Friday, December 13, 2013

পাইকগাছায় অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরপরই পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রধান সড়কের বিভিন্নস্থানে গাছ ফেলে, বাঁধ দিয়ে ও রাস্তা কেটে ফেলায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার দিনগত রাতে দুবৃত্তরা এ তান্ডবলীলা চালায়। এসব ঘটনায় উদ্বিঘ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা উপজেলা।

জানা যায়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের খবর বৃহস্পতিবার রাত ১০ টার পর বিভিন্ন গণমাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে এদিন রাতভর দুর্বৃত্তরা এলাকায় তান্ডবলীলা চালায়।

প্রাপ্ত খবরে জানাগেছে, দুর্বৃত্তরা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের ব্যবসায়ী রমেশের ফার্নিচারের দোকানে অগ্নিসংযোগ করে। এতে দোকানঘর ও বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়, সরল বাজারের আলাউদ্দিন গাজীর কাপড়ের দোকানে অগ্নি সংযোগের চেষ্ঠা করে বলে এলাকাবাসীরা জানায়।

এছাড়াও নতুন বাজারের নির্মল অধিকারীর কম্পিউটারের দোকান, প্রদীপ রায়ের কসমেটিকনের দোকান, হাকিম বোরহান উদ্দিনের হার্বালের দোকানসহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে দুর্বৃত্তরা মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়ক কেটে দেয়, মাটি দিয়ে উঁচু বাঁধ দেয় এবং অসংখ্য গাছপালা কেটে ফেলে রাখায় পাইকগাছা-খুলনা সড়কটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে ব্যবসায়ী প্রদীপ রায় জানান দুর্বৃত্তরা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ভাংচুর করার পাশাপাশি লুটপাটও করেছে। শুক্রবার সকাল থেকেই গাছপালা সরিয়ে ফেলার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্ঠা চলছে বলে ওসি এম মসিউর রহমান জানান।