Thursday, April 18, 2013

কয়রায় সাব রেজিষ্ট্রারের বিদায় সম্বর্ধনা

কয়রা সাব রেজিষ্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল এর বিদায় সম্বর্ধনা দিয়েছে কয়রা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতি। বুধবার কয়রা সাব রেজিষ্ট্রি অফিসে এক আড়ম্বর বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। একই দিন সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হাসান এর সভাপতিত্বে এক বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।

দু’টি সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কয়রার ইতিহাসে এমন ন্যায়পরায়ন অফিসার বিরল, তিনি যোগদানের পর থেকে কয়রা সাব-রেজিষ্ট্রি অফিসে যে আমূল পরিবর্তন এনেছিলেন তা কয়রাবাসীর কাছে স্মরনীয় হয়ে থাকবে। বক্তারা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, তিনি সম্প্রতি খুলনা জেলার ফুলতলা সাব-রেজিষ্ট্রি অফিসে বদলী হয়েছেন।

পাইকগাছার কপিলমুনিতে বসছে গাজার আসর !

পাইকগাছা উপজেলার কপিলমুনির কানাইদিয়াতে প্রতিদিন বসছে গাজার আসর। ফলে এলাকার সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা ওই গাজার আসর বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা যায়, কপিলমুনির পাশ্ববর্তী কানাইদিয়া গ্রামের মধুপালের বাগান সংলগ্ন এলাকায় প্রায় প্রতিদিন সন্ধ্যায় বসে গাজার আসর।

এই গাজার আসরে গঞ্জিকা সেবীরা যোগদানের পূর্বে ওই এলাকার বলাইয়ের মোড় নামক স্থানে এ্কত্রিত হয়ে উক্ত বাগান সংলগ্ন এলাকায় গিয়ে ২০/২৫ জন সেবী নির্বিগ্নে মনের আনন্দে মাদক সেবন করে থাকে। ফলে এলাকার যুবসমাজ-কিশোর সমাজ মারাত্মক হুমকির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতনরা, শুধু তাই নয়, রীতিমত উদ্বিগ্ন হয়েও পড়েছেন তারা। এমতাবস্থায় অনতিবিলম্বে ওই গাজার আসর বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

পাইকগাছা সেটেলমেন্ট কর্মকর্তা আঃ রশিদের বিরুদ্ধে আদালতে মামলা

পাইকগাছা উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের বিরুদ্ধে আদালতে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা সহ প্রতারণতার অভিযোগে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি, পাইকগাছা থানাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোষাল গ্রামের মৃত কওসার আলী গাজীর পুত্র শওকত গাজী গংরা ঘোষাল মৌজার এস,এ ৬২ খতিয়ানের মালিকের নিকট থেকে বিভিন্ন সময় বিভিন্ন দলিলে জমি খরিদ করেন। কিন্তু বর্তমান চলমান জরিপে সরজ আলী গাজী ও সাইফুল ইসলাম গংদের নামে রেকর্ড হয়। যার ডিপি নং ২৭১ও ২৭৬। উক্ত ডিপিতে ৩১ ধারা মোতাবেক শওকত গাজী গং বাদী হয়ে আফিল কেচ করেন যার নং ২৯২৯৩/১১, ২৯২৯৪/১১,২৯২৯৫/১১। বিবাদী থাকেন শরজ আলী গাজী ও সাইফুল ইসলাম গংরা। উক্ত আফিল কেচ গুলো শওকত আলীর পুত্র মামুন গাজী পরিচালনা করে আসছিলেন। আফিল কেচের শুনানী বিভিন্ন তারিখে অনুষ্টিত হয়। বাদীকে হয়রানীর একপর্যায অফিসার আব্দুর রশিদ, মামুন গাজীর কাছে মোটা অংকের ঘুষ দাবী করেন। মামুন গাজী অফিসার আঃ রশিদকে মামলা রায় বাদীর পক্ষে নেযার জন্য বিভিন্ন সময় ২৬ হাজার টাকা ঘুষ প্রদান করেন। কিন্তু সুচতুর সেটেলমেন্ট অফিসার আঃ রশিদ বিবাদীদের কাছ থেকে দিগুন ঘুষের টাকা নিয়ে তাদের কে রায় দেন। মামুন গাজী গত ২০ ফেব্রয়ারী ঘুষের টাকা চাইতে গেলে বিবিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেন। মামুন গাজী এ সব বিষয নিয়ে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিযাল ম্যজিষ্ট্রেট আদালতে গত বুধবার মামলা করে। যার নং সিআর-৯৩/১৩। অফিসার আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, বাদী অহেতুক অন্যায়ভাবে আমাকে হয়রানি করার মানসে উক্ত মামলা করেছে।

সূত্র: http://www.banglapost24.com/archives/111871

দু’দিনের কাল বৈশাখী ঝড়ে ৩ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন পাইকগাছা

পাইকগাছায় গত দু’দিনের কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলা। গত মঙ্গলবার ও বুধবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড় আঘাত হানলে উপজেলার ১০/১২টি ইটের ভাটার কয়েক হাজার কাঁচা ইট নষ্ট, শত শত মণ ফলন্ত আম গাছের আম পড়ে বিনষ্ট হয়।

এছাড়াও অন্যান্য মৌসুমী ফলসহ বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সূত্রে জানা যায়। দু’দিনের ঝড়ে চাঁদখালীসহ উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙ্গে যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে গত ৩ দিন যাবত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রিচার্জ করতে না পারায় প্রায় শতকরা ৮০টি মোবাইল বন্ধ হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যসহ বিরুপ প্রভাব পড়েছে জনজীবনে। বিদ্যুতের ত্র“টি মেরামতে বিদ্যুৎ বিভাগের কয়েকটি টিম বিভিন্ন স্থানে কাজ করছে বলে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনোহর চন্দ্র মন্ডল জানান। তবে কখন বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত কিছু বলতে পারেনি।

কাল থেকে খুলনায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শুক্রবার থেকে নগরীর সার্কিট হ্উাজ ময়দানে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এ মেলার আয়োজন করছে। কাল সার্কিট হ্উাজ ময়দানে এ মেলার উদ্বোধন করা হবে।

প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: সফিকুর রহমান ও খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি কাজি আমিনুল হক।


ঝড়োহাওয়ার সতর্ক বার্তা

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে পরবর্তী ১৫ ঘণ্টার মধ্যে খুলনা অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে *দুই নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত* দেখিয়ে যেতে বলা হয়েছে। তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কার পরিপ্রেক্ষিতে উপকূলীয় খুলনা জেলায় আগাম সতর্কতা গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

উপজেলা প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্র; পাইকগাছা পৌরসভা, খুলনা।