পরীক্ষা চলাকালে ১৮ দল হরতাল দিলে পরীক্ষা পেছানো হতে পারে বলে রাবি উপাচার্যসহ প্রশাসনের একাধিক ব্যক্তির সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার সকালে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন একান্ত সাক্ষাৎকারে বলেন, ১০ নভেম্বর হরতাল না হলে ওই দিনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এরপরে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল দেওয়া হলে আমরা রাজশাহীকে এর আওতামুক্ত রাখতে স্থানীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি। তারা যদি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা না ভেবেই রাজশাহীতে হরতাল পালন করেন তাহলে পরীক্ষা পেছানো হতে পারে। তবে এ বিষয়ে আমরা পরীক্ষা কমিটির বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে স্পষ্ট তথ্য সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

হরতাল হলে রাজশাহীকে এর আওতামুক্ত রাখা হবে কি না এ বিষয়ে জানতে চাইলে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সেক্রেটারি অধ্যাপক ফজলুল হক বলেন, আমরা নেতাকর্মীদের সাথে এ বিষয়ে কথা বলেছি। কিন্তু রাজশাহীকে হরতালের বাইরে রাখা হবে না বলে তারা আমাদের জানিয়ে দিয়েছেন।

তবে হরতালের কারণে পরীক্ষা পেছানো হলে তা পুনরায় আবার কবে নেওয়া হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরি সরওয়ার জাহান বলেন, হয়তোবা নভেম্বরে আর কোনো নতুন তারিখ ঘোষণা করা সম্ভব না হতে পারে। তবে পরীক্ষা কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার এ ও বি ইউনিটের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। এর আগে ১০ থেকে ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষার সময়সূচিও দিয়েছে প্রশাসন। এবারে ৮টি ইউনিটে ৩ হাজার ৯২৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৬৮ হাজার ২২৪টি। প্রতি আসনে এবার লড়বে ৪৩ জন করে।

রবি থেকে মঙ্গলবার ৩ দিনের (৭২ ঘণ্টা) হরতাল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রবি থেকে মঙ্গলবার আবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার বিকালে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। 


এবার টানা ৪ দিনের হরতাল হ্ওয়ার সম্ভবনা !

১৮ দলীয় জোটের দুই দফায় টানা ৬০ ঘণ্টার হরতালের পর এবার টানা চার দিনের হরতাল ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর টানা ৬০ ঘণ্টার হরতাল দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

অপরদিকে, নিবন্ধন বাতিলের প্রতিবাদে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিতে পারে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ফের হরতাল দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। আগামীকাল শুক্রবার ১৮ দলীয় জোটের শরিক দলের মহাসচিবদের নিয়ে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে হরতালের ঘোষণা আসতে পারে বলে জানা যাচ্ছে।

অপরদিকে জামায়াতের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে নিবন্ধন বাতিলের প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি। বিক্ষোভে বাধা দিলে পরের দিন হরতাল ঘোষণা করবে তারা।

পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের রাস্তাগুলো চলাচল অযোগ্য হয়ে পড়েছে

পাইকগাছা পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা যাতায়াত করছেন সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে।

সরেজমিন দেখা গেছে, ৫নং ওয়ার্ডস্থ সরল গ্রামের পেট্রোল পাম্পের সামনের পুকুরের পূর্ব-পাড়ের ইটের সলিং রাস্তার ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত রাস্তার একটু সামনে (পূর্বদিকে) এগিয়ে জনৈক আঃ রহিমের পুকুর পাড় সংলগ্ন রাস্তার ইট উঠে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে রাস্তাটির এ বেহাল দশা হওয়া সত্বেও সংস্কারের ব্যাপারে পৌর কর্তৃপক্ষ নীরব।

একই ওয়ার্ডের আল-আমিন মসজিদ সংলগ্ন ইটের রাস্তাটিরও একই হাল। প্রায় ৩/৪ কিলোমিটার দীর্ঘ রাস্তায় বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ বলে এলাকাবাসী জানান।

এছাড়া এফ, রহমান মহিলা কলেজের (পূর্বদিকে) সীমানা প্রাচীর সংলগ্ন ইটের রাস্তাটি একদিকে যেমন সরু তেমনি ইট উঠে গিয়ে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরকারী আবাসন প্রকল্পসহ স্থানীয় কয়েকশ’ এলাকাবাসী প্রতিনিয়ত এ ভাঙাচুরা রাস্তা দিয়ে চলাচল করছে।

এদিকে, ৬নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের কোর্ট সংলগ্ন রাস্তাটি অদ্যবধি সংস্কার না করায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইট উঠে গিয়ে নড়বড়ে হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রে ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

একই ওয়ার্ডের কোর্ট মসজিদ সংলগ্ন আবাসিক এলাকায় ঢোকার রাস্তাটিরও বেহাল অবস্থা। ইটের সলিং উঠে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ৬ নং ওয়ার্ডের এ ইটের রাস্তা দু’টি একটু ভারী বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। সে সময় যাতায়াত করতে অনেক ভোগান্তি পোহাতে হয়।

রাস্তা সংস্কারের ব্যাপারে ৬নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম নেওয়াজ
Voice of Paikgacha'য় বেশি বেশি করে লেখালেখি করার অনুরোধ জানান।

সাগর তীর দুবলার চরে ৩ দিনব্যাপী রাসমেলা শুরু হচ্ছে ১৫ নভেম্বর

সাগর তীরে দুবলার আলোর কোলে বছর অন্তর উদযাপিত রাস মেলার আয়োজন ও মেলাস্থলে আসা দর্শার্থীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মেলার আয়োজন করা হয় সুন্দরবন সংলগ্ন সাগর পাড়ের দুবলার দ্বীপে। উপলেক্ষ পূর্ণিমায় শ্রীকৃষ্ণের রাসলীলা।

এ বছর চলতি মাসের ১৫ থেকে ১৭ তারিখ এই তিনদিন পূর্ণিমার গোনে উদযাপন হবে রাস মেলা। সাগর ও নদী সংক্রান্ত অন্যান্য দেব-দেবীও এখানে পূঁজিত হন। দুবলার দ্বীপে পুণ্যস্নানে আসা হিন্দুধর্মালম্বীরা মনে করেন এখানে পূর্ণিমা তিথিতে স্নান করলে তাদের মানস কামনা বাসনা পূরণ হয়।

এ মেলায় দেশী বিদেশী পর্যটকসহ লাখো মানুষের সমাগম ঘটে। তবে প্রকৃতপক্ষে সুন্দরবনের আশপাশ এলাকার জনসাধারণের সবচেয়ে বড় মিলনস্থল দুবলার এই রাসমেলা। মেলায় আগমন ইচ্ছুক পূণ্যস্ন্যানি ও দর্শনার্থীদের নিছিদ্র নিরাপত্তা দিতে বন বিভাগ ইতিমধ্যেই প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সাথে কয়েক বৈঠকও করেছেন।

মেলা উদযাপন ও সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ সভা হয়েছে গত ৩০ সেপ্টেম্বর খুলনা বনসংরক্ষকের কার্যালয়ে। এ সভাপতিত্ব করেন খুলনার বনসংরক্ষক জহির হোসেন খন্দকার। সভায় পুলিশ, নেভী, কোষ্টগার্ড, র‌্যাব. জেলা প্রশাসনের প্রতিনিধি মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মেজর (অব:) জিয়া উদ্দিন আহম্মেদ ও বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন ।

প্রবীনরা দাবি করেন দুবলার চরের রাস মেলার আয়োজন হয়ে আসছে ২০০শ’ বছর ধরে যদিও এর সঠিক ঐতিহাসিক প্রমাণ মেলে না। ব্রিটিশ আমলে মেলার আয়োজন হতো পশুর নদীর পূর্ব দিকে প্রবাহিত শাখা পশুরের আগা নদীর সাগরসঙ্গমের পশ্চিম তীরে, দুবলা দ্বীপের পূর্ব পাড়ে। পরবর্তী সময়ে দুবলার পশ্চিম প্রান্তে বিশাল চর জেগে উঠলে মেলা স্থানান্তর করে আলোর কোল চরে আনা হয়।

এ মেলার মূল পূণ্যার্থী ছিল প্রথমত সুন্দরবন তীরবর্তী শ্যামনগর, কয়রা দাকোপ রামপাল মোড়েলগঞ্জ শরণখোলা বরগুনা এলাকার হিন্দু সম্প্রদয়ের লোকজন। মেলার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে পাকিস্তান আমল থেকে দেশ-বিদেশের অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোকজনও মেলার আনন্দ উপভোগ করতে দুবলার মেলায় অংশগ্রহণ শুরু করেন। সুন্দরবনের অন্যতম মাছ ব্যবসায়ী ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অবঃ) জিয়াউদ্দিনের তত্ত্বাবধনে দুবলার রাস মেলা প্রতিবছর বাংলাদেশের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়।

মেলার মূল উৎসব তিন দিনের। রাসপূর্ণিমার ব্রাহ্মমুহূর্তের জোয়ারে স্নান ও অর্ঘ্য অপর্ণ শেষ হলেই পূণ্যার্থীরা নৌকা ঘুরিয়ে বাড়িমুখো হয়। মেলা উপলক্ষে বন বিভাগ কিছু লোকদের এখানে আসার আগাম অনুমতি দিয়ে থাকেন। এরা মেলাস্থলে এসে মন্ডপ তৈরী, দেব-দেবীর মূর্তি স্থাপন, বন পরিস্কার ও দোকানপাট বসানো এবং সাজানোর কাজ করে।

এ বছর হরিণ শিকার বন্ধে মেলা উদযাপন প্রস্তুতি কমিটির সভায় কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধন্ত নেয়া হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মোঃ আমির হোসাইন চৌধুরী।

মেলা উদযাপন কমিটির অন্যতম সমন্বায়ক এ কর্মকর্তা আরো জানান, মেলায় যাওয়ার জন্য সুন্দবনের ভেতর দিয়ে ৮ টি রুট করা হয়েছে। আগ্রহী দর্শনার্থীরা তিন দিনের প্যাকেজে মাথা পিছু বন বিভাগকে ৫০ টাকা রাজস্ব প্রদান সাপেক্ষে তাদের (দর্শনার্থীদের) নিজেদের ব্যবস্থাপনায় মেলাস্থলে যেতে পারবেন। দর্শনার্থীদের যাতায়াত পথে নিরাপত্তার জন্য সার্বণিক কোষ্টগার্ড, পুলিশ, নেভী ও র‌্যাবের টহল ব্যবস্থা থাকছে।

হরিণ শিকার রোধ ও মেলায় আগন্তুকদের নিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয় ১৬টি টীম গঠন করা হয়েছে। এ সব টীম হরিণ আধিক্য এলাকায় কঠোর নজরদারিতে থাকবে। মেলা দর্শনার্থীদের কাউকেই রাতের বেলা বনের ভেতর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

অপরদিকে মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মেজর (অবঃ) জিয়া উদ্দিন আহম্মেদ জানান, বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে মেলায় আগমন ইচ্ছুকদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। ফলে এ বছর মেলার কলেবর কমে গিয়ে বিগত বছরগুলোর তুলনায় দর্শনার্থীদের সংখ্যাও হ্রাস পেতে পারে।

পাইকগাছায় জামায়াতের ইউনিয়ন আমির গ্রেফতার

পাইকগাছায় চাঁদখালী ইউনিয়ন জামায়াতের আমিরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার দিন থানার এসআই হারুন অভিযান চালিয়ে কৃষ্ণনগর গ্রামের আব্দুস সাত্তার গাজীর পুত্র চাঁদখালী ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলামকে বসত বাড়ীর পাশে একটি বাগান থেকে আটক করেন। পুলিশের উপর হামলা ও ভাংচুর ঘটনায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।