কুইজ

সঠিক উত্তরের পাশে * চিহ্নিত


১. Voice of Paikgacha অনলাইন কুইজ-০১  (৭-০৯-১৩)

►সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী ইমদাদুল হক পাইকগাছা উপজেলার কোন ইউনিয়নে জন্মগ্রহন করেন ?

(A) রাড়ুলী (B) হরিঢালী (C)* গদাইপুর (D) কপিলমুনি


২. Voice of Paikgacha অনলাইন কুইজ-০২  (৮-০৯-১৩)

►পাইকগাছা উপজেলায় ইউনিয়নের সংখ্যা কয়টি ?

(A) ১৩টি (B)* ১০টি (C) ১৬টি (D) ১২টি


৩. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৩  (৯-০৯-১৩)

►পাইকগাছা উপজেলার মোট আয়তন কত বর্গ কিলোমিটার ?

(A) ৭৮৩.৮৩ (B) ২৪৬.২৮ (C) ৮২৬.৪২ (D)* ৩৮৩.৮৭


৪. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৪  (১০-০৯-১৩)

►পাইকগাছা উপজেলায় কতগুলি নদ-নদী আছে ?


(A) ৩০টি (B)* ২৮টি (C) ৩২টি (D) ২৬টি
 


৫. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৫  (-০৯-১৩)
 
►পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়টি ?

(A)
* ১৬৫টি (B) ১৪৫টি (C) ১৫৬টি (D) ১৫৪টি

৬. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৬  (১২-০৯-১৩)

►পাইকগাছা উপজেলা খুলনার কোন নির্বাচনী এলাকায় অবস্থিত ?

(A) খুলনা-৪ (B)* খুলনা-৬ (C) খুলনা-৩ (D) খুলনা-৫
 


৭. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৭  (১৩-০৯-১৩)

►পাইকগাছা উপজেলায় শিক্ষার হার কত ?


(A) ৫৮.২% (B) ৪৮.৬৫% (C)* ৫২.৮% (D) ৫৬.৮৪%
 


৮. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৮  (১৪-০৯-১৩)

►পাইকগাছা পৌরসভায় ওয়ার্ড কয়টি ?


(A) ১২টি (B)* ৯টি (C) ৮টি (D) ১০টি 


৯. Voice of Paikgacha অনলাইন কুইজ-০৯  (১৫-০৯-১৩/৯-০৪-১৬)

►পাইকগাছা পৌরসভা কোন শ্রেণী ভূক্ত ?

(A)
* ’ক’ শ্রেণী (B) ’খ’ শ্রেণী (C) ’গ’ শ্রেণী (D) ’ঘ’ শ্রেনী

১০. Voice of Paikgacha অনলাইন কুইজ-১০  (১৬-০৯-১৩)

►পাইকগাছা উপজেলায় কয়টি গ্রাম রয়েছে ?

(A) ২২১টি (B) ১১২টি (C) ২১২টি (D) ১২১টি