Wednesday, June 11, 2014

Voice of Paikgacha makes you nostalgic !


(Manipulated Image)*

কপিলমুনিতে ফেনসিডিল উদ্ধার নিয়ে জনরোষে এ.এস.আই

কপিলমুনিতে এক ব্যবসায়ীকে ফাঁসানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানে অন্য ব্যক্তির রেখে যাওয়া ফেনসিডিল উদ্ধারকালে পুলিশের এক এ.এস.আই জনরোষের শিকার হয়েছেন।

জানা যায়, কপিলমুনি বাজারের সাহানা সাউন্ডের দোকান থেকে সোমবার দুপুর ১টার দিকে পাইকগাছা থানার এ.এস.আই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি ব্যাগে রাখা ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় দোকান মালিক এমদাদুল হক ওরফে এমদাদ (৪৪) কে পুলিশ মারধর করতে থাকে।

এমদাদ নিজেকে নির্দোষ দাবি করে, ওই ব্যাগটি একজন খরিদ্দার রেখে গেছেন, ওটার ভেতরে কি আছে না আছে এটা তার অজানা বলে জানালেও এ.এস.আই সোহেল এমদাদকে মারতে থাকেন। এক পর্যায়ে জনগণ পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমদাদ সাংবাদিকদের বলেন, আমার দোকানে একজন অপরিচিত লোক মাইক ভাড়া করতে আসে। আমি তাকে বলি আমি যেহেতু আপনাকে চিনি না সেহেতু আমার পরিচিত কেউ বললে আমি ভাড়া দিতে পারি। ওই সময় লোকটা ব্যাগ রেখে একজন পরিচিত লোক ডাকতে যায়।

এরপরেই থানা পুলিশ আমাকে ফেনসিডিল রাখার অভিযোগে হাতকড়া পরিয়ে মারধর শুরু করে। এরপর স্থানীয় জনতার হস্তক্ষেপে আমি রেহাই পাই। মূলত আমার ছেলের শশুরের সাথে একটা ঝামেলা চলছে। এই ঝামেলাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন এমদাদ।

পাইকগাছায় সড়ক দুর্ঘটনা (ফলোআপ)

সংশ্লিষ্ট বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা


পাইকগাছা-আঠারমাইল সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র রবিউল ইসলাম গাজীর (৫০) এর লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন খান বাদী হয়ে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাছ আলী জানিয়েছেন।

উল্লেখ্য, পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে রবিবার দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকালে কয়রার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম গাজী মারা যান। নিহত যাত্রী রবিউল ইসলাম গাজী (৫০) কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র।

একটি বিশেষ ঘোষণা ::

আজ থেকে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

১১ জুন থেকে ১৮ জুন ২০১৪ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ, আগামী ৮ দিনে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

বি.দ্র. :: বলাই বাহুল্য যে, দিনের অবশিষ্ট ১৭ ঘন্টায় গতানুগতিক রুটিনে লোডশেডিং অব্যাহত থাকবে !