Thursday, December 19, 2013

গোপালপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের অভিভাবক দিবসের আলোচনা সভা

পাইকগাছার ২৫ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন’র পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক খায়রুল ইসলাম, প্রকাশ বিশ্বাস, পঙ্কজ রায়, আঃ মজিদ, শিক্ষক সুষমা রাণী মন্ডল, সুলেখা ঘোষ, ইতু বিশ্বাস,ললিতা নাথ, শামছুর নাহার রুমা, রেহেনা আক্তার, রাজু আহমেদ, হফিজুর রহমানসহ অভিভাবকবৃন্দ।

গড়ুইখালীর শান্তায় রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

পাইকগাছায় অবরোধ সমর্থকরা গড়ুইখালীর শান্তায় মধ্যরাতে রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, সুন্দরবন সংলগ্ন উপজেলার গড়ুইখালী ইউপি’র শান্তায় গত মধ্যরাতে দুর্বৃত্তরা রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি এম মসিউর রহমান জানিয়েছেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

শনিবার ২১তম জাতীয় টিকা দিবস

আগামী শনিবার সারাদেশে ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এমএম নিয়াজউদ্দীন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘শনিবার ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। ঐদিন ০ থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।’

সচিব জানান, ০ থেকে ৫ বছরের শিশু পূর্বে জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে থাকলে বা কেউ না নিয়ে থাকলে প্রত্যেককেই টিকা খাওয়ানো হবে। এমনকি ঐদিন যেসব শিশু জন্মগ্রহণ করবে তাদেরকেও টিকা খাওয়ানো হবে।

নিয়াজউদ্দীন জানান, ২১তম জাতীয় টিকা দিবসে সারাদেশে ১লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভ্রাম্যমান শিশুদেরকে বাসস্টেশন, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে পোলিও টিকা খাওয়ানো হবে।

টিকা কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানান সচিব। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় উল্লেখ করে সচিব ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুর অভিভাবকসহ দেশের সকল সচেতন নাগরিকদের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানান।

পাইকগাছায় নিউসানের তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নিউসানের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার লতায় নিউসানের প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের প্রধান সদানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিউসানের নির্বাহী প্রধান রায় সমীর কুমার।

উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক্ষক এ্যাড. দীপায়ন মল্লিক, দিবাকর বিশ্বাস এবং চন্দন প্রভাকর। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মসূচী সমন্বয়ক ইন্দু মাধব মন্ডল। কর্মশালায় মোট ২৭ জন ব্যক্তি প্রশিক্ষণ গ্রহন করেন।

পাইকগাছায় প্রাক বড়দিন উপলক্ষ্যে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাক বড়দিন উপলক্ষ্যে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাটিপাড়া মেথোডিষ্ট চার্চে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৮ এর চেয়ারম্যান রেভাঃ সাইমন আর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, ওসি এম মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেথোডিষ্ট চার্চের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ নিবারণ দাশ, খুলনার ডায়সিস্ লিডার রেভাঃ প্যাট্রিক এস সরকার, পাঃ পিটার পি বিশ্বাস, সাতক্ষীরার ডায়সিস্ লিডার রেভাঃ সমরেশ মন্ডল ও পাইকগাছা কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও।

পাইকগাছায় ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় যুবলীগ নেতা আটক

পাইকগাছায় আলোচিত ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী যুবলীগ নেতা শহীদুল্লাহকে আটক করা হয়েছে। বুধবার বিকালে প্রভাবশালী এ নেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গত কয়েকমাস পূর্বে লস্কর ইউনিয়নের সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘটনার দিন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা শহীদুল্লাহ ইউপি সদস্য আফজাল হোসেনকে ধাওয়া করলে, ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। পরে শহীদুল্লাহ ও তার লোকজন ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারপিট করলে এসময় কর্তব্যরত গ্রামপুলিশ বাঁধা দেয়ার চেষ্ঠা করলে গ্রামপুলিশ আব্দুল কাদের ও তার স্ত্রীকেও লাঞ্ছিত ও মারপিট করে।

এ ঘটনায় ইউপি সদস্য ও গ্রামপুলিশ বাদী হয়ে যুবলীগ নেতা শহীদুল্লাহকে আসামী করে পৃথক দু’টি মামলা করেন। ঘটনার কয়েকমাস অতিবাহিত হলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় প্রভাবশালী এ নেতাকে আটক না করায় পুলিশের উপর চরম ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর। অবশেষে ঘটনার কয়েকমাস পর পুলিশের খাঁচায় বন্দি হলেন প্রভাবশালী এ যুবলীগ নেতা। এ ব্যাপারে আটকের সত্যতা স্বীকার করেন এসআই প্রকাশ।

পাইকগাছায় মহিলা শিক্ষকদের সাথে সুশীলনের মতবিনিময়

পাইকগাছায় সুশীলন এম আর রোধ প্রকল্পের আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার মহিলা শিক্ষকদের সাথে সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ সুশীলণ কার্যালয়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রভাষক নাসরিন আক্তার বানু, হোসনেয়ারা খানম, নাসরিনয়ারা, সাজেদা পারভিন, শিক্ষক সুফিয়া পারভিন, পারভিন সুলতানা, শ্রাবন্তী কবিরাজ, অঞ্জলী রাণী শীল, ফাতেমা খাতুন, মর্জিনা খাতুন, মাসুমা খাতুন, কুসুমকলি সরকার ও লাকি আক্তার। 


সভায় এমআররোধ প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার দীপালি বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী নাহিদ সুলতানা বয়সসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য ও প্রজনন তন্ত্রের সংক্রামন সহ নানা বিষয়ের উপর আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।