Thursday, December 22, 2016

পাইকগাছায় ভোট কেন্দ্রে গুলিবর্ষণ ঘটনার তদন্ত সম্পন্ন

পাইকগাছায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কাজ সম্পন্ন করেন, তদন্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক।
 
ছবি :: প্রতীকী
উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা সোলাদানা ইউনিয়নের দীঘা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃংখলা বাহিনী সংশ্লিষ্ট কেন্দ্রে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রিটার্ণিং অফিসার বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন।

বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচিত কাজে নিয়োজিত কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ গ্রহণের মাধ্যমে গুলি বর্ষণ ঘটনার তদন্ত সম্পন্ন করেন ইউএনও নাহিদ-উল-মোস্তাক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, রিটার্ণিং অফিসার ও (নির্বাচনকালীন) উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, প্রিজাইডিং অফিসার ও রূপালী ব্যাংক গড়ইখালী শাখার ব্যবস্থাপক হারুন-অর-রশিদ ও এসআই স্বপন রায়।