Tuesday, April 9, 2013

আয়োজন ছাড়াই শুরু হলো কপিলমুনির ঐতিহাসিক মহাবারুনী মেলা

চৈত্র সংক্রান্তিতে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে কপিলমুনির ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মহাবারুনী মেলা গতকাল সোমবার সকাল থেকেই আয়োজন ছাড়াই স্নান এর মাধ্যমে মেলা শুরু হয়। এ উপলক্ষে হিন্দু তীর্থস্থান হিসাবে কপিলমুনির কপোতাক্ষ নদের পাশে কালীবাড়ী ঘাটে হিন্দু ধর্মের ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ পূর্ণতা লাভের আশায় সমবেত হয়ে স্নানে অংশ গ্রহন করেন। বিগতদিনে স্নানকে ঘিরে মাসব্যাপী চলে উৎসব। আর উৎসবকে ঘিরেই যাত্রা, সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা, যাদু প্রদর্শনসহ থাকে নানা আয়োজন। কপিলেশ্বরী কালীঘাটসহ আশপাশ এলাকায় বসে রকমারী জিনিসপত্রের দোকান।

অথচ এবার এ সব আয়োজন অনেকটা নিবৃত। কি কারনে কর্তৃপক্ষের এমন নিস্ক্রিয়তা এমন প্রশ্নে আয়োজক কমিটির সভাপতি যুগল কিশোর দে জানান, বর্তমানে এইচ এস সি পরীক্ষা চলছে যে কারণে কমিটির পক্ষ থেকে আগাম কোন প্রস্তুতি নেয়া হয়নি। তাছাড়া মেলা পরিচালনার ক্ষেত্রে জায়গা সংকুলন একটা বড় সমস্যা। তবুও চেষ্টা চলছে বলে তিনি জানান।


পাইকগাছায় শর্টগানের গুলিবিদ্ধ হয়ে ৩ কনস্টেবল আহত

পাইকগাছায় অসাবধনতাবশত শর্টগানের গুলিতে ৩ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে খুলনা পুলিশ লাইন হাসপাতালে ও অপর দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৬ টায় থানা অভ্যন্তরে।

থানাপুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার সন্ধ্যা ৬ টর দিকে এএসপি সার্কেল অবস্থান করাকালীন থানা অভ্যন্তরে নতুন একটি শর্টগান ৩ কনস্টেবল হাতবদল করে দেখতে গিয়ে অসাবধনতাবশত ট্রেগারে চাপ লাগলে গুলিবিদ্ধ হয়ে সার্কেল এএসপি’র গাড়িচালক কনস্টেবল বাবলুর রহমান (কং-১৫৮৬) ও পাইকগাছায় থানায় কর্মরত কনস্টেবল মোঃ মেহেদি হাসান রাজু ও মেহেদি নামের ৩ কনস্টেবল গুরুত্বর আহত হয়। প্রাথমিকভাবে আহতদের মধ্যে ১ জনের বাবলুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা পুলিশ লাইনে প্রেরণ করা হয়। অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে অসাবধনতাবশত ঘটনাটি ঘটেছে বলে ওসি শেখ আবুবকর সিদ্দিক জানান।

পাইকগাছায় ৩৬ ঘন্টার হরতাল সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সারা দেশে শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে সোমবার বিকালে খুলনার পাইকগাছায় বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে বিক্ষোভ মিছিল শেষে পথ সভা করেছে। থানা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের নীচে সংক্ষিপ্ত সমাবেশ করে।

কপিলমুনিতে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী ১৮ দলের ডাকা মঙ্গলবার সকাল সন্ধা হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কপিলমুনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে মিছিলটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এক সমাবেশে মিলিত হয়।