পাইকগাছায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কাজ সম্পন্ন করেন, তদন্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক।
![]() |
ছবি :: প্রতীকী |
উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা সোলাদানা ইউনিয়নের দীঘা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃংখলা বাহিনী সংশ্লিষ্ট কেন্দ্রে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রিটার্ণিং অফিসার বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন।
বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচিত কাজে নিয়োজিত কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ গ্রহণের মাধ্যমে গুলি বর্ষণ ঘটনার তদন্ত সম্পন্ন করেন ইউএনও নাহিদ-উল-মোস্তাক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, রিটার্ণিং অফিসার ও (নির্বাচনকালীন) উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, প্রিজাইডিং অফিসার ও রূপালী ব্যাংক গড়ইখালী শাখার ব্যবস্থাপক হারুন-অর-রশিদ ও এসআই স্বপন রায়।