Friday, September 5, 2014

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুর্দ্ধ ১৮ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুুষ্ঠান শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। দেবাশীষ সানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ গফুর, শেখ আব্দুস সোবহান, তুষার কান্তি মন্ডল, শ্রীষ কান্তি রায়। উপস্থিত ছিলেন, নুরুজ্জামান টিটু, গাজী বাবর আলী, মাসুদুর রহমান, বাচ্চু লোহানী, তপন ঘোষ, নিমাই মন্ডল।

টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় রয়্যাল ফুটবল একাদশকে ৭-১ গোলে পরাজিত করে সুন্দরবন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

পাইকগাছায় চাঁদাবাজী’সহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুই ভাই আটক

পাইকগাছা চাঁদাবাজী, হত্যা প্রচেষ্টা’সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ভাইকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের সালাম হাওলাদারের পুত্র জাহাঙ্গীর ও আলমগীর হাওলাদার গংরা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন করে বিভিন্ন মৎস্য ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আসছে। তাদের ভয়ে এলাকায় কোন লোক স্বাভাবিকভাবে মৎস্য ঘের পরিচালনা’সহ বাসবাস করতে পারছে না।

এসব অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হানিরাবাদ গ্রামের সালাম হাওলাদারের পুত্র আলমগীর হাওলাদার (৩০) ও শওকত হাওলাদার (৩৭) কে আটক করে। এ ঘটনায় হানিরাবাদ গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের পুত্র মৎস্য ব্যবসায়ী আবু তুহিন হাওলাদার, একই এলাকার মৃত আলহাজ্ব মেছের আলী গাজীর পুত্র হযরত আলী গাজী বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন।

উল্লেখ্য, আটককৃতদের মধ্যে আলমগীর অস্ত্র সরবরাহকারী বলে ডুমুরিয়া থানা পুলিশের নিকট অস্ত্র সহ আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে। এছাড়াও আসামীদের নামে একাধিক মামলাও রয়েছে।

পাইকগাছায় মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত

পাইকগাছায় শুক্রবার সকালে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুৃলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের খালেক গাইনের ছেলে আব্দুল্লাহ গাইন (২৫) সকাল ১০টার দিকে চাঁদখালীর গজালিয়া থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আলমতলার দিকে আসছিল। পথিমধ্যে পাইকগাছা-কয়রা সড়কের লক্ষীখোলা নামক স্থানে পৌছালে একই এলাকার পথচারি আয়মান বিবি (৭০) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি শিকদার আককাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মুমূর্ষু শিবসা’র কান্না!

কপোতাক্ষ তো কাঁদতে কাঁদতে শেষ! এবার কি তবে শিবসার পালা?


এ কান্নার আওয়াজ কি আমাদের জনপ্রতিনিধিদের কর্ণকুহরে পৌছায় না? নাকি তারা কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না?



ছবিটি পাইকগাছা পৌরসভাস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তোলা।

কয়রায় এমপি নুরুল হককে সম্বর্ধনা; উপহার পেলেন সোনার নৌকা

খুলনা-৬ আসনের সাংসদ এ্যাড. শেখ নুরুল হককে স্থানীয় কয়রা-মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার নির্বাচনোত্তর সম্বর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে দুই ভরি ওজনের একটি সোনার নৌকা উপহার দিয়েছেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হাসান, মুক্তিযোদ্ধা কয়রা ইউনিট কমান্ডার এ্যড. কেরামত আলী, শেখ মনিরুল ইসলাম, আঃ সাত্তার পাড়'সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কয়রা-মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল বলেন, ‘নির্বাচনের পর থেকে এমপি সাহেবকে স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। কিন্তু নানা কারনে তিনি সময় দিতে পারেননি। দেরিতে হলেও এমপিকে সম্বর্ধনা দিতে পেরে আমরা সকলেই খুশী। এমপির কাছে স্কুলটাকে জাতীয়করণের জন্য দাবি করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন।’

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে এ্যাড. শেখ নুরুল হক বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হন। নয় মাস পরে তাকে কয়রা-মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো।

কপিলমুনিতে নিসচার কমিটি; শফিউল সভাপতি, রাজ্জাক সম্পাদক

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণাঞ্চল শাখার ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এক সভায় ২০১৪-১৫ সালের জন্য সভাপতি ও সভার আহবায়ক এইচ এম শফিউল ইসলামকে সভাপতি ও গাজী আব্দুর রাজ্জাক রাজুকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, মানিকলাল সিংহ, সাংবাদিক এ কে আজাদ, আব্দুল মজিদ মোড়ল।

মা আসছেন.... পূজার বাকি আর মাত্র ২৪ দিন !

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা ২০১৪


পাইকগাছায় শহীদ এম এ গফুর পুত্র মন্টুর নাম ব্যবহার করে...

ফেক ফেসবুক একাউন্ট খোলার অভিযোগ; থানায় জিডি


সাবেক এমএনএ শহীদ এম এ গফুর এর জৈষ্ঠ্য পুত্র ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার ইকবাল মন্টু এর নাম ব্যবহার করে কে বা কারা একটি ফেক ফেসবুক একাউন্ট খুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। 

ডায়েরী সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে আনোয়ার ইকবাল মন্টু এর নাম ব্যবহার করে এবং তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে কে বা কারা একটি ফেক ফেসবুক একাউন্ট খোলে। বিষয়টি আনোয়ার ইকবালের দৃষ্টি গোচর হলে বিভিন্ন স্থানে যোগাযোগ করে দেখেন পরিবারের কোন সদস্য কিংবা পরিচিত কেহ এমন কোন কাজ করেনি।

আনোয়ার ইকবাল মন্টু জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার তিনি বেশী জানেন না। তাছাড়া ফেসবুক কি সে সর্ম্পকে তার কোন ধারনাই নেই। তিনি আরো বলেন, অসৎ উদ্দেশ্যে তার নাম ব্যবহার করা হয়েছে। এ কারনে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১১৪।

পাইকগাছায় হিরোইন গাঁজাসহ আটক ৪; একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ

পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হিরোইন ও গাজাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে দু’জনের বিরুদ্ধে পৃথক মামলা, ভ্রাম্যমান আদালতে ১ জনকে জরিমানা করা হয়েছে। অপর একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থানা পুলিশ অভিযান চালিয়ে সোলাদানা ইউনিয়নের সরদার আবুল হোসেন কলেজ সংলগ্ন চৌরাস্তা মোড় থেকে প্রথমে মাদক সরবরাহকারী সোলাদানা গ্রামের পঞ্চাননের পুত্র মিথুন এবং পরবর্তী অভিযান চালিয়ে একই এলাকা থেকে ৩০ গ্রাম গাঁজাসহ সোলাদানা গ্রামের মাহমুদ গাজীর পুত্র আমজাদ আলী গাজী (৬৫), ৮০ মিঃ গ্রাম হিরোইনসহ ভিলেজ পাইকগাছা গ্রামের আব্দুল আলী গাজীর পুত্র আব্দুর রহমান গাজী (৪২) ও এক পুরিয়া গাঁজাসহ সালুবুনিয়া গ্রামের অঞ্জন কুমার ঢালীর পুত্র বিপ্লব কুমার ঢালী (২৮) কে আটক করে।

আটককৃতদের মধ্যে আমজাদ ও আব্দুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে। অপরদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন বৃহস্পতিবার বিপ্লব কুমার ঢালীকে ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে প্রথম আটককৃত মিথুনকে মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয় বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে ৩ জনকে আটক করা হয় বলে এসআই রহমত আলী জানান। অপরদিকে ঘটনার সাথে জড়িত না থাকার ফলে আটকের পরপরই মিথুনকে ছেড়ে দেয়া হয় বলে পুলিশের অপর এক কর্মকর্তা জানান।

নয়নাভিরাম পাইকগাছা !


ছবিটি পাইকগাছা পৌরসভাস্থ কোর্ট মসজিদের পাশ থেকে তোলা।