Tuesday, January 21, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০৩)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।


পৌরসভার ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ লটারীর মাধ্যমে বণ্টন

কোন অনিয়ম ছাড়াই পাইকগাছা পৌরসভার চলতি অর্থ বছরের ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ লটারীর মাধ্যমে অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে বণ্টন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর ভবনে জনপ্রতিনিধি, ঠিকাদার, সাংবাদিকসহ গণমান্য ব্যক্তির উপস্থিতিতে এ ভাগ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্রমতে, ২০১৩-১৪ আর্থ বছরে পৌরসভার রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ ৬০ লাখ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজর টেন্ডার ৩৯ টি প্যাকেজের মাধ্যমে আহবান করা হয়। এতে ৬৭ জন ঠিকাদার অংশগ্রহণ করলে কোন প্রকার অনিয়ম ছাড়াই সকলের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে পৌরভবনে লটারীর মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, হিসাব রক উদয় শংকর রায়, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ, আসমা আহম্মেদ, এ্যাড. হুমায়ুন কাদির'সহ ঠিকাদারবৃন্দ।

সুরুচি সঙ্গীতালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সনদপত্র বিতরণ

পাইকগাছার সুরুচি সঙ্গীতালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিকালে উপজেলা সৎসঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সঙ্গীতালয়ের সভাপতি মুক্তিপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কলেজের প্রভাষক সুফল চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার শীল, ডাঃ নির্মল দাশ।

বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন পুর্ণচন্দ্র সরকার, আশরাফ আলী, নিত্যানন্দ মন্ডল ও বাসুদেব ঘোষ। প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীর মাঝে সদনপত্র বিতরণ করা হয়েছে।