Thursday, December 26, 2013

পাইকগাছা-খুলনা প্রধান সড়কে গর্তে আটকে যায় ট্রাক ও যাত্রীবাহী বাস

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে এভাবেই গর্তে আটকে যায় একটি ট্রাক ও যাত্রীবাহী বাস। দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় বাসটি। 


ছবিটি আমাদের পাঠিয়েছেন Sajib Ahmed Joy.

পাইকগাছায় নূরুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার

খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কপিলমুনি হতে কাশিমনগর পর্যন্ত জনগুরুত্বপূর্ন ২ কিলোমিটার রাস্তা ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন এ্যাড. শেখ মোঃ নূরুল হক। তার পক্ষে বুধবার দুপুরে সংস্কারের কাজের উদ্বোধন করেন তার পুত্র শেখ মনিরুল ইসলাম। 

উল্লেখ্য দীর্ঘদিন সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ন এ সড়কের কপিলমুনি থেকে কাশিমনগর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়ে দীর্ঘ দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

গত কয়েক মাস যাবৎ ঢাকাগামী পরিবহন ও বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মানবেতর জীবন যাপন করছে পরিবহন শ্রমিক ও তাদের পরিবার।

পাইকগাছায় দুর্বৃত্তদের নির্যাতনে শিকার ৬ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু

পাইকগাছায় দুর্বৃত্তদের অমানসিক নির্যাতনে ৬ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু মারিয়ার মৃত সন্তান প্রসব হয়েছে বলে জানা গেছে। অসহায় পরিবারটি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। 

এলাকাবাসী ও থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারী, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাঁদখালী ইউপির ধামরাইল (কাওয়ালী) গ্রামে আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র বিল্লাল হোসেন ও তার স্ত্রী মারিয়া বেগম, ভাই হেলাল হোসেনের সাথে একই এলাকার সরকারী রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে ধামরাইলের আমজাদ শেখের পুত্র ওয়াহিদুজ্জামান, শেখ সাহেব আলীর পুত্র আজিজুর রহমান, আব্দুল মজিদের পুত্র মীর সামাদদের সাথে বিরোধ দেখা দেয়।

ঘটনার দিন তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিল্লাল, হেলাল ও মারিয়াদের উপর অতর্কিত হামলায় চালায়। এক পর্যায়ে প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে বিল্লালের ৬মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী মারিয়া ও হেলাল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় ২৩ ডিসেম্বর, সোমবার মারিয়া মৃত সন্তান প্রসব করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় গত বুধবার মারিয়ার স্বামী বিল্লাল হোসেন শেখ ওয়াহিদুজ্জামান, শেখ আজিজুর রহমানসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে পাইকগাছায় থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি এম. মসিউর রহমান জানিয়েছেন, এ অভিযোগটির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।