Tuesday, July 7, 2015

একান্ত সাক্ষাৎকারে ইউনেস্কো প্রতিনিধি উয়েনডি জেকবস্

জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিম্ন আয়ের মানুষেরা সিজনাল মাইগ্রেশন করছে


আব্দুল আজিজ, পাইকগাছা :: জলবায়ু পরিবর্তের বিরূপ প্রভাবে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষেরা সিজনাল মাইগ্রেশন (স্বল্প মেয়াদি স্থানান্তর) করছে বলে উল্লেখ করেছেন ইউনেস্কো প্রতিনিধি উয়েনডি জেকবস্। যে সকল পরিবারের লোক মাইগ্রেশন করছে সে সকল পরিবারে পারিবারি সম্প্রীতির উপরও বিরূপ প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে চলমান এক গবেষনায় এ ধরণের তথ্য উপাত্ত উঠেছে এসেছে বলে ইউনেস্কো এ প্রতিনিধি জানান।

উয়েনডি জেকবস্ মূলত আয়ারল্যান্ডের নাগরিক ও নেদারল্যান্ড আমর্সটার্ডাম বিশ্ববিদ্যালয়ের এমএস শিক্ষার্থী। ইউনেস্কো (আই.এইস.ই) ও বাংলাদেশের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বাংলাদেশের সিজনাল মাইগ্রেশন (স্বল্প মেয়াদি স্থানান্তর) পরিবারগুলোর উপর কি ধরণের প্রভাব ফেলেছে এ সংক্রান্ত এক গবেষণার কাজে উয়েনডি জেকবস্ বাংলাদেশে এসেছেন। তিনি সংশ্লিষ্ট বিষয়ের উপর ২ মাস গবেষণার কাজ পরিচালিত করবেন যার মধ্যে ১ মাস উপকূলীয় এলাকা এবং আরেক মাস দেশের বিভিন্ন অঞ্চল। এ কাজে বর্তমানে তিনি গত কয়েকদিন ধরে উপকূলীয় খুলনার পাইকগাছায় অবস্থান করছেন।
 
সংবাদকর্মী হিসেবে গতকাল সকালে কথা হয় মিস জেকবস্ এর সাথে। একান্ত সাক্ষাতকারে ইউনেস্কোর এ প্রতিনিধি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বর্তমান বিশ্বে আলোচিত একটি বিষয়। বিশ্বের উন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণ ও রাসায়নিক তেজষক্রিয়তা এর জন্য অনেকাংশে দায়ী হলেও ভৌগলিক কারণে এর ক্ষতির শিকার বাংলাদেশ ও এদের মানুষ।

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বাংলাদেশের উপকূলীয় এলাকায় বেশি প্রভাব ফেলেছে উল্লেখ করে উয়েনডি জেকবস্ বলেন, উৎপাদন কম ও আয়ের উৎস্য না থাকায় কাজের সন্ধানে দেশের বিভিন্ন স্থানসহ উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষেরা দেশের বিভিন্ন স্থানেসহ প্রতিবেশী দেশগুলোতে সিজনাল মাইগ্রেশন করছে। পরিবারের একমাত্র অভিভাবক পুরুষ চলে যাওয়ায় এ সময় অভিভাবক শূন্য হয়ে পড়ে ঐ পরিবার। এ সময় পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করতে না পারায় পারিবারিক সম্প্রীতির উপর বিরূপ প্রভাব পড়ে। এমনকি সময়মত উপার্জিত অর্থ পাঠাতে না পারায় পুষ্টিকর খাবার খেতে পারে না বাড়ীতে রেখে যাওয়া পরিবারের অন্যান্য সদস্যরা। অভিভাবক শূন্যতায় মারাত্মক ব্যাহত হয় এ সকল পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া। 

উপকূলীয় এলাকার মাইগ্রেশনকৃত পরিবারগুলোর উপর পরিচালিত চলমান গবেষণায় এ ধরণের তথ্য উপাত্ত উঠে এসেছে বলে মন্তব্য করেন ইউনেস্কোর এ প্রতিনিধি। এ ব্যাপারে কর্মসংস্থান সৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যদের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন উয়েনডি জেকবস্।

পাইকগাছায় প্রতারণার শিকার প্রাইভেট শিক্ষক

ফ্লাট বাড়ি পাওয়ার লোভে খোয়ালেন প্রায় অর্ধলাখ টাকা


পাইকগাছার আগরঘাটা বাজারে বিরাশী গ্রামের আফসার সরদারের পুত্র প্রাইভেট শিক্ষক মিন্নাত সরদার ঢাকায় ফ্লাট বাড়ি পেয়েছে মোবাইলে এ খবর পেয়ে বিকাশ এর মাধ্যমে ৪৭ হাজার ৩০০ টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। 

জানা যায়, ঢাকার একটি মোবাইল থেকে মিন্নাতকে বলা হয়, যে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় আমাদের গ্রামীণ ফোনের কাষ্টমার অফিসের লটারিতে আছেন। আপনার মোবাইল নাম্বারটিতে আপনি ৪র্থ তলা সহ একটি ফ্লাট বাড়ি পেয়েছেন। এক্ষণি আপনি ৭০০ টাকা পাঠিয়ে দিন, আবেদন করতে হবে। এর পর পর্যায়ক্রমে মিন্নাতের কাছ থেকে ৪৭ হাজার ৩০০ টাকা নেয় প্রতারকরা। 

টাকা খুয়ে এখন পাগল প্রায় প্রাইভেট শিক্ষক মিন্নাত, এ ব্যাপারে এলাকাবাসীসহ সকলকে সচেতন হতে বলেন।

শিববাটী ব্রীজ ও জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ডে অবৈধ টোল আদায়

ইজারাদারের বিরুদ্ধে ভ্যান চালকদের লিখিত অভিযোগ


পাইকগাছার বহুল প্রত্যাশিত শিববাটী ব্রীজ ও জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ডে ভ্যান গাড়ী থেকে অবৈধ টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে হতদরিদ্র ভ্যান চালকরা পাইকগাছা থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পার্শ্ববর্তী কয়রা ও সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন পৌর সদরের জিরো পয়েন্ট হয়ে শিববাটী ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে থাকে। ভ্যান চালিয়ে এলাকার সিংহভাগ হতদরিদ্র মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। 

ফাইল ফটো
এদিকে এলাকার প্রভাবশালী ঠিকাদার মিনারুল ইসলাম বর্তমানে শিববাটী ব্রীজ ও জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ড থেকে ট্রাক, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, নসিমনসহ বিভিন্ন যানবাহন থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা টোল আদায় করছে। এমনকি টোলের আওতামুক্ত হতদরিদ্র ভ্যানচালকদের কাছ থেকে ১০ টাকা হারে জোরপূর্বক টোলের টাকা আদায় করছে। 

এর প্রতিবাদে ইতোপূর্বে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এমনকি জনস্বার্থ বিবেচনা করে বর্তমান এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহারের দাবীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর ডিও লেটারও দিয়েছেন। এত কিছুর পরও কোন কিছুতে তোয়াক্কা না করে প্রতিদিন অবৈধভাবে প্রভাবশালী ইজারাদারের লোকজন অবৈধ টোল আদায় করে চলেছে। সর্বশেষ গত সোমবার এলাকার হতদরিদ্র ভ্যান চালকরা পাইকগাছা থানার ওসি বরাবর ইজারাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। 

এ ব্যাপারে ইজারাদার মিনারুল ইসলাম জানান, সাধারণ কোন ভ্যান থেকে টোল আদায় করা হয় না। যে সকল ভ্যান যন্ত্রচালিত শুধুমাত্র তাদের কাছ থেকে নির্ধারিত টোল আদায় করা হয়। 

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ বলেন, এলাকার অসংখ্য লোক আমার কাছে অবৈধ টোল আদায়ের অভিযোগ করলে বিষয়টি আমি মাসিক আইনশৃংখলা সভায় উপস্থাপন করি।

পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, অপ্রত্যাশিত ও অবৈধ টোল আদায়ের প্রতিবাদে ইতোপূর্বে ব্যাপক আন্দোলন করার পরও ইজারাদাররা প্রভাবশালী হওয়ায় আজও অবৈধ টোল আদায় বন্ধ হয়নি। 

জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ডে অবৈধ টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখবেন বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। 

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি আশরাফ হোসেন জানান।